মঙ্গলবার ● ১৯ মে ২০২০
প্রথম পাতা » পটুয়াখালী » মির্জাগঞ্জে ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবেলা ৫৭ আশ্রয়ন কেন্দ্র প্রস্তুত
মির্জাগঞ্জে ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবেলা ৫৭ আশ্রয়ন কেন্দ্র প্রস্তুত
হাসান আলী, পটুয়াখালী প্রতিনিধি :: উপকুলে ক্রমশই ধেয়ে আসছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আম্ফান’। আজ মঙ্গলবার ১৯ মে বিকালের দিকে আঘাত হানতে পারে এ শক্তিশালি ঘূর্ণিঝড়। আন্ফানের প্রভাবে পায়রা সমুদ্র বন্দরকে ৭ নম্বর মহা বিপদ সংকেত দেখিয়েছে আবহাওয়া অধিদপ্তর।এতে আতেঙ্কে রয়েছে উপজেলার পায়রা পারে বসবাসকারী। ঘূর্ণিঝড় মোকাবিলা ও সম্ভাব্য ক্ষয়-ক্ষতি এড়াতে পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলার ৬ টি ইউনিয়নে ৫৭ টি আশ্রয় কেন্দ্রের পাশাপাশি উপকূলীয় এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। এছাড়া উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। এরই মধ্যে উপকূলবাসীকে সতর্ক করতে মাইকিং শুরু হয়েছে।সবাইকে আশ্রয় কেন্দ্রে নিরাপদে অবস্থান নেওয়ার জোর তাগিদ দেওয়া হচ্ছে।
তবে আম্ফান মোকাবেলায় ইতোমধ্যে বৈঠক করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে ঘূর্ণিঝড় ‘আম্ফান’ প্রতিরোধে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সরোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়,উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সরোয়ার হোসেন জানান, শিক্ষা প্রতিষ্ঠানসহ ৫৭টি আশ্রয়ন কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ইতোমধ্যে আশ্রয় কেন্দ্রগুলো আশ্রয়গ্রহণের জন্য প্রস্তুত করা হয়েছে। আশ্রয় গ্রহনকারীদের জন্য শুকনো খাবার, নিরাপদ পানি ব্যবস্থা করা হবে।
কেন্দ্রে সামাজিক সুরক্ষা মেনে স্বাস্থ্যবিধি অনুযায়ী রাখা হবে। এছাড়াও আশ্রয় কেন্দ্রে গ্রাম পুলি মেডিক্যাল টিম স্বাস্থ্য সুরক্ষার কাজে নিয়োজিত থাকবে।