বৃহস্পতিবার ● ২১ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » ১৩তম সংঘরাজ নির্বাচিত হওয়াতে ড. জ্ঞানশ্রী মহাস্থবিরকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন
১৩তম সংঘরাজ নির্বাচিত হওয়াতে ড. জ্ঞানশ্রী মহাস্থবিরকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন
অলক চৌধুরী নয়ন, রাউজান (উত্তর) প্রতিনিধি :: উপ মহাদেশের কিংবদন্তি সংঘ মনীষী, আবাল্য ব্রহ্মচারী, চট্টগ্রাম নন্দনকানন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ, মহাসদ্ধর্মজ্যোতিকাধ্বজ, বহু জনকল্যাণকর প্রতিষ্ঠানের প্রতিষ্ঠিতা,অনাথ পিতা, সর্বজন পূজিত,শীল-বিনয়ে বিভূষিত,শাসন-শোভণ এবং রাউজান উপজেলার ডোমখালি গ্রামের জন্মজাত ড. জ্ঞানশ্রী মহাস্থবির মহোদয় বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার কার্য নির্বাহী পরিষদ কর্তৃক সর্বসম্মতি ক্রমে ত্রয়োদশ সংঘরাজ নির্বাচিত হওয়াতে বিভিন্ন সংগঠনের পক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
আজ ২১ মে বৃহস্পতিবার চট্টগ্রাম বৌদ্ধ বিহারে দুপুরে বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান ও কার্যকরি কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন ৬ নং বিনাজুরী ইউনিয়নের চেয়ারম্যান সুকুমার বড়ুয়া ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করেন ।
উল্লেখ্য বাংলাদেশ বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু দ্বাদশ সংঘরাজ, পটিয়া উপজেলার ঊনাইনপুরা লংকারাম বিহারের আজীবন অধ্যক্ষ ভদন্ত ড. ধর্মসেন মহাস্থবির গত ২০ মার্চ ২০২০ ৯২ বছর বয়সে পরলোক গমন করেন। এরপর গতকাল বুধবার ২০ মে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার কার্য নির্বাহী পরিষদ কর্তৃক সর্বসম্মতি ক্রমে ত্রয়োদশ সংঘরাজ হিসেবে ভদন্ত ড. জ্ঞানশ্রী মহাস্থবির মহোদয়কে নির্বাচিত করেন।