শুক্রবার ● ২২ মে ২০২০
প্রথম পাতা » ময়মনসিংহ » ফুলবাড়ীয়ায় করোনায় বাবা’র মৃত্যু,ছেলের পজেটিভ
ফুলবাড়ীয়ায় করোনায় বাবা’র মৃত্যু,ছেলের পজেটিভ
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় করোনা আক্রান্ত হয়ে আব্দুল খালেক (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। আর বৃদ্ধের সঙ্গে থাকা তার ছেলে আব্দুল জলিলের (৩০) নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজেটিভ আসে। আব্দুল খালেক ফুলবাড়ীয়া উপজেলার ১ নং নাওগাঁও ইউনিয়নের কাউয়ালাড়া গ্রামের বাসিন্দা।
আজ শুক্রবার ২২ মে দুপুর আড়াইটার দিকে করোনা আক্রান্ত হয়ে ময়মনসিংহ এসকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধ আব্দুল খালেক মারা যান বলে নিশ্চিত করেন ময়মনসিংহ সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম।
মৃতের ছেলে আব্দুল জলিল বলেন, ‘ বাবা দীর্ঘদিন ধরে গলার ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার করোনাভাইরাস শনাক্ত হয়। পরে গত ২০ মে তিনি ময়মনসিংহ এসকে হাসপাতালে আইসোলেশনে ভর্তি হয়েছিলেন।পরে শুক্রবার (২২ মে) দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহ এসকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’
এদিকে বাবা আব্দুল খালেক সঙ্গে থাকা ছেলে আব্দুল জলিলের (৩০) নমুনা পরীক্ষা করা হলে বৃহস্পতিবার (২১ মে) তার রিপোর্ট পজেটিভ আসে।
ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ছিদ্দিক বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির জানাযা নামাজ কোথায় হবে এখনো কোন সিদ্ধান্ত হয়নি।’