সোমবার ● ৮ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » জাতীয় » অতীতের চেয়ে বর্তমানে সিলেট-২ আসনে ব্যাপক উন্নয়ন হয়েছে:ইয়াহ্ইয়া চৌধুরী
অতীতের চেয়ে বর্তমানে সিলেট-২ আসনে ব্যাপক উন্নয়ন হয়েছে:ইয়াহ্ইয়া চৌধুরী
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী বলেছেন, অতীতের যে কোন সময়ের চেয়ে বর্তমানে বিশ্বনাথ, বালাগঞ্জ ও ওসমানীনগরে ব্যাপক উন্নয়ন হয়েছে৷ সকলের আন্তরিকতা ও সহযোগিতা অব্যাহত থাকলে বাকি ৩ বছর মেয়াদের মধ্যে সকল উন্নয়ন কাজগুলো দ্রুত সম্পন্ন হবে৷ তিনি বলেন, এবার এ আসনের প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদগুলোতে উন্নয়নের জন্য নগদ অর্থ দেয়া হয়েছে৷ লামাকাজি ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রায় ৬০লৰ টাকার উন্নয়ন সাধিত হয়েছে৷ সকল ইউনিয়নেও এভাবে কার্যক্রম পরিচালিত হচ্ছে৷ এসব উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে৷ বর্তমানে লামাকাজি ইউনিয়নের প্রায় ২১টি গ্রামে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চলছে৷ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাপার মনোনীত চেয়ারম্যান, মেম্বার প্রার্থীর পক্ষে রায় দিতে দলমত নির্বিশেষে সকলকের প্রতি আহবান জানান৷
তিনি গত শনিবার রাতে বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের পাঠানোগাঁও ও ইসবপুর গ্রামে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন৷
শনিবার সন্ধ্যা রাত সাড়ে ৭টায় পাঠানোগাঁও গ্রামের মাহমদ আলীর বাড়িতে স্থানীয় ওয়ার্ডবাসী কর্তৃক আয়োজিত উন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন৷ প্রবীন মুরবি্ব মাহমদ আলীর সভাপতিত্বে ও বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক এ কে এম দুলালের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এলাকার মুরবি্ব লিলু মিয়া, আব্দুল খালিক, রম্নশন আলী৷ এসময় উপস্থিত ছিলেন, জমশেদ আলী, লিলু মিয়া, লাল মিয়া, ছগির আলী, মনির আলী, মকবুল আলী, কলমধর আলী, ফজর আলী, শফিক আলী, ইশকার আলী, মোবারক আলী, জলাল মিয়া, আশিক মিয়া, চান্দ আলী, জুনাব আলী, ময়না মিয়া, মকবুল মিয়া, সিরাজুল ইসলাম, ময়জুল ইসলাম, নুর ইসলাম, সরকার মিয়া, ফরিদ আলী, ছাদ মিয়া, গিয়াস মিয়া, শাহনুর আহমদ, ইউসুফ আলী, ইশরাক আহমদ মাখন, সোহেল আহমদ প্রমূখ৷ এসময় পঞ্চগ্রামের প্রায় ৪ শতাধিক লোকজন উপস্থিত ছিলেন৷ মতবিনিময় সভায় সাংসদের কাছে অবহেলিত উন্নয়ন বঞ্চিত ওয়ার্ডবাসী বিভিন্ন দাবি-দাবা উপস্থাপন করেন৷ পরে দাবি অনুযায়ি ৩মাসের মধ্যে সিলেট-সুনামগঞ্জ সড়কের সংযুক্ত সমর আলীর বাড়ির সামন থেকে পাঠানোগাঁও রেল লাইন পর্যনত্ম প্রায় সোয়া কিলোমিটার কাঁচা রাসত্মায় ইট বসানোর হবে বলে প্রথান অতিথি আশ্বাস প্রদান করেন এবং অন্যান্য দাবিগুলো ক্রমান্বয়ে পূর্ন করবেন বলে মতামত ব্যক্ত করেন৷
এদিকে, শনিবার রাত সাড়ে ৮টায় ৫নং ওয়ার্ড জাতীয় পার্টির উদ্যোগে যোগদান অনুষ্ঠান ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এলাকার মুরবি্ব হাজী মনোহর আলী৷ জাতীয় পার্টি নেতা জাহাঙ্গীর আলমের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক এ কে এম দুলাল৷ এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন গিয়াসউদ্দিন, রাসেল আহমদ৷