শনিবার ● ২৩ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে ঈদ উপহার পেলেন শিক্ষকরা
রাঙ্গুনিয়াতে ঈদ উপহার পেলেন শিক্ষকরা
মাইকেল দাশ, রাঙ্গুনিয়া প্রতিনিধি :: রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের নন এমপিওভুক্ত শিক্ষক ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষাথীদের ঈদ উপহার দিয়েছে মরিয়মনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য ও মরিয়মনগর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন সেতু।
আজ শনিবার ২৩ মে সকালে মরিয়মনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির নির্দেশে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন মরিয়মনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ কান্তি চৌধুরী, শিক্ষক মুক্তিসাধন বড়ুয়া, স্কুলের অভিভাবক প্রতিনিধি আবু বক্কর, এমরান হোসেন, খোরশেদ আলম, তরুন সমাজকর্মী তাহসান খান ইমন ও রবিউল মোস্তফাসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
শিক্ষানুরাগী শওকত হোসেন সেতু বলেন, “ করোনার সংকটকালে বিভিন্ন পেশার মানুষের সাথে শিক্ষকরাও তেমন ভালো নেই। তথ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে সম্মানিত মহান শিক্ষকদের কথা চিন্তা করে তাঁদের জন্য নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী উপহার হিসেবে দেয়া হয়েছে। ”