শনিবার ● ২৩ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে পুলিশ সদস্যের করোনা পজেটিভ
কাউখালীতে পুলিশ সদস্যের করোনা পজেটিভ
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: কাউখালী উপজেলার বেতবুনিয়া রাবার বাগান ফরেনার চেক পোষ্টে কর্মরত এক পুলিশ সদস্যের করোনা পজেটিভ ধরা পড়েছে।
সুত্র জানায় রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের কাউখালী উপজেলার বেতবুনিয়া রাবার বাগান ফরেনার চেক পোষ্টে কর্মরত পুলিশ সদস্য কৃষ্ণ দাশ (২২) কনস্টবল নং ৩১৯৩ গত ৫ এপ্রিল ফরেনার চেক পোষ্টে যোগদান করেন। গত ১৬ এপ্রিল রাবার বাগান ফরেনার চেক পোষ্টের ১০ জন সদস্যর কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগের নমুনা সংগ্রহ করে রাঙামাটি সিভিল সার্জন অফিসে কন্ট্রোল রুমে প্রেরণ করেন। ২২ এপ্রিল ৯ জন পুলিশ সদস্যের করোনা রোগের রিপোর্ট আসে নেগেটিভ তার মধ্যে পুলিশ সদস্য কৃষ্ণ দাশের রিপোর্ট আসে পজেটিভ। বর্তমানে তাকে বেতবুনিয়া পুলিশ ফাড়িতে বিশেষ ঘরে আইসোলেশনে রাখা হয়েছে বলে কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. শহিদ উল্লা পিপিএম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন কাউখালী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার ডা. সুইনু প্রু রোয়াজা ও অন্য মেডিকেল অফিসাররা বেতবুনিয়া পুলিশ ফাঁড়িতে গিয়ে কারোনা রোগে পজেটিভ পুলিশ সদস্য কে দেখভাল করে তাকে সেখানে আইসোলেশনে রাখার পরামর্শ প্রদান সহ তার চিকিৎসার ব্যবস্থা গ্রহন করেন বলে তিনি জানান।