![মিরসরাইয়ের ভারতীয় ২৪ গরু আটক](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/254-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
মঙ্গলবার ● ২৬ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » করোনা উপসর্গ নিয়ে রাউজানের ডাক্তারের মৃত্যু
করোনা উপসর্গ নিয়ে রাউজানের ডাক্তারের মৃত্যু
আমির হামজা, স্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজানের স্বনামধন্য তরুণ চিকিৎসক, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে কর্মরত ডা. সৈয়দ মো. জাফর হোসাইন করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন।
গতকাল সোমবার ২৫ মে সকালে তিনি ইন্তেকাল করেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তিনি একটি ২ বছর বয়সী কণ্যা সন্তান রেখে অকালে চলে গেলেন । জানা যায়, প্রতি বছর ঈদে যখন বাড়ি আসতেন তখন ফ্রি চিকিৎসা দিতেন এলাকাবাসীদের।
জানা গেছে, দুপুর ১টার দিকে তিনজন চট্টগ্রাম শহর থেকে আসা লোকজন তার দাফন কার্য শেষ করেন। তবে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুর ব্যাপারটি প্রশাসনের পক্ষ থেকে কেউ নিশ্চিত করতে পারেননি।