মঙ্গলবার ● ২৬ মে ২০২০
প্রথম পাতা » খেলা » স্বনামধন্য ক্রীড়া সংগঠক হুমায়ন কবির জুয়েল আর নেই
স্বনামধন্য ক্রীড়া সংগঠক হুমায়ন কবির জুয়েল আর নেই
ষ্টাফ রিপোর্টার :: বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত কয়েক দিন আগে দেশের বিশিষ্ট ক্রীড়া সংগঠক কারাতে প্রশিক্ষক- আন্তর্জাতিক রেফারী হুমায়ন কবির জুয়েল রাজধানীর গ্রীন লাইফ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ২৬ মে মঙ্গলবার সকাল ৯টার দিকে তিনি মারা যান।
তথ্যটি নিশ্চিত করেছেন ক্রীড়া সংগঠক হুমায়ন কবির জুয়েলের অন্যতম ছাত্র কারাতে প্রশিক্ষক ও সংগঠক কামাল উদ্দিন জেকি।
বিশিষ্ট ক্রীড়া সংগঠক কারাতে প্রশিক্ষক- আন্তর্জাতিক রেফারী হুমায়ন কবির জুয়েলের মৃত্যুতে গভির শোক প্রকাশ করেছেন রাঙামাটি জুডো ও কারাতে এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ক্রীড়া সংগঠক সাবেক বাংলাদেশ জুডো ও কারাতে ফেডারেশনের নির্বাহী সদস্য, বাংলাদেশ জুডো ফেডারেশনের সাবেক নির্বাহী সদস্য, সিনিয়র প্রশিক্ষক ও রেফারী নির্মল বড়ুয়া মিলন।
জাতীয় প্রশিক্ষক ও রেফারী নির্মল বড়ুয়া মিলন বলেন, বাংলাদেশে সোতোকান কারাতের প্রধান সংগঠক, আন্তর্জাতিক কারাতে প্রশিক্ষক ও রেফারী হুমায়ন কবির জুয়েলের মৃত্যুতে জাতি একজন সত্যিকারের ক্রীড়া প্রেমী, পৃষ্টপোষক ও ক্রীড়া সংগঠককে হারালো। হুমায়ন কবির জুয়েলের শূন্যতা আর কোন দিন পূরণ হবেনা।
তিনি দেশের বিশিষ্ট ক্রীড়া সংগঠক হুমায়ন কবির জুয়েলের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।