সোমবার ● ৮ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » পাবনা » তাড়াশে ওসি’র সন্ত্রাস ও মাদক নির্মূলে প্রশংসনীয় উদ্যোগ
তাড়াশে ওসি’র সন্ত্রাস ও মাদক নির্মূলে প্রশংসনীয় উদ্যোগ
তাড়াশ প্রতিনিধি :: সিরাজগঞ্জের তাড়াশ থানার অফিসার ইনচার্জ সন্ত্রাস ও মাদক নির্মূলে প্রসংসনীয় উদ্যোগ গ্রহন করে তা দমন করায় উপজেলায় শান্তি ও শৃংখলা বিরাজ করছে৷
জানাগেছে, এ উপজেলায় আদিবাসী অধ্যুষিত ৩টি ইউনিয়নের আদিবাসীদের মাঝে ব্যাপক হারে চোলাই মদ তৈরি ও খেতে দেখাগেছে ৷ সেই সাথে এলাকায় ব্যাপক মাদকের প্রভাব বিস্তিার করে যুব সমাজ প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে ৷ আর এ সময় তাড়াশ থানার অফিসার ইনচার্জ এটিএম আমিনুল ইসলাম যোগদান করেন। এরপর থেকে পুরো থানা এলাকায় সন্ত্রাস, মাদক নির্মূলে তার সঙ্গীয় ষ্টাফদের নিয়ে এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক ও তার সাথে জরিতদের গ্রেফতার করে আইনের কাছে সোর্পদ করেছেন৷ ইতিমধ্যেই তাড়াশ উপজেলার বিভিন্ন সন্ত্রাস প্রবন এলাকা ও রাস্তার মোড়ে মোড়ে টহলের ব্যবস্থা করে আইন শৃংখলার উন্নতিতে অগ্রনী ভূমিকা পালন করছেন৷
তাড়াশ থানার অফিসার ইনচার্জ এটিএম আমিনুল ইসলাম সন্ত্রাসের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এবং আইনের উপর আস্থা রেখে কাজ করার আহবান জানান৷