মঙ্গলবার ● ২৬ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » করোনা শনাক্তের তিনদিন পর হাসপাতালে মারা গেলেন ওষুধ ব্যবসায়ী
করোনা শনাক্তের তিনদিন পর হাসপাতালে মারা গেলেন ওষুধ ব্যবসায়ী
মাইকেল দাশ, রাঙ্গুনিয়া প্রতিনিধি :: করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়ার তিনদিন পর হাসপাতালের আইসোলেশনে মারা গেলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার এক ব্যক্তি। তাঁর নাম মো. পারভেজ। বয়স ৩৬। তিনি চট্টগ্রাম নগরীতে ওষুধের ব্যবসা করতেন। গতকাল সোমবার (২৫ মে) দিনগত রাত আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের আইসোলেশনে তিনি মারা যান।
আজ মঙ্গলবার ২৬ মে সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের কদমতলী গ্রামের বাড়িতে চট্টগ্রামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক(এস আই) মো. মাহাবুব হোসেন। এবিষয়ে তিনি বলেন, ওই ব্যক্তি করোনা পজিটিভ নিশ্চিত হওয়ার পর ২৩ মে তাঁর গ্রামের বাড়ি লকডাউন করতে গেলে তিনি চট্টগ্রাম নগরীতে কয়েকবছর ধরে স্বপরিবারে থাকেন জানান স্থানীয়রা। করোনা আক্রান্ত মৃত ব্যক্তির স্বজন মাওলানা মহিউদ্দিন মহিম বলেন, ” পিপিই পড়ে তাঁর জানাজা পড়িয়েছি। তাঁর জানাজায় ৩৫ থেকে ৪০ জন লোক অংশ নেন। তাঁরা সবাই দুরত্বে থেকে জানাজায় অংশ নেন।
রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নমুনা দেন। ২৩ মে ফলাফলে করোনা পজিটিভ আসে। ২৫ মে রাতে তিনি হাসপাতালে মারা যান। ওই ব্যক্তিসহ রাঙ্গুনিয়ায় এই পর্যন্ত দুই ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এর আগে উপজেলার পারুয়া ইউনিয়নের ৬৫ বছর বয়সী এক ব্যক্তি করোনায় মারা যান। ১৯ মে মারা যাওয়ার ৬ দিন পর তাঁর নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। উপজেলায় প্রথম ২ মে ভূমি কার্যালয়ের এক আয়ার করোনা ধরা পড়ে। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তালিকা অনুৃযায়ী আজ মঙ্গলবার (২৬মে) পর্যন্ত পুলিশ, সরকারি কর্মকর্তা-কর্মচারিসহ রাঙ্গুনিয়ার ৩৪ ব্যক্তির করোনা পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা কারিমা আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে ও তাঁর স্ত্রী এবং উপজেলা ভূমি কার্যালয়ের আয়া শেলি রানী দাশকে করোনা মুক্ত ঘোষনা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কতৃপক্ষ।