বুধবার ● ২৭ মে ২০২০
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়ার ২০জনসহ কক্সবাজারে ৬১ জনের শরীরে করোনার শনাক্ত
উখিয়ার ২০জনসহ কক্সবাজারে ৬১ জনের শরীরে করোনার শনাক্ত
পলাশ বড়ুয়া, উখিয়া প্রতিনিধি :: কক্সবাজারে এ পর্যন্ত সবচেয়ে বেশি মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে আজ।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবের করোনার নমুনা পরীক্ষায় একদিনে সর্বাধিক ৬১ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এদের মধ্যে মধ্যে ৪৬ জন নতুন রোগী ও ১৫ জন ফলোআপ রোগী।
নতুন শনাক্তদের মধ্যে উখিয়ার সর্বাধিক ২০জনসহ কক্সবাজার জেলার ৪০ জন, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার তিনজন এবং বান্দরবান জেলার তিনজন রয়েছেন।
অপরদিকে ফলোআপ রোগীদের মধ্যে চকরিয়া উপজেলার ১০ জন, রামু আইসোলেশনের দুইজন ও রোহিঙ্গা শরণার্থী রয়েছেন ৩ জন।
আজ বুধবার ২৭ মে ২৮০ জন রোগীর করোনার নমুনা টেষ্ট করে এই রিপোর্ট মিলেছে।
কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া ও কলেজের প্যাথলজি বিভাগের প্রধান ডা. রূপেশ পাল এই তথ্য নিশ্চিত করেছেন।
তাদের দেয়া তথ্য মতে, বুধবার ৬১ জন রোগীর রিপোর্ট পজিটিভ আসে। এদের মধ্যে ৪৬ জন নতুন রোগী ও ১৫ জন ফলোআপ রোগী।
সুত্র মতে, এ দিন করোনা পজিটিভ আসা রোগীদের মধ্যে চকরিয়ায় ৫ জন, টেকনাফে দুইজন, রামুতে ৪ জন, মহেশখালীতে দুইজন, উখিয়া উপজেলায় ২০ জন ও কক্সবাজার সদরে ৭ জন এবং চট্টগ্রাম জেলার লোহাগড়ায় তিনজন, পার্বত্য বান্দরবান সদরে দুইজন ও রোয়াংছড়িতে একজন রোগী রয়েছেন।
এ দিন ২১৯ জন সন্দেহভাজন রোগীর রিপোর্ট নেগেটিভ এসেছে।