সোমবার ● ৮ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে ৭ জুয়াড়ি আটক
বিশ্বনাথে ৭ জুয়াড়ি আটক
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ৭ জুয়াড়িকে আটক করেছে বিশ্বনাথ থানা পুলিশ৷ রবিবার দুপুরে উপজেলার মিয়ার বাজার (বিষ্ণুপুর) এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়৷ আটককৃতরা হলেন- বিশ্বনাথ উপজেলার চান্দভরাং গ্রামের মৃত নোয়াব উল্লাহর ছেলে কাশিম আলী (৪২), লহরী গ্রামের মৃত তাহির উল্লাহর ছেলে মাসুক আলী (৫০), বাইশঘর গ্রামের শহর উলস্নাহর ছেলে শিলু মিয়া (৩৭), একই গ্রামের মৃত হারম্নন বিঙের ছেলে হাদা বঙ্ (৪০), শানুর আলীর ছেলে সোহেল আহমদ, মৃত ময়না মিয়ার ছেলে চুনু মিয়া (৩২), মৃত ছাদি উল্লাহর ছেলে গেদন আলী (৫০)৷
পুলিশ সূত্রে জানা যায়, বিশ্বনাথ থানার এসআই রাজিবুর রহমান, মামুনুর রশীদ, হাবিব উলস্নাহ থানা পুলিশের একটি টিম রবিবার দুপুর ১টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মিয়ার বাজার এলাকায় অভিযান চালায়৷ প্রকাশ্যে জুয়া খেলারত অবস্থায় ৭ জোয়াড়ীকে আটক করতে সক্ষম হয় পুলিশ৷ এসময় তাদের কাছ থেকে নগদ ৩হাজার ৫০ টাকা ও ১৫০টি তাসের কার্ড উদ্ধার করা হয়৷ আটকের সত্যতা নিশ্চিত করেন থানার এসআই হাবি