বুধবার ● ২৭ মে ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » করোনা উপসর্গ নিয়ে কুয়েত প্রবাসির মৃত্যু
করোনা উপসর্গ নিয়ে কুয়েত প্রবাসির মৃত্যু
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: কুয়েতে প্রবাসি ঝিনাইদহ সদরের বংকিরা গ্রামের ও সাবেক চুয়াডাঙ্গা ডিলাক্সের সিনিয়র ড্রাইভারের করোনায় মৃত্যু হয়েছে। জানা গেছে প্রায় ২০ বছর ধরে কুয়েতের জাহারা অঞ্চলে চাকুরি করে আসছিল ঝিনাইদহ শহরের টিভি সেন্টার পাড়া ও সদর উপজেলার বংকিরা গ্রামের মোকাম মন্ডলের ছেলে লোকমান হোসেন (৫০)। লোকমানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন আরেক কুয়েত প্রবাসি ইজাজুল হক। তিনি মুঠোফেনে গনমাধ্যম কর্মীদের জানান, জানায়, গত প্রায় ১৫ দিন পূর্বে কুয়েতের জাহারা এলাকায় লোকমানের নিজ ভাড়া বাড়িতে করোনা উপসর্গ দেখা দেই। পরে করোনা উপসর্গ নিয়ে সে জাহারা হাসপাতালে ভর্তি হয়। তার অবস্থা আশংকাজনক হয়ে পড়লে জাহারা হাসপাতাল থেকে কুয়েত সিটি হাসপাতালের করোনা ওয়ার্ডে লোকমানকে ভর্তি করা হয়। সেখানেই গত ২৩ মে তিনি মৃত্যুবরণ করেন। তবে তার ভগ্নিপতি শরিফুল ইসলাম জানান, লোকমান হোসেন দীর্ঘদিন ধরে উচ্চ মাত্রায় ডায়াবেটিক রোগে ভুগছিলেন। কোন ভাবেই নিয়ন্ত্রনে আসছিল না। ফলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে লোকমান ঝিনাইদহ শহরের টিভি সেন্টার পাড়ার বাড়িতে থাকা তার ২ স্বী ও ৪ কণ্যা সন্তান রেখে যান। এদিকে প্রবাসে লোকমানের করোনায় মৃত্যুর পর কুয়েতের জাহারা এলাকায়, তার গ্রামের বাড়ি বংকিরা ও তার শহরের বাড়ি ঝিনাইদহ টিভি সেন্টার পাড়ায় এবং এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। উল্লেখ্য, লোকমান ২০ বছর পূর্বে প্রায় ১০ বছর যাবৎ চুয়াডাঙ্গা জেলার “চুয়াডাঙ্গা ডিলাক্স” পরিবহনের সিনিয়র ড্রাইভারের দ্বায়িত্ব পালন করেছেন। লোকমানের মরদেহের কাগজাদি সম্পন্ন হওয়ার পর কুয়েত সিটি হাসপাতালে করোনা ওয়ার্ড থেকে তাকে জাহারা হাসপাতালে নেওয়ার পর করোনা মহামারি ও লকডাউন জটিলতা বা সমস্যার কারনে কুয়েতেই লোকমানের দাফন সম্পন্ন হতে পারে মর্মে মুঠোফোনে জানায় কুয়েত প্রবাসি ও চুয়াডাঙ্গা সদরের জীবনা গ্রামের মৃত জহর আলী বিশ্বাসের ছেলে ইজাজুল হক। তিনি জানান, কুয়েতে চাকরি করতে এসে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা গেলে কুয়েত সরকার ৮ হাজার দিনার বা বাংলাদেশ টাকা প্রায় ১৮ থেকে ২০ লাখ টাকা তার পরিবারকে দিবে মর্মে কুয়েত সরকারের ঘোষনা রয়েছে।
বাংলা মদসহ নামধারী নাগরীক লীগ নেতা গ্রেফতার
ঝিনাইদহ :: বাংলা মদসহ ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি বীজ উৎপাদন খামারের সামনে থেকে মঙ্গবার রাতে মুন্সি মোহাম্মদ আলী সোহাগ নামে এক কথিত নাগরিক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে এক লিটার বাংলা মদ। ডাকবাংলা পুলিশ ক্যাম্পের আইসি এসআই মোখলেছুর রহমান গোপন সুত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করেন। মুন্সি মোহাম্মদ আলী সোহাগ ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বৈডাঙ্গা গ্রামের আওয়াল মুন্সীর ছেলে। ডাকবাংলা পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মোখলেছুর রহমান জানান, চুয়াডাঙ্গা থেকে মাদক দ্রব্য নিয়ে বৈডাঙ্গা ফেরার খবর শুনে আমরা রাস্তায় ওৎ পেতে থাকি। সাধুহাটি বীজ উৎপাদন খামারের গেটের সামনে পৌছালে এক লিটার বাংলা মদসহ মোহাম্মদ আলী সোহাগকে গ্রেফতার করি। তার বিরুদ্ধে সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। মুন্সি মোহাম্মদ আলী সোহাগের ফেসবুকে তার পরিচয় তুলে ধরা হয়েছে তিনি নাকি কেন্দ্রীয় আওয়ামী নাগরিকলীগ কমিটির সদস্য। এছাড়া আওয়ামী নাগরিক লীগের ঝিনাইদহ জেলা শাখার আহবায়ক ও বঙ্গবন্ধু ইউনিক ক্লাবের আহবায়ক হিসেবে জাহির করা হয়েছে। আবার ঝিনাইদহ সদর উপজেলা যুবলীগের সদস্য হিসেবে পোষ্টারও শোভা পাচ্ছে তার ফেসবুক ওয়ালে। তবে এলাকাবাসি জানায়, মুন্সি মোহাম্মদ আলী সোহাগ দলের নাম ভাঙ্গিয়ে এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজী করে থাকে। তার অত্যাচারে মানুষ অতিষ্ঠ ছিল। খবরের সত্যতা স্বীকার করে এবিষয়ে সাগান্না ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হোসন জানান, মুন্সি মোহাম্মদ আলী সোহাগ আমাদের দলের সক্রিয় কর্মী। সে ইউনিয়ন যুবলীগের সভাপতি হওয়ার জন্য কাজ করছিল। মঙ্গলবার রাতে মদসহ ধরা পড়ার পর আমি দেখতে গিয়েছিলাম। পুলিশ তাকে জানিয়েছে তার কাছ থেকে মদ উদ্ধার করা হয়েছে। তাকে মুক্তি দেওয়া সম্ভব নয়। রাতেই পুলিশ মদসহ তাকে আদালতে চালান দিয়েছে।
বেড়াতে গিয়ে ডোবায় ডুবে শিশুর মৃত্যু
ঝিনাইদহ :: ঝিনাইদহের শৈলকুপায় খালু বাড়ি বেড়াতে এসে বাড়ির পাশের ডোবায় পড়ে পরশ (৮) নামের এক শিশুর করুন মৃত্যু হয়েছে। হৃদয় বিদারক এ ঘটনাটি বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পৌর এলাকার হাবিবপুর গ্রামে। শিশু পরশ ঝিনাইদহের আরাপপুর এলাকার রাজিব হোসেনের পুত্র। জামাল উদ্দিন নামের স্থানীয় এক ব্যক্তি জানান, ঈদের দিন শিশু পরশ তার পিতা-মাতার সাথে শৈলকুপার হাবিবপুর গ্রামে খালু আমজাদ মন্ডলের বাড়িতে বেড়াতে আসে। এরপর বুধবার সকালে বাড়ি ফেরার আগ মূহুর্তে সে নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘরের পাশের ডোবার পানি থেকে তাকে উদ্ধার করা হয়। এরপর তাকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন। পরিবারের সদস্যরা জানান ডোবার পানিতে একটি বাতাবীলেবু পড়ে ছিল, সেটি কুড়াতে দিয়ে হয়তো ডুবে তার মৃত্যু হয়েছে। শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডাঃ কনক জানান শৈলকুপার পৌর এলাকার হাবিবপুর গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
২০ ঘন্টার ব্যবধানে ঝিনাইদহে মেডিকেল ছাত্রসহ নিহত তিন
ঝিনাইদহ :: ২০ ঘন্টার ব্যবধানে ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন মেডিকেলছাত্রসহ তিনজন নিহত হয়েছে। হরিণাকুন্ডু, ঝিনাইদহ সদর ও কোটচাঁদপুর উপজেলায় পৃথক এই দৃর্ঘটনা ঘটে। হরিণাকুন্ডু উপজেলার পারদখলপুর নামক স্থানে মটরসাইকেল দূর্ঘটনায় শামসুজ্জামান দিপু (২১) নামে এক মেডিকেলের ছাত্র নিহত হন। নিহত দিপু উপজেলার দখলপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। তিনি ফরিদপুর মেডিকেল কলেজে এমবিবিএস অধ্যয়নরত ছিলেন বলে জানা গেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাধুহাটি তৈলটুপি সড়কের পারদখলপুর এলাকায় রাস্তার উপর পড়ে থাকা গাছের সাথে ধাক্কা লঅগলে এ দূর্ঘটনা ঘটে। স্থানিয়রা জানায়, দিপু হরিণাকুন্ডু উপজেলা শহর থেকে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে আম্পানের প্রভাবে রাস্তার উপর হেলেপড়া একটি গাছের সাথে ধাক্কা লেগে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানিয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ জিল্লুর রহমান মৃত ঘোষনা করেন। ডাঃ জিল্লুর রহমান জানান, হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে। মাথায় ও বুকে মারাত্মক আঘাতপ্রাপ্ত হওয়ায় দিপুর মৃত্যু হয়েছে বলে তিনি জানান। হরিণাকু-ু থানার ওসি আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে হরিণাকুন্ডু থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এদিকে কোটচাঁদপুরের গোবিন্দপুর গ্রামে মঙ্গলবার দুপুরে ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে মিলন (৫৫) নামে একজন জন নিহত হয়েছেন। তার বাড়ি যশোরের রুপদিয়া এলাকায়। তিনি হোসেন আলীর মেয়ে বিয়ে করে কোটচাঁদপুরের সুয়াদি গ্রামে ঘরজামাই থাকতেন। এদিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের হলিধানী বারো মাইল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় বুধবার নিহত হয়েছেন চুয়াডাঙ্গার জিবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া দৌলতপুর গ্রামের আকবর আলী। এ সময় আহত হন আলমসাধু চালক আন্দুলবাড়ীয়া দোহাটি গ্রামের রেজাউল ইসলাম। প্রত্যাক্ষদর্শীরা জানান, সকালে একটি পিকআপের সাথে আলমসাধুর মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আকবর আলী নিহত হন। ঝিনাইদহের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দিলিপ কুমার সরকার খবরের সত্যতা নিশ্চত করেন।
মহেশপুরে বিদ্যুৎস্পষ্টে কৃষকের মৃত্যু
ঝিনাইদহ :: ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে। এলাকাবাসী ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল খালেক জান্নাত জানান, সোমবার ঈদের দিন সকালে গাড়াবাড়ীয়া গ্রামের সামসুল ম-লের ছেলে কৃষক শরিফুল ইসলাম শরিফ (৪৫) ঈদের নামাজ আদায় করে সকালে মাঠে তার সবজি ক্ষেত দেখতে যায়। পরে সন্ধ্যা হলেও সে বাড়ি না ফেরায় পাড়াপ্রতিবেশি ও নিকট জনেরা তার খোঁজ শুরু করে। পরে রাত সাড়ে ৯টার সময় নিজের মোটর সেচ পাম্পের পাশে পাট ক্ষেতে ঘুর্ণিঝড় আম্ফানের আঘাতে ক্ষতিগ্রস্থ বিদ্যুতের পড়ে থাকা তারে জড়ানো অবস্থায় তার মৃত দেহ পাওয়া যায়।