বৃহস্পতিবার ● ২৮ মে ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » করোনা মোকাবেলায় খাগড়াছড়ি মেডিকেল টেকনোলজিষ্টদের বিরামহীন কর্মযজ্ঞ
করোনা মোকাবেলায় খাগড়াছড়ি মেডিকেল টেকনোলজিষ্টদের বিরামহীন কর্মযজ্ঞ
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলায় করোনা সংকটের শুরু থেকেই সন্দেহ জনক ও আক্রান্তদের কাছ থেকে Covid-19 এর নমুনা সংগ্রহ সহ হাসপাতালের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার কাজে নিরলস ভাবে শ্রম দিয়ে যাচ্ছেন মেডিকেল টেকনোলজিষ্টরা। অনেকেই পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে দীর্ঘ সময় কর্মস্থলেই অবস্থান করছেন। সম্প্রতি একজন মেডিকেল টেকনোলজিষ্ট করোনায় আক্রান্তও হয়েছেন। কর্ম ক্ষেত্রে নানাবিধ সমস্যার সম্মুখীন হয়েও তারা থেমে নেই। মানব সেবায় চলছে তাদের কর্মযজ্ঞ। বর্তমানে কর্মরত রয়েছেন, সিভিল সার্জন কার্যালয়ে মো. আলমগীর হোসেন (সিনিয়র মেডিকেল টেকনোলজিষ্ট, ল্যাব), সুপা চাকমা। সদর উপজেলায় পরিতোষ চাকমা। আধুনিক জেলা সদর হাসপাতালে ঝিনু মারমা, চয়ন চাকমা, কংচাইরী মারমা। দিঘীনালায় তোষী চাকমা,পাপড়ি চাকমা। মহালছড়িতে সুইচিং মারমা,সুজন চাকমা। মাটিরাঙ্গায় ফারুক হোসেন,বাপু মনি চাকমা। রামগড়ে জুয়েল পাল, কল্পন দেওয়ান(প্রষনে কর্মরত)। পানছড়িতে সলিট চাকমা।মানিকছড়িতে আপ্রুসি মারমা,রাজীব ভট্টাচার্য। লক্ষীছড়িতে রফিকুল ইসলাম (ল্যাব)।
এছাড়াও মেডিকেল টেকনোলজিষ্ট রেডিওলজি, ডেন্টাল ও স্যানিটারী ইন্সপেক্টর গনও বিভিন্ন উপজেলায় করোনার নমুনা সংগ্রহ কাজে সহযোগিতা করছেন। খাগড়াছড়ি জেলাসহ সারাদেশে আরও বেশী সংখ্যায় মেডিকেল টেকনোলজিষ্ট দরকার বর্তমান করোনা সংকট মোকাবেলায়। জাতির এই কঠিন ক্রান্তিলগ্নে জীবনের ঝুকি নিয়ে কাজ করার জন্য এলাকাবাসী তাদেরকে সাধুবাদ জানিয়েছেন। বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের (বিএমটিএ)খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম মোহন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে অতি দ্রুত পর্যাপ্ত সংখ্যক মেডিকেল টেকনোলজিষ্ট নিয়োগ প্রদান করলে করোনা সংকট মোকাবেলায় সার্বিক কার্যক্রমের গতি আরো বেগবান হবে।
উল্লেখ্য, ২০১৩ সাল থেকেই মেডিকেল টেকনোলজিষ্টদের নিয়োগ প্রক্রিয়া নানা ষড়যন্ত্র আর বাঁধার মুখে বন্ধ রয়েছে।ফলে হাজারো মেডিকেল টেকনোলজিষ্টরা বেকারত্ব নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
এছাড়া মেডিকেল টেকনোলজিষ্টদের জন্য স্বতন্ত্র শিক্ষা বোর্ড গঠন, পেশার মানোন্নয়নে সকল গ্রুপের জন্য উচ্চতর শিক্ষা ব্যবস্থা চালুকরন,উচ্চতর শিক্ষা গ্রহনকারীদের জন্য সে অনুযায়ী পদ সৃষ্টি, ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিষ্টদের কর্মক্ষেত্রে দশম গ্রেড প্রদান এখন সময়ের দাবী।