বৃহস্পতিবার ● ২৮ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাই উপজেলায় আনসার সদস্যের করোনা পজিটিভ
কাপ্তাই উপজেলায় আনসার সদস্যের করোনা পজিটিভ
অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি :: রাঙামাটির জেলার কাপ্তাই উপজেলার শিলছড়ি আনসার ব্যাটালিয়নের একজন সদস্য এর করোনা রিপোর্ট আজ বৃহস্পতিবার ২৮ মে পজিটিভ রিপোর্ট এসেছে।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ আহমেদ চৌধুরী জানান, কাপ্তাইয়ের করোন আক্রান্ত শিলছড়ি ১০ আনসার ব্যাটালিয়নের সদস্য বাংগালহালিয়া আনসার ক্যাম্পে কর্মরত অবস্থায় জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হলে সন্দেহবশত গত ২০ মে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার নমুনা নেওয়া হয় এবং আজ রাঙামাটি জেলা সিভিল সার্জন অফিস হতে তার করোনা রিপোর্ট পজেটিভ আসে।
স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাসুদ আরো জানান, যেদিন থেকে ঐ আনসার সদস্যের নমুনা নেওয়া হয় সেদিন থেকে তিনি কাপ্তাই শিলছড়িস্ত আনসার ক্যাম্পে হোম কোয়ারেন্টাইন এ ছিলেন। বর্তমানে তার অবস্থা ভালো বলে জানান কাপ্তাই স্বাস্থ্য কর্মকর্তা। তাই তিনি কাপ্তাই আনসার ক্যাম্পে আইসোলেশনে থেকে চিকিৎসা নিবেন।
এদিকে কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, কাপ্তাই আনসার ব্যাটালিয়নের ওই সদস্য বাংগালহালিয়া ক্যাম্পে কর্মরত অবস্থায় অসুস্থ বোধ করলে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষার জন্য রক্ত দেয়। আজ তার করোনা রিপোর্ট পজেটিভ আসে।
এর আগে গত ২৪ মে কাপ্তাই নৌ ঘাঁটি শহীদ মোয়াজ্জম এর একজন নৌ কর্মকর্তা এবং কাপ্তাই শিল্পএলাকায় কমিউনিটি হেলথ এ কর্মরত একজন স্বাস্থ্য কর্মীর করোনা পজেটিভ আসে।
করোনা রোগীর বাসায় উপহার পাঠালেন কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি
কাপ্তাই :: রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় গত ২৪ মে প্রথমবারের মতো ২ জনের করোনা রোগী শনাক্ত হয়। করোনা রোগী শনাক্ত হওয়া একজন স্বাস্থ্যকর্মী কাপ্তাই নতুন বাজার এলাকার বাসিন্দা। করোনা শনাক্ত হওয়ার সাথে সাথে কাপ্তাই উপজেলা প্রশাসন উক্ত রোগীর বাসা লগডাউন ঘোষনা করে। করোনা আক্রান্ত আর একজন কাপ্তাই নৌ বাহিনীর কর্মকর্তা। তিনি নৌ ঘাঁটির তত্ত্বাবধানে ঘাঁটিতেই হোম আইসোলেশনে আছেন।
এদিকে লগডাউন ঘোষনা করা সেই রোগীর বাসায় গতকাল বুধবার(২৭ মে) দুপুরে উপহারস্বরূপ কাঁচাবাজার পাঠিয়ে প্রশংসনীয় ভূমিকা স্থাপন করেছেন কাপ্তাই পুলিশ ফাঁড়ির আই সি পুলিশ পরিদর্শক আতাউল হক চৌধুরী।
ইতিমধ্যে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের কল্যাণে যেই হ্রদয়বিদারক ঘটনা দেখতে পেয়েছি, যেখানে করোনারোগীদের সাথে নিজের রক্তের সম্পর্কের পরিবার পর্যন্ত হেয় করে কাছে আসেনি, বরং দুরে ঠেলে দিয়েছে সেখানে সবসময় পুলিশ, প্রশাসন এসে তাদের পাশে দাড়িয়ে মানবিকতার পরিচয় দিয়েছে।
কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) পুলিশ পরিদর্শক আতাউল হক চৌধুরী জানান, পুলিশ সবসময় মানুষের কল্যানে কাজ করে, তাই আমি করোনা আক্রান্ত ঐ স্বাস্থ্য কর্মীর বাসায় কিছু উপহার পৌঁছে দিয়েছি।