সোমবার ● ৮ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » আন্তর্জাতিক » বাংলাদেশকে প্রথম স্বর্ণ এনে দিলেন সিমান্ত
বাংলাদেশকে প্রথম স্বর্ণ এনে দিলেন সিমান্ত
ক্রীড়া প্রতিবেদক :: ১২তম এসএ গেমস শুরু হওয়ার আগে বাংলাদেশ মহিলা ভারোত্তোলন দলের স্বর্ণ জয়ের সম্ভাবনার কথা উড়ছিলো দেশের ক্রীড়াঙ্গনে৷ সবার মুখে আলোচনায় ছিলো প্রথম বার এসএ গেমসে ভারোত্তোলন ডিসিপ্লিনে মহিলা ক্যাটাগোরী সংযুক্ত হয়েছে তাই ভালো কিছু হলে এখানেই হবে৷ সবার দৃষ্টি যাদের দিকে ছিলো বা এখনও আছে তাদের মধ্যে অন্যতম হলো সিমান্ত ৷ সেই দৃষ্টিকে লক্ষ্যভেদ ঠিকই করলো সিমান্ত ৷ গেমসের তৃতীয় দিনে বাংলাদেশকে স্বপ্নের সোনা এনে দিলো মাবিয়া আক্তার সিমান্ত ৷ গৌহাটির ভোগেশ্বর ইনডোর স্টেডিয়ামে সিমান্তর স্বর্ণ জয়ের সুবাদে উড়লো লাল-সবুজ পতকা৷ বাঁজলো- আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি৷
গোল্ডেন গার্ল সিমান্ত যখন বিজয় মঞ্চে আনন্দে কাঁদছেন তখন আনন্দ অশ্রু ধরে রাখতে পারেননি উপস্থিত অনেক বাংলাদেশী৷ মেয়েদের ৬ কেজি ওজন শ্রেনীতে স্ন্যাচে ৬৭ ও ক্লিন এন্ড জার্কে ৮২ মোট ১৪৯ কেজি তুলে স্বর্ণ জিতেন সিমান্ত ৷ আর শ্রীলঙ্কার আয়েশা বিনোদিনি (৬৩ ও ৭৫) মোট ১৩৮ কেজি তুলে পান রৌপ্য পদক৷ এছাড়া, নেপালের জুন মায়া (৫৫ ও ৭০) মোট ১২৫ কেজি তুলে ব্রোঞ্জ পদক জেতেন৷
এসএ গেমসে বাংলাদেশের পক্ষে প্রথম স্বর্ণ জয়ী মহিলা ভারোত্তোলক সিমান্তর গলায় সোনার মেডেল পড়িয়ে দেন বাংলাদেশ দলের শেফ দ্য মিশন আশিকুর রহমান মিকু৷ আর ফুল তুলে দেন বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সাধারণ সম্পাদক উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদ৷
হাতে ব্যাথা ছিলো৷ খেলা নিয়েও ছিলো সিমান্তর সংশয়৷ তবু তার মনের জোড়ে নামেন খেলতে৷ আর বাংলাদেশকে স্বর্ণ উপহার দিতেই নিজেকে উজাড় করে দেন ২০১৫ সালে অক্টোবর মাসে ভারতের পুনে শহরে অনুষ্ঠিত কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশীপে গোল্ড মেডেল উইনার৷
স্বর্ণ জয়ের অনুভুভিতে সিমান্ত জানান- আমার কাছে অবাক লাগছে যে আমি স্বর্ণ জিতেছি৷ আশা ছিলো রৌপ্য বা ব্রোঞ্জ পাবো৷ কিন্তু ভাগ্যেক্রমে গোল্ড পেয়ে গেলাম৷ খুবই ভালো লাগছে যে বাংলাদেশকে একটি সোনার পদক উপহার দিতে পেরেছি৷ আমার এই সাফল্যেও জন্য ধন্যবাদ জানাই কোচ, ফেডারেশনের সাধারণ সম্পাদক মহিউদ্দিন স্যার, আমার পরিবারকে৷ সিমান্ত আরো জানান এখন তার লক্ষ্য অলিম্পিক গেমসের কোয়ালিফাইং রাউন্ড এ অংশ গ্রহন৷ দেশকে আরো ভালো কিছুই দেয়াই আমার লক্ষ্য বলেন সীমান্ত ৷