শুক্রবার ● ২৯ মে ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গা ইউপিতে প্রাকৃতিক দুর্যোগের কারণে হামের টিকা কার্যক্রম স্থগিত
মাটিরাঙ্গা ইউপিতে প্রাকৃতিক দুর্যোগের কারণে হামের টিকা কার্যক্রম স্থগিত
অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :: মাটিরাঙ্গা ইউনিয়নে পুর্ব নির্ধারিত হামের টিকা প্রদান কার্যক্রম স্থগিত করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে টিকা দান কার্যক্রম পরিচালনার নতুন তারিখ সম্পর্কে জনসাধারণকে জানিয়ে দেয়া হবে।
এ বিষয়ে মাটিরাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান, আবহাওয়া, বৃষ্টি সহ দুর্গম পাহাড়ি রাস্তায় কর্মসুচী বাস্তবায়ন অনেক সমস্যা সৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাড়াকেন্দ্রগুলোতে যাওয়ার পথে পাহাড় ধস হতে পারে ও বজ্রপাতের মতো বিপদের সম্ভাবনাও রয়েছে। আর সব চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হাসপাতালে কর্মরতদের মধ্যে ইতিমধ্যে সনাক্তকৃত করোনা রোগীও চিকিৎসাধীন আছে। বাকীদের নমুনা সেম্পল নেওয়া হয়েছে, তাদের পরীক্ষার রেজাল্ট না আসা পর্যন্ত এলাকায় যাওয়া তো ঠিক হবে না।
এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার মলেন্দ্র লাল ত্রিপুরা জানান, এর আগে গত বৃহস্পতিবার ২৮ মে মাটিরাঙ্গা ইউনিয়নের অন্তর্গত ১নং ওয়ার্ডের চন্দ্রপুর্ণ কার্বারী পাড়া (পাড়া কেন্দ্র), তৈকাতাং হেডম্যান পাড়া (পাড়া কেন্দ্র), ভক্ত পাড়া (পাড়া কেন্দ্র), হরিপুর্ণ কার্বারীপাড়া (পাড়া কেন্দ্র) গিয়ে স্বাস্থ বিভাগ কর্মীরা ১০ মাস থেকে ১৫ বছর বয়সের সকল শিশু ও বালকদের হামের টিকা প্রদানের জন্য প্রস্তুতি গ্রহন করা হয়েছিল ।