শুক্রবার ● ২৯ মে ২০২০
প্রথম পাতা » ময়মনসিংহ » ময়মনসিংহে একদিনে এ পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড ৬২ জনের করোনা পজিটিভ
ময়মনসিংহে একদিনে এ পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড ৬২ জনের করোনা পজিটিভ
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের ২টি মেশিনে ২৮৮ নমুনা পরীক্ষায় ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। মমেক’র পিসিআর ল্যাবে একদিনে পজিটিভ হওয়ার শনাক্তের সর্বোচ্চ রেকর্ড এটি। এই ৬২ জনই ময়মনসিংহ জেলার।
গতকাল বৃহস্পতিবার (২৮ মে) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও বলেন, ময়মনসিংহ বিভাগে একদিনে সর্বোচ্চ ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৬২ জনই ময়মনসিংহ জেলার। এর মধ্যে ময়মনসিংহ সদরের ৬ জন, ময়মনসিংহ মেডিকেলের এক চিকিৎসকসহ ১৮ জন স্বাস্থ্যকর্মী, ধোবাউড়া উপজেলায় ১৫ জন, ভালুকায় এক চিকিৎসক ও ৬ ইন্ডাস্ট্রিয়াল পুলিশসহ ১৫ জন, ফুলপুর উপজেলায় এক চিকিৎসকসহ ৬ জন, গৌরীপুর উপজেলায় একজন ও ঈশ্বরগঞ্জ উপজেলায় একজনসহ জেলায় ৬২ জন রয়েছে।
তিনি আরও বলেন, এনিয়ে ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ৯৭০ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ৪৬৭ জন, জামালপুর জেলায় ২০৩ জন, নেত্রকোনা জেলায় ২১৬ জন এবং শেরপুর জেলায় ৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এছাড়া, আরও ৪ জনের পজিটিভ রিপোর্টের মধ্যে ৩ জনের ফলোআপ পজিটিভ এবং অপর একজন গাজীপুর জেলার শ্রীপুরের বাসিন্দা। আর ময়মনসিংহ বিভাগের চার জেলায় সর্বমোট মারা গেছেন এ পর্যন্ত ১৩ জন।