শনিবার ● ৩০ মে ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » আড়াই মাস পর বাস ছাড়ছে গাইবান্ধা বাস টারর্মিনাল থেকে
আড়াই মাস পর বাস ছাড়ছে গাইবান্ধা বাস টারর্মিনাল থেকে
সাইফুল মিলন, গাইবান্ধা :; দীর্ঘ আড়াই মাস পর রবিবার ৩১ মে থেকে বাস ছাড়ছে গাইবান্ধা বাস টারর্মিনাল থেকে। গাইবান্ধার পরিবহন শ্রমিকরা বাস চালু হওয়ার কথা শুনে তারা টানা আড়াই মাস ধরে যে বাস গুলো টারর্মিনালে পড়ে থাকা বাস গুলোকে পরিস্কার করতে ব্যাস্ত শ্রমিকরা।
এদিকে বাসের ড্রাইভার রতন বলেন আমরা দীর্ঘ সময় ধরে বসে থাকায় আমাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। শ্যামলী পরিবহনের হেলপার আমিনুর রহমান বলেন আমাদের করোনার কারনে থেমে গেছে আমাদের আয় উপার্জন।
তবে শ্রমিকরা বলছেন সামাজিক দুরত্ব মানিয়ে আমরা যাত্রী বহন করবো এবং সরকারে নিদের্শনা মেনে চলবো।
দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর ফের গণপরিবহন চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার ৩১ মে থেকে বাস, ট্রেন ও লঞ্চ চলাচল শুরু হবে। তবে এসব পরিবহন পরিচালনার ক্ষেত্রে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা রয়েছে।
এ অবস্থায় পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, তারা সরকারের নির্দেশনা মেনেই গণপরিবহন পরিচালনা করবেন। যদিও সার্বিক পরিস্থিতিতে দেশের মানুষ ও পরিবহন সংশ্লিষ্টরা তা কতটা মানবে তা নিয়েও শঙ্কা রয়েছে।