সোমবার ● ১ জুন ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে নতুন করে আরও ৪ জন করোনায় আক্রান্ত
ঝিনাইদহে নতুন করে আরও ৪ জন করোনায় আক্রান্ত
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ :: ঝিনাইদহে নতুন করে আরও ৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে এ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫৩ জন। ঝিনাইদহের সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, সোমবার সকালে খুলনা পিসিআর ল্যাব থেকে ঝিনাইদহে মোট ১৪ টি নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে ৪ টি পজেটিভ। আক্রান্তদের মধ্যে ২ জন সদরে এবং ২ জন হরিণাকুন্ডু ও কোটচাঁদপুরে। তাদের বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। আক্রান্ত ৫৩ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২৪ জন।
এসএসসিতে ঝিনাইদহ ক্যাডেট কলেজ যশোর বোর্ডের শীর্ষে
ঝিনাইদহ :: প্রতিবারের ন্যায় এবারও এসএসসিতে ঝিনাইদহ ক্যাডেট কলেজ যশোর বোর্ডের শীর্ষে অবস্থান করেছে। চলতি বছরের এসএসসি পরীক্ষায় ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে ৪৯জন গোল্ডেন জিপিএ-৫সহ শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছে। মোট ৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৯ জন গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। অন্যান্য বারের ন্যায় এ বছর ওফলাফলে শতভাগ পাশের গৌরব অর্জন করেছে ঐতিহ্যবাহী ঝিনাইদহ ক্যাডেট কলেজ। ফলাফল সম্পর্কে কলেজের অধ্যক্ষ মোঃ আতিকুর রহমান জানান, ক্যাডেটদের অক্লান্তপরিশ্রম, অভিভাবকদের আন্তরিকতা ও শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় এ ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে।
ঝিনাইদহে স্বাস্থ্যবিধি মেনেই চলছে গণপরিবহণ
ঝিনাইদহ :: ঝিনাইদহে করোনা ভাইরাস রোধে সরকারী নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনেই শুরু হয়েছে বাস চলাচল। সোমবার সকাল থেকেই জেলা থেকে স্থানীয় ও দুরপাল্লার ৬ টি রুটে বাস চলাচল করতে দেখা গেছে। ঝিনাইদহ-ঢাকা, কুষ্টিয়া, মাগুরা, খুলনাসহ স্থানীয় ও দুরপাল্লার ৬ টি সীমিত সংখ্যক যাত্রী নিয়ে বাস চলছে। শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা, আরাপপুর, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, নির্ধারিত ভাড়া নিয়ে প্রতি ২ সিটে একজন যাত্রী যাতায়াত করছে। বাসে ওঠার আগে করা হচ্ছে জীবানুনাশক স্প্রে। ৬৬ দিনের লকডাউন শেষে সীমিত আকারে গণপরিবহণ চালু হওয়ায় খুশি বাসের শ্রমিকরা। বাসশ্রমিক বাবলু রহমান বলেন, সীমিত পরিসরে হলেও সরকার গণপরিবহণ চালু করেছে। এতে আমরা খুশি। আয় বেশি না হলেও খেয়ে তো বাঁচতে পারব। আরেক শ্রমিক হাসান মিয়া বলেন, সরকার যে নির্দেশনা দিয়েছে তা মেনেই বাস চালানো হচ্ছে। এক্ষেত্রে যাত্রীদের চাপ সামলানো কঠিন হয়ে পড়ছে। এদিকে সীমিত সংখ্যক যাত্রী নিয়ে বাস চলাচল করায় অনেক যাত্রীকে অপেক্ষা করতে দেখা গেছে।
হরিণাকুন্ডুতে নতুন এক যুবক করোনায় আক্রান্ত
ঝিনাইদহ :: ঝিনাইদহের হরিণাকুন্ডতে এক যুবকের (২৮) শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। রোববার সন্ধায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জামিনুর রশিদ। তিনি জানান, গত ২৮ মে ওই যুবক জ্বর ও শ্বাসসকষ্ট নিয়ে নিজেই করোনা পরীক্ষার জন্য হাসপাতালে আসেন। পরে তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। রোববার সন্ধায় টেলিফোনে তাদেরকে ওই যুবকের দেহে করোনা পজেটিভ বলে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে জানানো হয়েছে। তিনি আরও বলেন, এটি উপজেলায় দ্বিতীয় করোনা আক্রান্তের ঘটনা। এর আগে গত ২৭ এপ্রির উপজেলার টাওয়াররপাড়া এলাকার গাজীপুর ফেরত এক যুবকের দেহে করোনা সংক্রমন পাওয়া গিয়েছিল। বর্তমানে ওই যুবক সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করছে। করোনা আক্রান্ত ওই যুবক মুঠোফোনে জানান, তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে রেসপন্স হিসেবে ইউনিসেফএর এডুকেশন প্রকল্পে একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। তিনি বিগত আড়াই মাস পূর্বে বাড়িতে এসেছেন। ২৮ এপ্রির তার শরিরে জ্বর ও সর্দি কাশি দেখা দিলে তিনি নিজেই পরীক্ষার জন্য হাসপাতালে নমুনা দিয়ে আসেন। বর্তমানে তিনি অনেকটা সুস্থ আছেন বলে জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাফিস সুলতানা জানান, আক্রান্ত ওই যুবকের দেহে করোনার সংক্রমণ পাওয়া গিয়েছে।
কালীগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু
ঝিনাইদহ :: ঝিনাইদহের কালীগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে জুলিয়া খাতুন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত ৩টার দিকে সে মারা যায়। জুলিয়া খাতুন কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের ভাতঘরা দয়াপুর গ্রামের জসিম উদ্দিনের মেয়ে এবং ভাতঘরা দয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী। জুলিয়ার চাচা নাসির উদ্দিন জানান, রাতে জুলিয়া তার মা-বাবার সাথে ঘরে ঘুমিয়ে ছিল। রাত ২টার দিকে বিষাক্ত সাপ তাকে দংশন করে। পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অবশেষে কুয়েত মরুভুমিতে লাশ দাফন সম্পন্ন
ঝিনাইদহ :: কুয়েত প্রবাসি ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামের (বর্তমান টিভি সেন্টার পাড়া) লোকমান হোসেন করোনায় মারা গেছেন। তার ডাক্তার সার্টিফিকেট থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। হাসপাতাল কর্তপক্ষ লাশ ও লাশ দাফনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সুপারিশ করেছে। কুয়েত প্রবাসি জীবনা গ্রামের ইজাজুল হক সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান। লোকমানের করোনায় মৃত্যুর পর ডাক্তারী সনদ প্রদাণ ও লাশ হস্তান্তরের পর অবশেষে ৩১মে রবিবার বিকালে কুয়েত মরুভুমিতে তার লাশ দাফন সম্পন্ন হয়েছে মর্মে কুয়েত প্রবাসি ইজাজুল হক, আলীম ও ইউনুচ ভিডিও চিত্র ও তার ছবি পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য গত ২৩ মে করোনা উপসর্গ নিয়ে কুয়েতের সিটি হাসপাতালে মৃত্যুবরণ করেন ঝিনাইদহের লোকমান হোসেন (৫২)। চুয়াডাঙ্গা ডিলাক্সের সাবেক ড্রাইভার লোকমান হোসেন ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামের মোকাম মন্ডলের ছেলে। মৃত্যুর ১৫ দিন আগে কুয়েতের জাহারা এলাকায় লোকমানের নিজ ভাড়া বাড়িতে করোনা উপসর্গ দেখা দেয়। করোনা উপসর্গ নিয়ে তিনি কুয়েতের জাহারা হাসপাতালে ভর্তি হন। তার অবস্থা আশংকাজনক হয়ে পড়লে জাহারা হাসপাতাল থেকে কুয়েত সিটি হাসপাতালের করোনা ওয়ার্ডে লোকমানকে ভর্তি করা হয়। সেখানেই গত ২৩ মে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে লোকমান হোসেন ঝিনাইদহ শহরের টিভি সেন্টার পাড়ার বাড়িতে দুই স্ত্রী ও ৪ কন্যা সন্তান রেখে গেছেন। কুয়েত হাসপাতাল কর্তপক্ষ লাশ ও লাশ দাফনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সুপারিশ করার পর অবশেষে ৩১মে ২০২০ ইং তারিখে কুয়েত সরকারি কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়েছে মর্মে নিশ্চিত করেন প্রবাসি জীবনা গ্রামের ইজাজুল হক।