বুধবার ● ৩ জুন ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লকডাউন না খুলতেই ব্যাটারি চালিত টমটমের বেপরোয়া নৈরাজ্যকতা
লকডাউন না খুলতেই ব্যাটারি চালিত টমটমের বেপরোয়া নৈরাজ্যকতা
মোহাম্মদ আব্দুর রহিম, বান্দরবান প্রতিনিধি :: পার্বত্য অঞ্চলের পাহাড়ি জেলা বান্দরবানে সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাসের মহামারীতে জনজীবন অতিষ্ঠ হওয়ার সময়ে সরকারের লকডাউন সীমিত করার সুবাদে অবৈধ বেপরোয়া টমটমের এর জ্বালায় অতিষ্ঠ জনসাধারণ।
আজ বুধবার ৩ জুন বিকেলে বান্দরবান শহরে টমটমের বেপারওয়া নৈরাজ্য দেখে হতবাক এলাকার জনসাধারণ। এ নৈরাজ্য দমনে জেলা প্রশাসনের কাছে নগরবাসীরা হস্তক্ষেপ কামনা করেছেন। এলাকাবাসীদের প্রশ্ন জেলা প্রশাসন কি টমটম মালিক সমিতির হোতাদের কাছে জিম্মি ?
স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবানের স্থানীয় প্রশাসনের ট্রাফিক বিভাগকে ম্যানেজ করে অবৈধ টোকেনের মাধ্যমে টমটম মালিক সমিতির সদস্যরা বেপরোয়াভাবে ব্যাটারি চালিত টমটম এলাকায় অবৈধ বিচরণের মধ্য দিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে। ইতিমধ্যে ছোটখাটো দুই একটা ঘটনাসহ এই অবৈধ ব্যাটারি চালিত টমটাম এর কারণে বিগত দিনে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে। এই টমটমে বান্দরবান মহিলা কলেজের ছাত্রীসহ এলাকার অনেক মা-বোনদের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন এলাকার জনসাধারণ।
এ বিষয় জানতে চাইলে স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে নুরুল ইসলাম জানিয়েছেন, সরকারি বিধি মোতাবেক লকডাউন সীমিত আকারে করার পরে ব্যাটারি চালিত টমটম বেপরোয়া ভাবে বান্দরবান শহর এলাকায় নৈরাজ্য সৃষ্টি করেছে। সরকারি বিধিকে তুচ্ছ তাচ্ছিল্য করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে অবৈধ টমটম বান্দরবান জেলা শহরের নয়টি ওয়ার্ডে নৈরাজ্যকতা সৃষ্টি করেছে। তারা স্বাস্থ্য বিধি মোতাবেক টমটমের মধ্যে চারজন বহন করার শর্ত থাকলেও আট থেকে দশজন বহন করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্বাস্থ্যবিধি অমান্য করছেন বলে গুরুতর অভিযোগ করেছেন এলাকাবাসীরা।
এ বিষয়ে জানতে চাইলে বান্দরবান জেলার ইজি বাইক টমটম মালিক সমিতির সাধারণ সম্পাদক নূর হোসেন বলেন, আমরা চেষ্টা করছি স্বাস্থ্যবিধি মেনে সুশৃংখলভাবে টমটম পরিচালনা করতে। কিন্তু কিছুতেই তাদেরকে কন্ট্রোল করতে পারছি না।
এ বিষয়ে জানতে চাইলে বান্দরবানের জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম বলেন, এ বিষয়ে তো আমি অবগত নয় এই মুহূর্তে কোনো মন্তব্য করতে পারছি না বিষয়টি পরে জানানো হবে।
তবে বান্দরবানের সুযোগ্য পুলিশ সুপার জেরিন আখতার মুঠোফোনে জানিয়েছেন, বিষয়টির ব্যাপারে আমি অবগত ছিলাম না অবৈধ ব্যাটারিচালিত ইজিবাইক টমটমের নৈরাজ্যের ব্যাপারে আমি খতিয়ে দেখছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা করবেন বলে জানান পুলিশ সুপার জেরিন আখতার।