বুধবার ● ৩ জুন ২০২০
প্রথম পাতা » গাজিপুর » সমালোচনা মানে সবসময় বিরোধিতা নয়
সমালোচনা মানে সবসময় বিরোধিতা নয়
মামুনূর রশিদ :: দেশের একজন নাগরিক হিসাবে বাক স্বাধীনতা, আলোচনা, সমালোচনা করা যে কোনো নাগরিক অধিকার। যে কোনো অন্যায়, অপরাধের বিরোধিতা করা মানেই সরকার বিরোধী কিংবা দেশ বিরোধী নয়। আলোচনা, সমালোচনা থেকে শিক্ষা নেয়াটাই হচ্ছে একজন সুনাগরিকের শুভ লক্ষণ। বিজ্ঞ জনের দেশ কিন্তু প্রেমের পরিচয় বহণ করে।
টানা তিন বারের ক্ষমতাসীন দল কিন্তু আওয়ামী লীগ। আওয়ামী লীগের তৃণ মূল নেতারা কি আদর্শের জায়গা হতে সরে যাচ্ছে। যেখানে চুরি, অনিয়ম সেখানেই তৃণমূল নেতাদের নামধাম উঠে আসছে কেনো ? সমস্যা কোথায় ? সমস্যার মাঝে কি শুধু সমস্যাই আছে নাকি সমাধানও আছে তৃণমূল নেতা কর্মিদের জন্য ? যেখানেই হানাহানি সেখানেই নেতাদের গ্রুপিং এর কথা প্রচার হচ্ছে মিডিয়ায়, কিন্তু কেন ? যুবলীগ নেতা,দের উপর থেকে তৃণ মূল পযন্ত এত এত সমস্যা কাদের জন্য ? আবার, আওয়ামী লীগের মেজরিটি নেতারা কি সাধারণ জনগনের বিশ্বাসের জায়গা হতে সরে যাচ্ছে ? না কি তাদের কে সরানো হচ্ছে কারো নির্দিষ্ট কোন ব্যক্তি গুষ্টির জন্য। এক কথায় বলতে গেলে বলতে হয় সব সমস্যার মূল সমস্যা হচ্ছে ব্যক্তি স্বার্থ । যা সব দল মত নির্বিশেষে কোন ভাবেই কাম্য হতে পারে না।সবাইকে দেখতে হবে দেশ এবং দশের স্বার্থ।
আমরা বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী লীগ চাই।জাতীয় চার নেতা র আওয়ামী লীগ চাই।আদর্শ নেতাদের আওমী লীগ চাই।আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী আওয়ামী লীগ এর নেতা কর্মী প্রত্যাশা করছি।
যারা সরকারি কর্মকর্তা- কর্মচারীদের সাথে মিলে মিশে আওয়ামী লীগের নেতা-কর্মী বা সরকার দলিয় নেতাকর্মী দূর্নীতি অনিয়ম করবে, আদর্শচ্যুৎ এই সব নেতা কর্মীদের কঠোর হতে কঠোর শাস্তি প্রত্যাশা করছি।আশা করি সরকার প্রধান দল মত নির্বিশেষে অন্যায়ের বিরুদ্ধে কঠিন থেকে কঠিন পদক্ষেপ নিবেন।
করোনা ভাইরাসে ধ্বংস হওয়া অর্থনীতি বিনির্মানে সরকার সফল হবে সেই প্রত্যাশা করি,ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে এগিয়ে যাবে দেশ, আদর্শের জায়গায় ফিরে আসুক আদর্শচ্যুতরা এমনটা কামনা করছি।মানুষ মাত্রই ভুল। ভুল থেকে শিক্ষা নিতে হবে তাহলেই আদর্শ মানুষ হওয়া যাবে।অন্যের ভুল থেকেও শিক্ষা নিতে হবে। দিনশেষে সবার জন্য শুভ কামনা রইলো।
লেখক : মামুনূর রশিদ, বার্তা সম্পাদক, নিউজ সমাহার।