বৃহস্পতিবার ● ৪ জুন ২০২০
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে কৃষকদের ধানকাটা মেশিন বিতরণ শুরু
ঝালকাঠিতে কৃষকদের ধানকাটা মেশিন বিতরণ শুরু
গাজী মো.গিয়াস উদ্দিন, ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠি জেলায় কৃষকদেরকে যান্ত্রিক চাষাবাদে উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন ধরণের আধুনিক মেশিন বিতরণ শুরু করেছে কৃষি বিভাগ। আজ বৃহস্পতিবার ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চত্বরে ধানকাটার রিপার মেশিন বিতরণ করা হয়। ঝালকাঠির সদর উপজেলার শ্রীমন্ত্রকাঠী গ্রামের পলাশ মন্ডল এ মেশিন ক্রয় করেছেন। এক লাখ ৮০ হাজার টাকার মেশিনটির জন্য সরকার ৯০ হাজার টাকা ভর্তুকি দিয়েছে পলাশ মন্ডলকে।
আজ বৃস্পতিবার সকাল ১১টায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান কৃষক পলাশ মন্ডলের হাতে মেশিন ও এর দলিল হস্তান্তর করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজি আকতার, উপজেলা কৃষি কর্মকর্তা রিফাত শিকাদার ও শেখেরহাট ইউপি চেয়ারম্যান নরুল আমিন সুরুজসহ মেশিন প্রস্তুতকারী আলিম ইন্ড্রাসট্রিজের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা রিফাত সিকদার জানান, এ মেশিন ব্যবহারের ফলে কৃষকের ধান কাটার ক্ষেত্রে সময় এবং অর্থ সাশ্রয় হবে। এক বিঘা জমি ধান কাটতে ৪ হাজার টাকা শ্রমিকের মজুরী দিতে হয়। ধান কাটার জন্য ৮জন শ্রমিকের একদিন সময় লাগে। সেক্ষেত্রে এই মেশিন ব্যবহার করে ৪৫ মিনিটে এক লিটার জ্বালানি দিয়ে একজন শ্রমিক এক বিঘা জমির ধান কাটতে পারবে।
ঝালকাঠি জেলা আ’লীগ সম্পাদকের মায়ের মৃত্যু
ঝালকাঠি :: ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিরের মা মাহফুজা খানম (৭৫) ইন্তেকাল করেছেন। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ১০.৪০ মিনিটে তাঁর মৃত্যু হয়। তিনি চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার জোহর বাদ কেন্দ্রীয় ঈদগা ময়দানে জানাজা শেষে তাকে পৌর কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি, ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা গোলাম রাব্বানি চিনু, এম মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সদস্য সচিব মাহবুবুর রহমান, কমিউনিস্ট পার্টি জেলা শাখার সভাপতি হেলাল উদ্দিন আকন ও সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি। এছাড়াও মরহুমার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঝালকাঠি প্রেস ক্লাব, চেম্বার অব কমার্স, টেলিভিশন সাংবাদিক সমিতি, বাংলাদেশ ক্যামিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি ঝালকাঠি জেলা শাখাসহ বিভিন্ন সংগঠন।
ঝালকাঠিতে সুগন্ধা ও বিষখালী নদীর পানি বৃদ্ধি, নিন্মাঞ্চল প্লাবিত
ঝালকাঠি :: ঝালকাঠিতে ঘূর্ণিঝড় নিসর্গের প্রভাবে দিনভর মুষলধারে বৃষ্টি হচ্ছে। বেড়েছে সুগন্ধা ও বিষখালী নদীর পানি। এতে প্লাবিত হয়েছে জেলা নিন্মাঞ্চল। পানি ঢুকে পড়েছে নদী তীরের প্রায় ৩০টি গ্রামে। এতে তলিয়ে আছে ফসলের ক্ষেত। পানি ছুইছুই মাছের ঘেরগুলোতে। এতে দুশ্চিন্তায় পড়েছেন ঘূণিঝড় আম্পানে ক্ষতি পুষিয়ে উঠতে না পাড়া মানুষ।
নদী তীরের বাসিন্দারা জানান, বৃহস্পতিবার দুপুরের পর সুগন্ধা ও বিষখালী নদীতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে তিন-চার ফুট বেড়েছে। এতে ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর ও কাঁঠালিয়ার অন্তত ৩০টি গ্রামে পানি ঢুকে পড়েছে। ঘূর্ণিঝড় আম্পানে ভেঙে যাওয়া অরক্ষিত বিষখালী নদীর বেড়িবাঁধ ক্রস করে পানিতে তলিয়ে গেছে ফসলের ক্ষেত। বসতঘরেও পানি ঢুকে যাওয়ায় বিপাকে পড়েছেন নদী তীরের বাসিন্দারা। রাতে পানি আরো বাড়লে মাছের ঘের ও বসতঘর তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা।
রাজাপুরে বিষখালি নদীতে পড়ে কলেজ ছাত্র নিখোজ
ঝালকাঠি :: ঝালকাঠির রাজাপুরের বিষখালি নদীতে পড়ে রাকিব হাওলাদার (২২) নামে এক কলেজ ছাত্র দুইদিন ধরে নিখোঁজ রয়েছে। বুধবার রাত সোয়া ৮ টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বাদুরতলা বাজার এলাকার বিষখালি নদীর লঞ্চঘাটের পল্টুনের কাছে এ ঘটনা ঘটে। রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন জানান, উপজেলার পুখরিজানা গ্রামের রাজমিস্ত্রি আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে রাকিব বরিশাল হাতেম আলী কলেজে অনার্স ৩য় বর্ষের ফাইনাল পরীক্ষায় অংশ নিয়েছিলো। বুধবার রাত সোয়া ৮ টার দিকে নদীতে নোঙর করা একটি বলগেটে উঠে গরমের কারনে বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিল। হঠাৎ প্রচন্ড ঢেউ এসে বালু ভর্তি বলগেটটি তলিয়ে যাওয়ার উপক্রম হলে তাড়াহুড়ো করে বলগেট থেকে লাফিয়ে পল্টুনে উঠার সময় নদীতে পড়ে যায় রাকিব। সঙ্গে থাকা বন্ধুরা রাকিবকে উদ্ধারের জন্য এগিয়ে যাওয়ার আগেই ঢেউয়ে পানির নিচে তলিয়ে যায়। পরে স্থানীয় জেলে, যুবক ও স্বজনরা বুধবার সারারাত তাকে ব্যাপক খোজাখুজি করলেও তার সন্ধ্যান মেলেনি। বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘন্টা চেস্টা করে রাকিবকে উদ্ধারে ব্যার্থ হয়।