শনিবার ● ৬ জুন ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাটে ৫ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস
বাগেরহাটে ৫ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস
শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের শরণখোলার বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকার ৩৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট, বেহুন্দি ও বাধা জাল জব্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনের নেতৃত্বে গতকাল শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে মৎস্য বিভাগ। আজ শনিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী জব্দকরা ওই জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলার জেষ্ঠ্য মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, বলেশ্বর নদ ও সুন্দরবন সংলগ্ন ভোলা নদীতে এক শ্রেণির অসাধু জেলে গোপনে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করে আসছে। এমন গোপন সংবাদ পেয়ে ইউএনওর নেতৃত্বে এবং ধানসাগর নৌ-পুলিশের সহযোগীতায় দিনভর অভিযান চালিয়ে প্রায় ৩৫ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়। কিন্তু অভিযানকালে অসাধু জেলেদের কাউকে পাওয়া যায়নি।
মৎস্য কর্মকর্তা জানান, এইসব জালের ফাঁস খুব ছোট হওয়ায় এতে মাছের পোনা থেকে শুরু করে সব ধরণের মাছ আটকা পড়ে। এতে মাছের প্রজন্ম ধবংস হওয়ায় এই জাল ব্যবহার নিষিদ্ধ। জব্দ করা জালগুলো উপজেলা পরিষদের কাছে বান্দাঘাটা এলাকায় এনে পুড়িয়ে ফেলা হয়েছে। যার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এমপি শেখ হেলাল উদ্দীনের নির্দেশনায় বেদে সম্প্রদায়কে মানবিক সহায়তা প্রদান
বাগেরহাট :: বাগেরহাটের চিতলমারীতে মরণঘাতি করোনা ভাইরাস সংক্রামণ রোধে দূর-দূরান্ত থেকে ছূটে আসা ১২ টি বেদে সম্প্রদায় পরিবারকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের নির্দেশনায় ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ৬০ থেকে ৭০ জন মানুষের জন্য এ মানবিক সহায়তা প্রদান করা হয়।
আজ শনিবার সকাল সাড়ে ১০ উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বাখেরগঞ্জ বাজার এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে এ মানবিক সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ায়ারম্যান অশোক কুমার বড়াল, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান, চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায় ও চিতলমারী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন শেখ প্রমূখ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম জানান, দেশে মরণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে তিনি সরকারি নির্দেশ ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের দিক নির্দেশনায় কাজ করে যাচ্ছেন। এই মুহুর্তে প্রধান কাজ হলো সংক্রমণ ঠেকাতে সব শ্রেণী-পেশার মানুষকে ঘরে রাখা এবং কর্মহীন হতদরিদ্রদের ঘরে খাবার পৌঁছে দেয়া। তারই অংশ হিসেবে দূর-দূরান্ত থেকে ছূটে আসা ১২ টি বেদে সম্প্রদায়ের ৬০ থেকে ৭০ জন সদস্যর জন্য ১৪ দিনের মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।