সোমবার ● ৮ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষে গুলিবৃদ্ধসহ আহত ৩০
বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষে গুলিবৃদ্ধসহ আহত ৩০
বিশ্বনাথ প্রতিনিধি ::(৮ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ১০.৫০মিঃ) সিলেটের বিশ্বনাথে পূর্ব বিরোধের জের ধরে উপজেলার শাহজিরগাঁও গ্রামে আবদুল মানিক গ্রুপ ও রফিক মিয়া প্রুপ এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ৷ এতে ১০ জন গুলিবৃদ্ধসহ উভয় পক্ষের প্রায় ৩০ জন ব্যক্তি আহত হয়েছে৷ ৮ ফেব্রুয়ারী সোমবার রাতে ঘটনাটি ঘটে ৷ আহতদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ৷ খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন ৷
আহতরা হলেন- আহতরা হলেন-মানিক মিয়া (৪২), গুলিবৃদ্ধ আবদুল সালাম (৩৫), জামাল মিয়া(২২), কামরুল মিয়া (২১), হুমায়ুম আহমদ (২১), নজরুল ইসলাম (২৯), সেলিম মিয়া (৩৩), মোহন মিয়া (২১), সাবুল মিয়া (২৪), সোনাফর আলী (৫৫), ইসলাম উদ্দিন (৩৫), মকবুল মিয়া (৪৩), হাবিব মিয়া (৩২), কবির মিয়া (৩৩), আমির আলী (২৪), আমজদ আলী (৩৩), আবদুল হক (২৫), রফিক আলী (৪১), সামাদ আহমদ (২২)৷ বাকি আহতদের নাম জানাযায়নি প্রমুখ ৷ এর মধ্যে সাবুল মিয়া, মানিক মিয়া ও রফিক মিয়ার অবস্থা আশংঙ্খাজনক বলে জানা গেছে৷
জানা গেছে, জায়গা-জমি নিয়ে শাহজিরগাঁও গ্রামের আবদুল মানিক ও রকিফ আলী গ্রুপয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে ৷ ইতিপূর্বে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে ৷ এনিয়ে উভয় পক্ষে পাল্টাপাল্টি মামলা দায়েরও করা হয়৷ সেই মামলাগুলোতে উভয় পক্ষের লোকজন কারাবরণ করেছেন ৷ সোমবার রাতে সেই বিরোধদের জের ধরে উভয় পক্ষের মধ্যে আবারও সংঘর্ষের ঘটেছে এলাকাবাসী সূত্রে জানা গেছে ৷
সংঘর্ষের সত্যাতা স্বীকার করে বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে ৷
এদিকে সংঘর্ষের খবর শুনে বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসাদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন ৷