রবিবার ● ৭ জুন ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » সেনাবাহিনী ও প্রশাসনের স্বাস্থ্যবিধি রক্ষায় বাগেরহাটে অভিযান
সেনাবাহিনী ও প্রশাসনের স্বাস্থ্যবিধি রক্ষায় বাগেরহাটে অভিযান
শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের ফকিরহাটে করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব নিশ্চিত করণের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও সোনাবাহিনীর একটি দল বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছেন।
আজ শনিবার দুপুরে ফকিরহাট সদর বাজার, কাটাখালী বাসস্ট্যান্ড মোড় ও বেতাগা বাজার সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাস্ক না পরা, গণপরিবহনে স্বাস্থ্য বিধি না মানা ও সামাজিক দুরত্ব বজায় না রাখাসহ বিভিন্ন অপরাধে বেশ কয়েকজন পথচারী ও গণপরিবহন চালককে জরিমানা প্রদান করা হয়।আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ২৩আরই ব্যাটেলিয়ানের ক্যাপ্টেন মেহেদী হাসান ও সেনাবাহিনীর একটি দল।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রহিমা সুলতানা বুশরা। এদিন মোট ১৫টি মামলা দায়ের এবং তাদের কাছ থেকে নগদ ৫হাজার ৭শতটাকা জরিমানা আদায় করা হয়।
আম্পানে বিধ্বস্ত শরণখোলায় বগী গ্রাম আবারও জোয়ারের পানিতে প্লাবিত
বাগেরহাট :: বাগেরহাটের শরণখলোয় পূর্ণিমার জোয়ারের প্রভাবে আম্পান বিধ্বস্ত বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে আবারও বগী গ্রাম প্লাবিত হয়েছে।
ঘূর্ণিঝড় আম্পানের পর গত এক সপ্তাহে সেখানের তিনটি গ্রামের মাঠে ও বাড়িঘড়ের পানি নেমে এলাকা স্বাভাবিক হলেও গত তিনদিন ধরে ভেঙ্গে যাওয়া সেই বাঁধ দিয়ে আবার জোয়ারের পানি প্রবেশ করে এলাকায়। এখানের তিন শতাধিক পরিবার আবারও পানিবন্দি হয়ে পড়েছে এখন। অনেকেই নিজেদের বাড়িঘড় ছেড়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে। চুলোয় পানি ঢুকে গেছে। রান্না বান্নার কাজ রয়েছে বন্ধ।
আম্পানে বাঁধ ভেঙ্গে যাওয়ার পর প্রায় ১৫ দিন পার হলেও তা সংস্কার না করায় অনেকে ক্ষোভ প্রকাশ করেছে। ঘূর্ণিঝড় আম্পানের পর এখানে পানি সম্পদ প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্টা এসে দ্রুত রিংঁবাধ দেয়ার প্রতিশ্রুতি দিলে এখনো তা কার্য্যকরী হয়নি।
স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান, সোহাগ, সেলিনা খানম, জাকারিয়া হাওলাদার জানান, ভাঙ্গন দেখতে আয় সবাই, মুখে মুখে সবাই ভাঙ্গন হাইর্যা দেয়, বাস্তবে এত দিন হইলো কেউ বাধ বাইন্দ্যা দিলোনা, মোরাতো জোয়ারে ভাসি আর ভাডায় হুগাই, জানিনা এই ভাবে কতদিন বাইচ্যা থাকতে পারমু।
তবে শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন জানিয়েছেন। সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে অতি অল্প সময়ের মধ্যে বাঁধের কাজ শুরু হবে।
সেনা বাহিনীর বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের একটি দল ইতোমধ্যে বেড়িবাঁধ সংলগ্ন চালিতাবুনিয়া গ্রামের সরকারি প্রাইমারি স্কুলে ক্যাম্প স্থাপন করেছেন।