শিরোনাম:
●   স্বামীর বিরুদ্ধে থানায় জিডি করেছেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ●   পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর ●   জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব ●   পারভেজ হত্যার প্রতিবাদে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ এর গোপন আস্তানার সন্ধান ●   ইয়েন ইয়েনের দেশবিরোধী প্ল্যাকার্ড নেওয়ায় রাঙামাটিতে পিসিসিপি’র বিক্ষোভ ●   ধর্ষক ফাহিম ও রিমন চাকমার শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ●   রাঙামাটি জেলায় গণঅভ্যুত্থানের পর জনগণের আকাঙ্খার বাস্তবায়ন ও প্রতিফলন ঘটেনি ●   কাল ১৮এপ্রিল রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংবাদ সম্মেলন ●   কুষ্টিয়ায় বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত ●   অবিলম্বে মেঘনাকে মুক্তি দিন, ৭৪ এর বিশেষ ক্ষমতা আইন বাতিল করুন ●   মার্কিন মদদেই ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়ে যেতে পারছে ●   আত্রাইয়ে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন কাগজের ফুল ●   পাহাড়ে নববর্ষ ও চৈত্রসংক্রান্তির সাতরঙা উৎসব : মো. রেজুয়ান খান ●   বাগেরহাটে লবণাক্ত পতিত জমিতে মাঠজুড়ে সূর্যমূখীর হাঁসি ঝিলিক ●   প্রকাশ্য রাষ্ট্রবিরোধী কাজ করছে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার ●   ফটিকছড়িতে আগুনে পুড়ল বিধবার ঘর ●   ১৩ বছর পর জমি দখলে নেয় ভুক্তভোগী, ভিন্নখাতে নিতে অপ-প্রচার ●   দেহ ব্যবসায়ীদের আস্তানা পুড়িয়ে দিলেন এলাকাবাসী ●   রাঙামাটিতে নারী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন : ঘাতক গ্রেফতার ●   গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা ●   বাঙ্গালহালিয়া শিব মন্দিরে ৫ দিনব্যাপী বাসন্তী মায়ের পূজা ●   রাঙামাটি এটিআই শিক্ষার্থীরা ৮ দফা কর্মসূচির ঘোষণা ●   ছেলের দায়ের কোপে আহত মায়ের মৃত্যু ●   সু-প্রদীপ চাকমা রাঙামাটিতে আগমনের প্রতিবাদে কালো পতাকা হাতে বিক্ষোভ ●   রাঙামাটি বিজিবি সেক্টর সদর দপ্তর পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা ●   এতিম শিশুদের সাথে ঈদ-উল-ফিতর এর আনন্দ ভাগ করে নিলেন রাঙামাটি জেলা প্রশাসক ●   রাঙামাটিতে ঈদের উপহার পেলেন সাড়ে তিন’শ ইমাম মুয়াজ্জিন ●   সিয়াম সাধনার পুরস্কার : ঈদুল ফিতরের মাহাত্ম্য ও তাৎপর্য ●   সাইফুল হক দেশবাসীকে ঈদ উল ফিতর এর শুভেচ্ছা জানিয়েছেন
রাঙামাটি, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৭ জুন ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থোকায় থোকায় ঝুলছে আম
প্রথম পাতা » চট্টগ্রাম » নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থোকায় থোকায় ঝুলছে আম
রবিবার ● ৭ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থোকায় থোকায় ঝুলছে আম

---আমির হামজা, রাউজান প্রতিনিধি :: রাউজানের নোয়াপাড়া রাজার দিঘীর দক্ষিণ-পূর্ব পাড় জুড়ে প্রতিষ্ঠিত আছে নোয়াপাড়া বিশ্ববিশ্ববিদ্যালয় কলেজ। ফুলের সৌরভে মধ্যে থাকা কলেজের কয়েকটি বহুতল ভবনের সামনে পিছনে আছে বিভিন্ন জাতের দেশি বিদেশি ফলের বাগান। সামনে থাকা নীল জলরাশির রাজার দিঘীর চার পাড়ে সহস্রাধিক আম,লিচু,পেয়ারা, জাম,কাঠাল গাছে এখন থোকায় থোকায় ঝুলছে ফল। আর ক’দিন পরে সুবাস ছড়াবে এসব গাছের পাকা আম,জাম,লিচু,কাঁঠাল। সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, প্রায় পাঁচ থেকে সাত একর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত নোয়াপাড়া কলেজ ক্যাম্পসটি এখন মৌসুমী ফুলে ফলে সজ্জিত। ফলে ভারে প্রতিটি আম গাছের ঢাল ভেঙ্গে পড়ার উপক্রম। পাকা বিদেশি জাম গাছ থেকে ঝড়ে পড়ে মাটিতে পঁচে যাচ্ছে। দেখা যায় কলেজ ক্যাম্পাসের বুকের মধ্যে আগলে রাখা ঐতিহ্যবাহী রাজার দিঘীর চারিপাশ আরসিসি ঢালাই দিয়ে সৌন্দর্য বর্ধনে সাঁটানো আছে সিরামিক দিয়ে। দিঘির চারি পাশে লাগানো বৃক্ষরাজির ফাঁকে ফাঁকে ওয়াক ওয়ে। গ্রীষ্মের খরাতাপে গাছের ছায়া সাময়িক প্রশান্তি নেয়ার জন্য এখানে স্থাপন করা আছে বিশ্রম বেঞ্চ। শিক্ষক শিক্ষার্থীরা ক্লাসে ফাঁকে ফাঁকে এখানে এসে শীতল পরশে ক্ষণিকের জন্য প্রাণ জুড়ায় বলে সংশিলষ্টরা জানায়। কলেজ বাইর থেকে দৃষ্টি দিলে মনে হবে পুরো ক্যাম্পাস দৃষ্টিনন্দন একটি বোটানিক্যাল গার্ডেন। পরিস্কার, পরিছন্ন পরিবেশে থাকা এই কলেজের সাথে সংশিলষ্টদের সাথে কথা বলে জানা যায়, কলেজটির এই পরিবর্তন এসেছে প্রায় এক যুগ থেকে। কলেজ গভর্ণিং কমিটিতে সভাপতির দায়িত্ব নিয়ে সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী নোয়াপাড়া কলেজকে নিজের রঙের মত করে সাজিয়ে তুলতে উদ্যোগ নেন। এই কাজ বাস্তবায়ন করতে যোগ্য সহযোগি হিসাবে বেঁচে নেন কলেজ অধ্যক্ষ এম.কফিল উদ্দিন চৌধুরীকে। দুজনের মেধা ও সৃজনশীল রুচিবোধের সমন্বয় ঘটিয়ে অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী সাংসদের নিদ্দেশনা অনুসরণ করে কলেজটিকে সর্বক্ষেত্রে মর্যদাপূর্ণ অবস্থানে নিয়ে যান। একই সাথে ক্যাম্পাসটি সাজিয়ে করেন দৃষ্টিনন্দন । তিনি কাজ করতে সহযোগিতা পান গর্ভণিং কমিটির সদস্য, সহযোগি শিক্ষক ও কর্মচারী সকলের কাছ থেকে। কলেজের বর্তমান পরিবেশ সম্পর্কে কথা বলতে গেলে কলেজ অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী বলেন স্বাধীনতাপূর্ব সময়ে এই রাজার দীঘি ছিল অন্ধকারাচ্ছন্ন ঝোপঝাড়পূর্ণ। দিঘীর এই অন্ধকারচ্ছন্ন পরিবেশে ১৯৬৯ সালের দিকে প্রথম আলোর মশাল জ্বালিয়েছিলেন এ অঞ্চলের কয়েকজন কৃতি সন্তান ও শিক্ষানুরাগি। তাদের শ্রম ও ত্যাগের উপর প্রতিষ্ঠিত নোয়াপাড়া কলেজটি আধুনিক রূপ দিতে গত প্রায় এক যুগ আগে থেকে কাজ শুরু করেন বধিষ্ণু রাউজানে স্থপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। তিনি কলেজের দায়িত্ব ভার নিয়ে কলেজ এর প্রশাসনিক কাঠামো মজবুত, শিক্ষার পরিবেশ নিশ্চিত ও ক্যাম্পাসকে সাজানোর উদ্যোগ নেন। একাজে প্রায় প্রতি সপ্তাহে এখানে আসা যাওয়া করেন তিনি নিজ পরিকল্পনা নিয়ে। তার পরিকল্পনায় তিনি কলেজটিতে কয়েকটি বহুতল ভবন নির্মাণ করেছেন। সকল সুযোগ সুবিধা নিশ্চিতসহ ক্যাম্পাস সাজিয়ে চট্টগ্রামের সেরা কলেজ গুলোর কাতারে দাঁড় করিয়েছেন। তিনি জানান সাংসদের অনুপ্রেরণায় ক্যাম্পাসের চারিদিকে লাগানো হয় সহস্রাধিক ফল ফুলের গাছ। সেই গাছ গুলোতেই গত কয়েক বছর থেকে প্রচুর ফল দিচ্ছে। কলেজ সভাপতি সাংসদ ফজলে করিম এখানে এসে গাছ ও ঝুলন্ত ফল ঘুরে ঘুরে দেখেন। তিনি প্রতিবছর পাকা ফলের স্বাদ নিতে উম্মুক্ত করে দেন কলেজ শিক্ষক শিক্ষার্থীসহ সংশিলষ্টদের জন্য। তবে গাছে ফল পাকার আগে হাত দেয়ার ব্যাপারে বিধিনিষেধ রয়েছে বলে কলেজ অধ্যক্ষ জানান।

মসজিদে ৩০ লক্ষ ৮৫ হাজার টাকা বিতরণ
রাউজান :: প্রধানমন্ত্রী ঘোষিত সারা বাংলাদেশের মসজিদ গুলোর মত রাউজানের ৬’শ ১৭টি মসজিদও ৫ হাজার টাকা করে অনুদান গ্রহন করলেন মসজিদ সংশ্লিষ্ট সভাপতি, খতিব ও ইমামগন। আজ রবিবার সকালে প্রধান অতিথি থেকে উপজেলা মাঠে মসজিদ কমিটির সভাপতি ও খতিব ইমামদের উপস্থিতিতে এসব নগদ অনুদান তাদের হাতে তুলে দেন  রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। এতে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ।
তিনি জানান, সর্বমোট ৩০ লক্ষ ৮৫ হাজার টাকা প্রদান করা হয় রাউজানের ৬১৭টি মসজিদে। এসময় সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বরত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

করোনা তহবিলে চট্টগ্রাম সিভিল সার্জনের কাছে চুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনের অনুদান হস্তান্তর
রাউজান :: চট্টগ্রামে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মী তাদের স্বাস্থ্যগত সুরক্ষার জন্য অফিসার্স এসোসিয়েশন, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পক্ষ থেকে আজ ৭ জুন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী নিকট অনুদান তুলে দেন অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম ও সাধারণ সদস্য সহকারী রেজিস্ট্রার প্রবীর চন্দ্র ভৌমিক।
অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম জানান, আমরা প্রত্যেকেই দেশ ও জাতির কাছে ঋণী, এই মহামারীতে প্রত্যেকেরই যার যার অবস্থান থেকে কিছুটা হলেও ঋন পরিশোধের চেষ্টা করা উচিত করণ দেশ বাঁচলেই আমরা বাচব। এই মহতি কর্মকান্ডকে সাধুবাদ জানিয়েছেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা সেখ ফজলে রাব্বী। এসময় ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান প্রমুখ উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)