সোমবার ● ৮ জুন ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাইয়ে প্রকাশ্যে দিবালোকে গুলি করে একজনকে হত্যা
কাপ্তাইয়ে প্রকাশ্যে দিবালোকে গুলি করে একজনকে হত্যা
অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি :: রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এর বড়ইছড়ি - ওয়াগ্গা সড়কের ২ কিমি পূর্বে ভাইজ্যাতলি পাগলি মধ্যম পাড়া এলাকায় প্রকাশ্য দিবালোকে একজনকে গুলি করে হত্যা করেছে পাহাড়ের অস্ত্রধারী সন্ত্রাসীরা।
আজ সোমবার ৮ জুন সকাল ৯ টায় এই হত্যাকান্ড সংগঠিত হয় বলে স্হানীয়রা জানান। নিহতের নাম পদ্ম কুমার চাকমা (৫০)। তিনি রাঙামাটি সদর উপজেলার ভেদভেদী উদনন্দী আদাম এর মৃত সুরেশ চন্দ্র চাকমার ছেলে। স্থানীয়দের কাছ থেকে ঘটনার খবর পেয়ে সকাল ১০ টায় কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন।
এই বিষয়ে জানতে চাওয়া হলে কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ঐ লোক সকাল ৯ টায় পাগলি মধ্যম পাড়ার চা ও মুদি দোকানদার নতুন চন্দ্র তনচংগ্যার দোকানে বসে ছিল, সেই সময় ৩ জন অস্ত্রধারী সন্ত্রাসীরা এসে প্রথমে তাকে দোকানের বারান্দায় গুলি করে। গুলি খেয়ে ঐ লোক দোকানের ভিতরে ঢুকে আত্মরক্ষার চেষ্টা করলে অস্ত্রধারীরা দোকানের পেছনে দরজা লাথি মেরে ডুকে তাকে আবারোও গুলি করলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
স্থানীয় দোকানদার নতুন চন্দ্র তনচংগ্যা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, নিহত লোকটি মাঝে মাঝে তার দোকানে এসে বসতো। আজ সোমবার সকাল ৯ টায় তিনি দোকানের বাহিরে বারান্দায় বসে কলা খাচ্ছিলেন। সেই সময় ৩ জন অস্ত্রধারী এসে তার সামনে তাকে গুলি করে হত্যা করে পাহাড়ের দিকে চলে যায়। প্রকাশ্য দিবালোকে একজনকে হত্যার পর ঐ এলাকায় স্থানীয় জনগনের মাঝে আতংক বিরাজ করছে।
এদিকে ঘটনাস্থলে সকাল ১১ টার পর নিহতের স্ত্রী এবং তার কন্যা উপস্থিত হন এবং নিহতের লাশ সনাক্ত করেন। নিহতের স্ত্রী রুপা চাকমা জানান, তার স্বামী একসময় আঞ্চলিক দল পিসিজেএসএস (মুল) এর একজন কর্মী ছিল। তার প্রতিপক্ষরা তাকে হত্যা করতে পারে বলে তিনি জানান।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি হাসপাতাল এর মর্গে পাঠানো হয়েছে।
এই ব্যাপারে মামলা দায়ের প্রস্ততি চলছে বলে কাপ্তাই থানার ওসি সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান।