সোমবার ● ৮ জুন ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রাম শহর থেকে রাঙ্গুনিয়াতে এসে নমুনা দেয়া আইনজীবীর করোনা পজিটিভ
চট্টগ্রাম শহর থেকে রাঙ্গুনিয়াতে এসে নমুনা দেয়া আইনজীবীর করোনা পজিটিভ
মাইকেল দাশ, রাঙ্গুনিয়া প্রতিনিধি :: শহর ছেড়ে রাঙ্গুনিয়া গ্রামে শ্বশুরবাড়ির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়েছেন এক আয়কর আইনজীবী (৩৩)। প্রতিবেদনে এসেছে করোনা পজিটিভ।
আজ ৮ জুন সোমবার সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, আজ রাঙ্গুনিয়ায় তিনজনের করোনা পজিটিভ প্রতিবেদন আসে। আইনজীবী ছাড়াও পোমরা ইউনিয়নের উপ স্বাস্থ্যকেন্দ্রের এক নারী স্বাস্থ্য সহকারী (৪৫) করোনায় আক্রান্ত হয়েছেন। আইনজীবীর বাড়ি চট্টগ্রামের আনোয়ারায় ও স্বাস্থ্য সহকারীর বাড়ি পোমরায়। দুজনে চট্টগ্রাম নগরীর বাসায় আইসোলেশনে রয়েছেন। এ ছাড়া আরেকজনের (১৮) দ্বিতীয় দফার নমুনা পরীক্ষায় পজিটিভ প্রতিবেদন আসে। তাঁর বাড়ি সরফভাটায়। তিনি এর আগে করোনায় আক্রান্ত এক চিকিৎসকের স্বজন। ৩ ও ৪ জুন বিআইটিআইডিতে ২৭ জনের পাঠানো নমুনায় ৩ জনের ফলাফল পজিটিভ এল। এ পর্যন্ত রাঙ্গুনিয়ায় মোট ৬০ জন কোভিড–১৯–এ আক্রান্ত হয়েছেন। মুঠোফোনে জানতে চাইলে ওই আইনজীবী বলেন, চট্টগ্রাম শহরে নমুনা দিতে ঝামেলা হওয়ায় তিনি রাঙ্গুনিয়ার শ্বশুরবাড়ির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়ে ওই দিন আবার শহরে চলে যান। উপজেলার হোছনাবাদ ইউনিয়নের মোগলের হাট এলাকায় তাঁর শ্বশুরবাড়ি হলেও তিনি ওই দিন শ্বশুরবাড়িতে যাননি বলে জানিয়েছেন।
করোনাকালে মাছের উৎপাদন বৃদ্ধি করতে রাঙ্গুনিয়ায় উপকরণ বিতরণ
রাঙ্গুনিয়া :: রাঙ্গুনিয়া উপজেলা মৎস্য দপ্তরে উদ্যোগে আজ সোমবার ৮ জুন উপজেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গনে মৎস্য সিআইজি চাষীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে।
ন্যাশনাল এগ্রিকালচারাল প্রোগ্রাম (এনএটিপি)ফেজ -২ প্রকল্পের আওতায় ১৫ ইউনিয়ন এর ৩০টি সিআইজি’র মধ্যে ২৬ জনকে প্রদর্শনী পুকুরের জন্য মাছের খাবার, পোনা ও সাইনবোর্ড বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী, সহকারী কমিশনার(ভূমি) মো.ফখরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, রাঙ্গুনিয়া ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান মুজিবুর রহমান, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী ওবাইদুল হক ও ক্ষেত্র সহকারী (এনএটিপি-২) শামীম আল মামুন প্রমুখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে বলেন, ” করোনা কালীন সময়ে উপজেলায় মাছের উৎপাদন বৃদ্ধি অব্যাহত রাখতে সিআইজি চাষীদের উপকরণ বিতরণ মানুষের পুষ্টির চাহিদা পুরণ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে যথেষ্ট ভূমিকা রাখবে। করোনা মোকাবেলায় আমিষ গ্রহন করে সবাইকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো দরকার।