মঙ্গলবার ● ৯ জুন ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » হালদা নদীতে অভিযানে ইঞ্জিন চালিত নৌকা ও ড্রেজার ধ্বংস
হালদা নদীতে অভিযানে ইঞ্জিন চালিত নৌকা ও ড্রেজার ধ্বংস
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: দেশের একামত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী ও সর্তাখালের মোহনায় অভিযান চালিয়ে অবৈধ বালুবাহী ৬টি ইঞ্জিন চালিত নৌকা ও একটি বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার পানিতে ডুবিয়ে ধ্বংস করেছে রাউজান উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত পুলিশ ও অনসার সদস্যদের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোানয়েদ করিব সোহাগ। অভিযান পরিচালনা করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পীযুষ প্রভাকর, আনসার ভিডিপি রাউজান অফিসার ইনচার্জ তারেক মুহাম্মদ প্রমূখ। অভিযানে হালদা নদী থেকে বালু উত্তোলন করে ইঞ্জিন চালিত নৌকায় পরিবহন করে গহিরা ব্রীক ফিল্ড নামকস্থানে সর্তাখালের পাড়ে রাখার সময় ৬টি অবৈধ ইঞ্জিন চালিত নৌকা জব্দ করে পানিতে ডুবিয়ে ধ্বংস করা হয়। একই সাথে সর্তাখালের পাড়ে বাশের ভেলার উপর বসানো বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার ধ্বংস করা করা হয়েছে। এবিষয়ে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হালদা-সর্তার মুখে অভিযান চালিয়ে ৬টি অবৈধ ইঞ্জিন চালিত নৌকা ও একটি ড্রেজার পানিতে ডুবিয়ে ধ্বংস করা হয়েছে। হালদার মা মাছ, ডলফিন ও জীব-বৈচিত্র্য রক্ষায় ও অবৈধ বালু উত্তোলন রোধে অভিযান অব্যাহত থাকবে।
রাউজানে পাহাড় কেটে রাস্তা নির্মাণ, ৩ লাখ টাকা জরিমানা
রাউজান :: চট্টগ্রামের রাউজানের ৮নং কদলপুর ইউনিয়নের হযরত আশরাফ শাহ মাজারের পূর্ব পাশে একটি পাহাড়ি এলাকায় পাহাড় কেটে রাস্তা নির্মাণের অভিযোগ মিলেছে। এই অভিযোগের সূত্রে পাওয়ায় মেসার্স মাজেদা এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
জানা গেছে, গতকাল সোমবার শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানার আদেশ দেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,পাহাড় কাটার অভিযোগ পেয়ে ৩০ মে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক জমির উদ্দীনের নেতৃত্বে একটি টিম কদলপুর ইউনিয়নের ঐ পাহাড়ি এলাকা পরিদর্শন করেন। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে পাহাড় কাটার প্রমাণ পান। এ কারণে শুনানি শেষে ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রায় ৩ লাখ টাকা জরিমানা করা হয়।