মঙ্গলবার ● ৯ জুন ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » শিশুদের শ্রমিক নয় দেশের জন্য সম্পদ হিসাবে গড়ে তুলুন : ভোলা জেলা প্রশাসক
শিশুদের শ্রমিক নয় দেশের জন্য সম্পদ হিসাবে গড়ে তুলুন : ভোলা জেলা প্রশাসক
খলিল উদ্দিন ফরিদ, ভোলা জেলা প্রতিনিধি :: ভোলায় জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার ৯ জুন ভোলা জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক। এসময় তিনি বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ।
শিশুদের সুন্দর ভবিষ্যৎতের জন্য সুন্দর পরিবেশ গড়ে তুলতে হবে। শিশুদের স্বল্প আয়ের জন্য শিশু শ্রমে নিয়োজিত না করে দেশের জন্য সম্পদ হিসাবে গড়ে তুলতে হবে প্রতিটি শিশুকে। তাহলে দেশের ও সমাজের উপকার হবে। এসময় তিনি আরো বলেন, রাষ্ট্র, সমাজ ও আমাদের সবার দায়িত্ব শিশুদের অধিকার রক্ষা করা। শিশুর অধিকার রক্ষা করতে পারলে শিশুরা দেশের জন্য সম্পদ হবে। তখন এই শিশুরাই সুন্দরভাবে দেশ পরিচালনা করবে। যার যার অবস্থন থেকে প্রতিটি শিশুর শিক্ষা, স্বাস্থ্য, বিনোদনসহ সব ধরনের সুযোগ-সুবিধার সুযোগ করে দিতে হবে। যেন কেউ বঞ্চিত না হয়। শিশুর একমাত্র কাজ হওয়া উচিত স্কুলে যাওয়া। শিশুশ্রম একধরনের শোষণ। অনেকে কম অর্থে বেশি সুবিধা নেওয়ার জন্য শিশুশ্রম ব্যবহার করছে।
সমাজসেবা অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, শিশু একাডেমী সহ বিভিন্ন সামাজিক সংগঠন এনজিওদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে শিশু শ্রম নিরসনে। তাহলেই শিশু শ্রম কমে আসবে। এসময় তিনি আরো বলেন, ভোলাতে নদীতে শিশুদের দিয়ে মাছ ধরানো হয়। এর ফলে শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হয়ে পরে বড় হয়ে জেলে হয়। তাই এই শিশুদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে হলে অভিভাবকদের শিশুশ্রমে না দেয়ার জন্য নিরুৎসাহিত করতে আহবান জানান।
সভায় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. মাহামুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আতাহার মিয়া, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তরের শ্রম পরিদর্শক কামরুল ইসলাম, সমাজসেব অধিদপ্তর এর উপ-পরিচালক নজরুল ইসলাম, জেলা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপ-পরিচালক মো. ইকবাল হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আখতার হোসেন, এরজিসি প্রকল্পের জেলা সমন্বয়কারী আব্দুস সালাম, সম্মনিত শিশু বিবাহ রোধ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. মিজানুর রহমান প্রমুখ।