বুধবার ● ১০ জুন ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে নতুন করে আরও ৫ জন করোনায় আক্রান্ত
ঝিনাইদহে নতুন করে আরও ৫ জন করোনায় আক্রান্ত
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহে নতুন করে আরও ৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৬৯ জন। সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, কুষ্টিয়া থেকে ঝিনাইদহে মোট ৪২ টি রিপোর্ট এসেছে। এর মধ্যে থেকে ৫ টি পজেটিভ এসেছে। আক্রান্ত ব্যাক্তিদের বাড়ী কালীগঞ্জ উপজেলায় ১ জন, কোটচাদপুর উপজেলায় ১ জন, শৈলকুপা উপজেলায় ১ এবং হরিনাকুন্ডু উপজেলায় ২ জন। আক্রান্ত ৬৯ জনের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ৪১ জন। ২৮ জন চিকিৎসাধীন রয়েছে। তবে তাদের সবার শারীরিক অবস্থা ভাল।
ঝিনাইদহে মহামারী করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে কঠোর অবস্থানের সিন্ধান্ত নিয়েছে জেলা করোনা প্রতিরোধ কমিটি
ঝিনাইদহ :: ঝিনাইদহে মহামারী করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে কঠোর অবস্থানের সিন্ধান্ত নিয়েছে জেলা করোনা প্রতিরোধ কমিটি। বেলা ২ টার মধ্যে ব্যাবসায় প্রতিষ্ঠান বন্ধ, মাস্ক পড়া বাধ্যতামুলকসহ বেশ কয়েকটি বিষয়ে সিন্ধান্ত গ্রহণ করা হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা নিয়ন্ত্রন বিষয়ক এক জরুরী সভায় এ সিন্ধান্ত গ্রহণ করা হয়। আলোচনা শেষে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, সকল ব্যবসায় প্রতিষ্ঠান, চায়ের দোকান দুপুর ২ টার মধ্যে বন্ধ করতে হবে। ঔষধ ফার্মেসী ছাড়া কোন দোকান খোলা রাখা যাবে না। ইজিবাইকে ২ জনের বেশি যাত্রী উঠানো যাবে না। মাস্ক পড়া বাধ্যতামুলক করা হয়েছে। মাস্ক না পড়ে বাইরে গেলে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে জেলা বা জরিমানা করা হবে। এছাড়াও গ্রামাঞ্চলের দোকান বা চায়ের দোকান ২ টার পর খোলা পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। এতে পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী কাজ করবে। তাছাড়াও প্রত্যন্ত অঞ্চলে মাইকিং এর মাধ্যমে জনসচেতনা বৃদ্ধি করতে হবে। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, ৫৫ পদাতিক ডিভিশনের ৮৮ পদাতিক ব্রিগেডের ২ ইস্টবেঙ্গলের অধিনায়ক লে. ক. নাসির উদ্দিন আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হানসহ অন্যান্যরা। আগামীকাল বৃহস্পতিবার থেকে এ সিন্ধান্ত কার্যকর করা হবে।
কালীগঞ্জে বাস নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা গেলে ১০ জন আহত
ঝিনাইদহ :: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুলাল মুন্দিয়া নামক স্থানে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ১০ জন আহত হয়েছে। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাঃ মাহফুজুর রহমান জানান, যশোর থেকে ছেড়ে আসা বিসমিল¬াহ নামক বাসটি উপজেলার দুলাল মুন্দিয়া বাজারে অপরদিক থেকে আসা একটি ট্রাক অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি মেহগনি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় বাসের প্রায় ১০ জন যাত্রী আহত হয়। আহতরা হলো- ঝিনাইদহের ব্যাপারীপাড়া এলাকার শরীফ হোসেনের মেয়ে রাখা (১৬), বারীনগর এলাকার বজলুর রহমান (৫৫), বারবাজার এলাকার তারেক হোসেন (২০), যশোর পালবাড়ী এলাকার রিয়াদ হোসেন (০৬), লিপি খাতুন (৩০), শিহাব উদ্দিন (২৮), কালীগঞ্জ উপজেলার আলাইপুর এলাকার সবুজ হোসেন (৩৩) সহ আহত হয়েছেন প্রায় ১০ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ঝিনাইদহে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত
ঝিনাইদহ :: যথাযথ স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব অনুসরন করে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ঝিনাইদহ সদর উপজেলায় কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়। সকাল হতে বিকাল পর্যন্ত উপজেলা কৃষক প্রশিক্ষণ কক্ষে নিরাপদ উদ্যানতাত্ত্বিক ফসল উৎপাদন প্রযুক্তির উপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপি প্রশিক্ষণে নিরাপদভাবে ফল, ফসল ও শাক-সবজি উৎপাদনের বিভিন্ন আধুনিক কলাকৌশলের উপর বিস্তারিত আলোচনা হয়েছে। এতে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত ৫০ জন কৃষক কৃষাণী অংশগ্রহন করেন। একই দিনে বিকালে উপজেলার পৌরসভা ব্লকের জেলখানা পাড়ায় বারি হলুদ-৫ ফসলের উপর মাঠ দিবস অনুষ্টিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মুহঃ মোফাক্খারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার ০৭ নং ওয়ার্ড কমিশনার মহিউদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মুহাম্মদ জুনাইদ হাবীব। মাঠ দিবসে এলাকার ৫০-৬০ জন কৃষক অংশ গ্রহন করেন। মাঠ দিবসে আদা, হলুদ, মরিচসহ বিভিন্ন মসলা জাতীয় ফসলের গুরুত্ব তুলে ধরে বিস্তারিত আলোচনা করা হয়।
শৈলকুপায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
ঝিনাইদহ :: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের যুগনী গ্রামের ইকরামুল জোয়ার্দ্দার (৫০) নামের এক ব্যাক্তির করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন জানান, করোনা উপসর্গ নিয়ে ঢাকা থেকে নিজ বাড়িতে আসে কয়েকদিন আগে ইকরামুল জোয়ার্দ্দার। মঙ্গলবার দুপুরে তিনি মারা যান। পরে বিকেলে জেলা প্রশাসক সরোজ কুমার নাথের নির্দেশনা মোতাবেক ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশন এর উপপরিচালক মো: আব্দুল হামিদ খানের সার্বিক তত্বাবধানে ও শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম সার্বিক সহযোগিতায় ফিল্ড সুপার ভাইজার মো: আব্দুর রাজ্জাক এর নেতৃত্ব মৃতের জানাজা ও দাফন সম্পন্ন করা হয়। সেসময় মৃত ব্যাক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
শৈলকুপায় চলছে ঐতিহ্যবাহী গাদন খেলা
ঝিনাইদহ :: এক সময় হা-ডু-ডু, কাবাডি, লাঠিখেলা, গোল্লাছুট, কানামাছি ভোঁ ভোঁ, এক্কাদোক্কা, ডাংগুলি, হাঁড়িভাঙা, গাদন, মোরগ লড়াই, ষাঁড়ের লড়াইসহ অনেক ধরনের গ্রামীণ খেলার প্রচলন ছিলো। কালের বিবর্তনে এসব খেলার অধিকাংশই হারিয়ে গেছে। গ্রামীণ খেলাধুলার ঐতিহ্যকে ধরে রাখতে ঝিনাইদহের শৈলকুপায় দেখা মেলে গ্রামীণ ঐতিহ্যবাহী গাদন খেলা। দুপুরের পর থেকে উপজেলার ত্রিবেনী ইউনিয়নের আনন্দনগর গ্রামে এ গ্রামীণ খেলার আয়োজন করা হয়। দুপুর থেকেই খেলা দেখার জন্য শিশু, নারী-পুরুষ ও বৃদ্ধ সহ সব বয়সী দর্শক এসে আনন্দ উপভোগ করার পাশাপাশি অনেকে খেলায় অংশগ্রহণও করে। খেলায় অংশগ্রহণকারী একজন বলেন, ঐতিহ্যবাহী গাদন খেলা গ্রামীণ সমাজের প্রাণ। আমাদের অঞ্চলের মানুষের প্রাচীন খেলা ছিল গাদন । ছোট ভাইদের মোবাইল, ল্যাপটপ সহ কৃত্তিম গেমস খেলা থেকে দূরে সরিয়ে রাখতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে অন্তত তারা কৃত্তিম খেলায় আসক্ত থেকে সরে এসে শরীর ও মন ভালো রাখতে পারবে।
শৈলকুপায় নতুন করে করোনায় আক্রান্ত ১, মোট আক্রান্ত ১৬
ঝিনাইদহ :: ঝিনাইদহের শৈলকুপায় ৩০ বছরের আরো এক যুবকের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৬ জনে। নতুন শনাক্ত হওয়া করোনা রোগীর বাড়ি উপজেলার ফুলহরি ইউনিয়নের ফুলহরি গ্রামে। ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, বুধবার (১০ জুন) কুষ্টিয়া থেকে ঝিনাইদহে মোট ৪২ টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ৫ টি পজেটিভ এসেছে। জেলায় মোট আক্রান্তের ৬৯ জনের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৪১ জন। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদ আল মামুন জানান, শৈলকুপার ফুলহরি গ্রামে নতুন করে একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। তিনি একজন চাকুরিজীবি। যার বয়স ৩০। সে ময়মনসিংহ হতে এসেছেন। উল্লেখ্য, ঝিনাইদহ জেলাকে দেশের একমাত্র লকডাউন মুক্ত জেলা হিসেবে ‘গ্রিন জোন’ ঘোষণা করা হয়েছে। ঘোষণার তিন’দিনেই ১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৬৯ জন, এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৪১ জন। আর জেলার এ শৈলকুপা উপজেলায় ১৫০ জনের উপরে মোট নমুনা পরীক্ষার মধ্যে শনাক্ত হয়েছে ১৬ জন, সুস্থ্য হয়েছেন ১৩ জন।
ট্রাক্টর দিয়ে মাটি টানার ফলে পিচের রাস্তাটি এখন হয়েছে কাদায়
ঝিনাইদহ :: এলজিইডির অর্থায়নে সুন্দর একটি রাস্তা দেখে বোঝার উপায় নেই রাস্তাটি পাকা। কাদা পানিতে একাকার। অহরহ ঘটছে দুর্ঘটনা। ট্রাক্টর দিয়ে মাটি টানার ফলে পিচের রাস্তা পরিণত হয়েছে কাদায়। ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের বামনাইল গ্রামে এমন একটি রাস্তার সন্ধান মিলেছে। চটকাবাড়িয়া গ্রামের মাটি বিক্রেতা জনৈক জাহিদ ট্রাক্টর দিয়ে মাটি বিক্রি করছে। মাটি নিয়ে পাকা রাস্তায় ওঠার সময় সাইট ভেঙ্গে যাচ্ছে। অথচ কেও প্রতিবাদ করছে না। দীর্ঘদিন ধরেই জাহিদ এই অবৈধ মাটি বিক্রির সাথে জড়িত। গ্রামবাসির ভাষ্যমতে মাটি টানার ফলে সামান্য বৃষ্টি হলেই রাস্তায় চলাচল করা ঝুকিপুর্ন হয়ে উঠেছে। অহরহ দুর্ঘটনায় মানুষ পঙ্গুত্ব বরণ করলেও কারো কোন মাথা ব্যাথা নেই। এ ব্যাপারে ফুরসিন্দ ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় ভুমি অফিসের কর্মকর্তারা হাত গুটিয়ে বসে আছেন। এলাকাবাসি জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষন করে ভ্রাম্যমান আদালত বসিয়ে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন।
কালীগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
ঝিনাইদহ :: ঝিনাইদহের কালীগঞ্জে বাপ্পি হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে গ্রামের লোকজন তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থ’লে পৌছে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনাটি ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার খড়িকাডাঙ্গা গ্রামে। সে ওই গ্রামের আব্বাস আলীর ছেলে। ঐ গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য জালাল হোসেন জানান, বুধবার সকালে বাড়ির পাশের একটি আমগাছে বাপ্পির মরদেহ ঝুলে থাকতে দেখে গ্রামবাসী পুলিশকে খবর দেয়। তিনি আরও জানান, প্রায় ১০ বছর পুর্বে একই ভাবে নিহতের মায়ের মৃত্যু হয়েছিল। সে সময়ে বাপ্পির মামারা এটাকে স্বাভাবিক পর্যায় নিলেও বাপ্পির মৃত্যুর ঘটনাটি আত্মহত্যা নয় বলে তারা মৌখিক ভাবে দাবি করছেন। তাদের ধারনা এলাকার একটি মহল পরিকল্পিত ভাবে এভাবে মা ও ছেলে কে হত্যা করেছে। কোলাবাজার পুলিশ ফাঁড়ির এস আই আবুল কাশেম জানান, ঘটনাস্থলে তিনি গিয়ে লাশ উদ্ধার করে থানাতে পাঠিয়েছেন। তিনি বলেন এটা হত্যা না আত্মহত্যা এখনই তা বলা যাচ্ছে না। তিনি আরও জানান, তবে নিহতের মামাদের ভাষ্য তার ভাগ্নেকে হত্যা করা হতে পারে। আবার লাশ উদ্ধারের আগেই নিহতের বাবা আব্বাস আলী পালিয়েছে। ফলে বিষযটি সন্দেহজনকও বটে। তবে ময়নাত দন্তের পর বোঝা যাবে ঘটনাটি কি হত্যা না আত্মহত্যা। অবশ্য নিহতের মামা ও এলাকার অনেকেই বলছে আব্বাস আলী তার স্ত্রী কে ১০ বছর আগে হত্যা করেছে এবং ছেলে কেউ হত্যা করেছে। এ ছেলে কোন কারণ ছাড়াই আত্মহত্যা করতে পারে না। আবার আব্বাস আলী কে বাড়ি ছেড়ে পালিয়েছে এটা রহস্য জনক। নিহতের মামা কামাল হোসেন বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। নিহতের সত মা রাশিদা খাতুন ও দাদা আবদুল ওহাব কে পুলিশ আটক করে থানায় এনেছে জিঙ্গাসাবাদ করতে। কালীগঞ্জ থানার ওসি মুহাঃ মাহাফুজুর রহমান বলেন, এ ব্যাপারে কালীগঞ্জ থানায় এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। ইতোমধ্যে লাশ উদ্ধার করে মরদেহ ময়না তদন্তের জন্য ঝিনাইদহে পাঠিয়েছেন।
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা
ঝিনাইদহ :: মহামারি করোনা ভাইরাস ঠেকাতে সরকারী নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ঝিনাইদহ কালীগঞ্জে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৮হাজার ৩শ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযানে এ জরিমানা আদায় করা হয়। কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যােিজেষ্ট্রট ভুপালি সরকার এ জরিমানা আদায় করেন। এ সময় তার সাথে কালীগঞ্জ থানার এসআই সাগরসহ সঙ্গিও ফোর্স উপস্থিত ছিলেন। ভুপালি সরকার জানান, সংক্রমন রোগ প্রতিরোধ নিয়ন্ত্রন ও নির্মুল আইন ২০১৮ অনুযায়ী বিভিন্ন অপরাধে তিনি ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৮হাজার ৩শ টাকা জরিমিানা করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরো জানান, করোনা প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।