বৃহস্পতিবার ● ১১ জুন ২০২০
প্রথম পাতা » বরিশাল বিভাগ » ভোলায় গত ২৪ ঘন্টায় আরো ১১ জন করোনায় আক্রান্ত
ভোলায় গত ২৪ ঘন্টায় আরো ১১ জন করোনায় আক্রান্ত
খলিল উদ্দিন ফরিদ, ভোলা জেলা প্রতিনিধি :: ভোলায় গত ২৪ ঘন্টায় আরো ১১ জন করোনায় আক্রন্ত হয়েছেন। আক্রন্তদের মধ্যে ভোলা সদরে আজ বৃহস্পাতিবার ২ জন সহ মোট ৩৯ জন,দৌলৎখানে আজ ১ জন সহ মোট ৪ জন,বোরহান উদ্দিনে আজ ৪ জন সহ মোট ৮ জন,লালমোহনে আজ ৩ জন সহ মোট ১২ জন,চরফ্যাশনে আজ ১ জন সহ মোট ১৩ জন,মনপুরায় আজ কোন করোনা আক্রন্ত হয়নি বিধায় পুর্বের ১৮ জন,তজুমদ্দিনে আজ কোন পজেটিভ রির্পোট না আসায় পুর্বের ২ জন সহ সর্বমোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৮৬ জন ।ভোলা ভোলা জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন। বোরহান উদ্দিন টিএস সুত্রে জানা যায় বোরহানউদ্দিনে ইউনিয়ন সচিব সহ ৪ জন করোনা পজেটিভ। পৌর ২,৫ ও ৭ নং ওয়ার্ড ও গংগাপুর ৯নং ওয়ার্ডে একজন করে করোনা রোগী সনাক্ত হয়েছেন।
চরফ্যাশনে আক্রান্তের মধ্যে চরফ্যাশন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন আকন রয়েছেন। চরফ্যাশনের স্থানীয় সুত্রে যানা যায় করোনা ভা ইরাসে আক্রন্ত উপজেলা চেয়ারম্যান বর্তমানে ঢাকায় নিজ বাস ভবনে রয়েছেন।
এদিকে গত ২৪ ঘন্টায় আরো ৫৫ জন হোম কোয়ারেন্টাইননে পাঠানো হয়েছে। এ নিয়ে মোট ৩৫৮৮ জনকে হোম কোয়ারেন্টাইননে পাঠানো হলো। তার মধ্যে ৩২২১ জনের মেয়াদ শেষ হয়েছে। বর্তমানে রয়েছে ৩৬৭ জন।অপর দিকে গত ২৪ ঘন্টায় আরো ৫৫ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য বরিশাল প্রেরণ করা হয়েছে। এ নিয়ে ২৫০৯ জনের নমুনা পাঠানো হলো।
এ পর্যন্ত পজেটিভ এসেছে ৮৬ জনের । সুস্থ্য হয়েছেন ২৬ জন আর মৃত্যু বরন করেন ২ জন।