![ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/344-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
শুক্রবার ● ১২ জুন ২০২০
প্রথম পাতা » ঢাকা » কল্পনা চাকমা অপহরণের ২৪ বছর : অপহরণের দ্রুত বিচার দাবি সমাজতান্ত্রিক মহিলা ফোরামের
কল্পনা চাকমা অপহরণের ২৪ বছর : অপহরণের দ্রুত বিচার দাবি সমাজতান্ত্রিক মহিলা ফোরামের
সংবাদ বিজ্ঞপ্তি :: সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি রওশন আরা রুশো এবং সাধারণ সম্পাদক শম্পা বসু এক যুক্ত বিবৃতিতে কল্পনা চাকমা অপহরণের দ্রুত বিচার দাবি করেন।
হিল উইমেন্স ফেডারেশনের তৎকলীন সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমা ১৯৯৬ সালের ১২ জুন মধ্যরাতে রাঙামাটির নিউ লাল্যাঘোনা গ্রামের নিজ বাড়ি থেকে অপহরণের শিকার হন। এই ২৪ বছরে অপহরণের তদন্ত কাজই শেষ হয়নি। গ্রেফতার হয়নি অপরাধী। বরং কল্পনা চাকমার অপহরণকারী লেফট্যান্ট ফেরদৌস ও তার সহযোগীরা এখনো বহাল তবিয়তে রয়ে গেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন আজ কল্পনা চাকমা অপহরণের ২৪ বছর। ২৪ বছরে কল্পনা চাকমা হত্যার সুষ্ঠু বিচার না হওয়া রাষ্ট্রের ব্যর্থতা। এর দায় রাষ্ট্রকেই নিতে হবে। কল্পনা চাকমা অপহরণ বিচারহীনতার একটি জলজ্যান্ত উদাহরণ।
আর অন্যদিকে যারা বৈষম্যের বিরুদ্ধে অধিকার আদায়ের আন্দোলন করছেন কল্পনা চাকমা তাদের কাছে সংগ্রামের প্রতীক।