শনিবার ● ১৩ জুন ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » মসজিদের টাকা নিয়ে দুই গ্রুপে সংঘর্ষে ব্যাবসায়িকে কুপিয়ে হত্যার চেষ্টা
মসজিদের টাকা নিয়ে দুই গ্রুপে সংঘর্ষে ব্যাবসায়িকে কুপিয়ে হত্যার চেষ্টা
মো. জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহ সদরের কুমড়াবাড়িয়া ইউনিয়নের ধুপাবিলা গ্রামে গতকাল ১২ জুন শুক্রবার দুপুরে মসজিদের টাকার হিসাব নিয়ে মসজিদের মধ্যেই সাবেক চেয়ারম্যান সামছুল আলম ও বর্তমান আশরাফ চেয়াম্যান গ্রুপের ধাক্কা ধাক্কি ও সংঘর্ষ শুরু হয়।
এর জের ধরেই সাবেক চেয়ারম্যান সামছুল আলমের ভাতিজা শহরের উপশহরপাড়ার বাসিন্দা বিশিষ্ট কাঠ ব্যাবসায়ি জাহাঙ্গির আলমকে কুপিয়ে জখম করা হয়। এ সময় সাবেক চেয়ারম্যান সামছুল আলমের ভাতিজা ধুপাবিলা গ্রামের মৃত আঃ জলিলের ছেলে ও সফল কাঠ ব্যাবসায়ি জাহাঙ্গির আলম মটর সাইকেল যোগে তার গ্রামের বাড়ি ধুপাবিলায় রওয়ানা হলে রাস্তার মধ্যে একা পেয়ে কুপিয়ে হত্যাচেষ্টা করে প্রতিপক্ষ বর্তমান আশরাফ চেয়ারম্যান গ্রুপের লোকজন। সেসময় জাহাঙ্গিরের মাথায়, বুকে ও উরুতে রামদা দিয়ে আঘাতের পর আঘাত করে মৃত্যু নিশ্চিত করার চেষ্টা করে প্রতিপক্ষরা। মারা গেছে ভেবে প্রতিপক্ষরা ফেলে যাওয়ার পর স্থানীয়রা জাহাঙ্গিরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করার পর আশংখ্যা জনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। এদিকে চেয়ারম্যান আশরাফুলের ভাই শহিদুল ইসলাম জানান, মসজিদের টাকা আত্মসাৎ করার প্রতিবাদ করায় তারাই প্রথম আমাদের উপর হামলা করে দুই জনকে কুপিয়ে আহত করে। এতে খোকন ও জাহিদকে কুপিয়ে জখম করে। অন্যান্য অত্যান্ত ব্যাস্ত থাকার কারনে এবিষয়ে বক্তব্য দিতে সময় চেয়েছেন ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান।
ঝিনাইদহে মাত্র ৩’শ টাকার জন্য কৃষককে কুপিয়ে হত্যা
ঝিনাইদহ :: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামে ছাগল বিক্রির ৩’শ টাকার জন্য আমিরুল ইসলাম (৪০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে দিকে এ ঘটনা ঘটে। নিহত আমিরুল ইসলাম দৌলতপুর গ্রামের জবেদ বিশ্বাসের ছেলে। গ্রামবাসী জানায়, দৌলতপুর গ্রামের ছামছুল মন্ডলের ছেলে শাহিন হোসেন আমিরুলের দুলাভাইয়ের নিকট একটি ছাগল বিক্রি করে। বেশ কিছুদিন পর ওই ছাগলের টাকা আরও ৩’শ পাবে বলে দাবি করেন শাহিন। এ টাকা দিতে অস্বীকৃতি জানালে এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। শুক্রবার রাতে আমিরুল ইসলাম যখন গ্রামের রাস্তা দিয়ে হেটে বাড়ি ফিরছিলেন। রাস্তায় ওৎ পেতে থাকা শাহিন ধারালো গাছি দা দিয়ে আমিরুলকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আমিরুল মারা যায়। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ আহসান হাবিব জানান, মাথা, বুক ও পিঠে প্রায় ৭/৮ টি জখম করার চিহ্ন ছিল। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনার পর সে মারা যায়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, ছাগল বিক্রির টাকা নিয়ে গ্রামে কয়েকদিন ঝামেলা হচ্ছিল। বৃহস্পতিবার ছাগল বিক্রির ৩ হাজার টাকা পরিশোধও করা হয়। মাত্র ৩’শ টাকার জন্য শাহিন নামের এক যুবক আমিরুলকে কুপিয়ে হত্যা করে। শাহিনকে গ্রেফতারে পুলিশ অভিযানে নেমেছে।
ঝিনাইদহে করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যাক্তির করোনা পজেটিভ
ঝিনাইদহ :: ঝিনাইদহের শৈলকুপায় করোনা উপসর্গ নিয়ে আরও একব্যাক্তির মৃত্য হয়েছে। তার মৃত্যুর ৫ দিন পর নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। এটিই ঝিনাইদহ জেলায় করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুু। জেলায় এ পর্যন্ত ৭২ জন করোনায় আক্রান্ত হয়েছে। ঝিনাইদহের সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, শৈলকুপা উপজেলার কবিরপুর গ্রামের কৃষ্ণ গোপাল সাহা জ্বর, সর্দি, কাশিসহ করোনার উপসর্গে আক্রান্ত হন। তিনি বাড়িতেই ছিলেন। খবর পেয়ে ৩ জুন স্বাস্থ্য কর্মীরা তার নমুনা সংগ্রহ করে। পরীক্ষার জন্য নমুনা খুলনা ল্যাবে পাঠানো হয়। ৭ জুন ওই ব্যক্তি মারা যান। শুক্রবার সকালে তার রিপোর্ট পজেটিভ এসেছে। এছাড়াও জেলায় শুক্রবার খুলনা ল্যাব থেকে ঝিনাইদহে মোট ৩০ টি রিপোর্ট এসেছে। যার মধ্যে শৈলকুপায় করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিসহ সদর উপজেলায় ১ জন এবং কালীগঞ্জ উপজেলায় ১ জন পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তদের সংখ্যা দাড়ালো ৭২ জন এবং সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৪২ জন।
ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঝিনাইদহ :: ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের নাটাবাড়িয়া গ্রামের কারিগর পাড়ার সাধনের ছেলে জিৎ (১০) গতকাল শুক্রবার সকালে নিখোঁজ হয়। বিকালে তার লাশ বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার করে স্থানীয়রা। জানা গেছে, ১২ জুন শুক্রবার সকাল এগারোটার বৃষ্টি হাওয়া অবস্থায় নিখোঁজ হয় জিৎ। স্থানীয়রা ধারণা করে নদীতে ডুবে গেছে টানা ৫ ঘন্টা খোঁজাখুঁজির পরেও কোথাও পাওয়া যায় না গ্রামের এক-তৃতীয়াংশ লোক সবাই পানিতে অনেক খোঁজাখুঁজি করে কিন্তু ঘটনাটি ঘটে তার বাড়ির পাশে একটি ছোট্ট পুকুর সেখানে ডুবে যায়। তার বাসার পাশে মানোয়ার নামের একজন দেখে ছোট পুকুরের পানিতে কালো চুল জাতিয় কিছু ভেষে আছে। এসময় মানোয়ার একটি লাঠি দিয়ে ধাক্কা দিয়ে মৃত জিতকে দেখতে পায়। এসময় তার লাশ বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার করে স্থানীয়রা। ছেলেটি অনেক চঞ্চল প্রকৃতির ছিল মর্মে জানায় স্থানীয়রা। জিৎ এর মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে।
৫০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যাবসায়ি গ্রেফতার
ঝিনাইদহ :: বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদ্রব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে এই সকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদক বিরোধী অভিযানে র্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় ১১ জুন গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার এএসপি এইচ এম শফিকুর রহমানের নেতৃত্বে ঝিনাইদহ জেলার সদর থানার হামদহ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে গমন করেন। ১১ জুন বিকালে ঝিনাইদহ জেলার সদর থানাধীন হামদহ বাইপাস মোড়ে অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গার দর্শনা বাসস্ট্যান্ড এলাকার আবদুল্লাহ মন্ডলের ছেলে মাদক ব্যবসায়ী জাকির হোসেন (কালু) (৩০)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করে মামলা দাখিল করা হয়।
হরিণাকুন্ডুতে ঢাকা ফেরত আরও ১ যুবক করোনায় আক্রান্ত
ঝিনাইদহ :: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ঢাকা ফেরত আরও এক যুবক (৩০) করোনায় আক্রান্ত হয়েছেন। এটি উপজেলায় ৬ষ্ঠ করোনা আক্রান্তের ঘটনা। এর আগে গত এপ্রিল ও মে মাসে উপজেলায় ঢাকা ও কক্সবাজারে বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত ২ যুবক, ৮ জুন এক পিবিআই কর্মকর্তা ও ১০ জুন ১ সাংবাদিক ও নারী সহ আরও ২ জন করোনায় আক্রান্ত হন। আক্রান্তদের মধ্যে ১ জন সুস্থ্য হয়েছেন। অন্য ৫ জন নিজ বাসায় আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। শুক্রবার নতুন ওই যুবকের করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জামিনুর রশিদ। তিনি জানান, ওই যুবক উপসর্গহীন করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে শরীরের একাংশ প্যারালাইজড হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা তাকে কুষ্টিয়ায় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তারা ওই যুবককে করোনা পরীক্ষার পরামর্শদেন। পরে ১০ জুন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে তার নমুনা দেওয়া হয়। শুক্রবার দুপুরে ওই যুবকের করোনা পজেটিভ বলে কুস্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে জানানো হয়। আক্রান্ত ওই যুবকের ভাই জানান, তার ভাই ঢাকাতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। সেখানে স্ট্রোকে আক্রান্ত হয়ে ঈদের দিন বাড়িতে আসেন। বুধবার (৮ জুন) কুষ্টিয়ার চিকিৎসকের কাছে গেলে তারা তাকে করোনা পরীক্ষার জন্য বলেন। ওইদিন করোনা পরীক্ষার জন্য তার নমুনা দেওয়া হলে শুক্রবার করোনা পজেটিভ রিপোর্ট আসে। তিনি আরও জানান, তার ভাই সুস্থ আছেন। তার মধ্যে করোনার কোন উপসর্গ নেই। এ ব্যাপারে ইউ.এন.ও সৈয়দা নাফিস সুলতানা বলেন, করোনা আক্রান্ত ওই যুবক নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। আক্রান্তদের বাড়িটি লকডাউন করা হয়েছে।
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে দু’ দিনে ৩টি বাল্যবিয়ে বন্ধ
ঝিনাইদহ :: ঝিনাইদহ কালীগঞ্জে দু’দিনের ব্যবধানে ৩ টি বাল্যবিবাহ বন্ধ করেছেন ভ্রাম্যমান আদালত। এ সময় বাল্যবিয়ে দেয়ার অপরাধে মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভুপালী সরকার এ আদালত পরিচালনা করেন। সহকারী কমিশনার ভূমি ভুপালী সরকার জানান, বাল্যবিয়ে দেওয়া হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত উপজেলার পৃথক ৩ টি গ্রামে অভিযান চালিয়ে বাল্যবিয়ে বন্ধ করা হয়। তিনি জানান, বুধবার দুপুরে উপজেলার কোলা ইউনিয়নের রাকড়া গ্রামের ইকবাল হোসেনের মেয়ে (১৫) বাল্যবিয়ে দিচ্ছেন খবরে অভিযান চালান। এ সময় বর যশোরের বাঘারপাড়া উপজেলার জহরপুর গ্রামের রাজু আহম্মেদ দৌড়ে পালিয়ে রক্ষা পেলেও মেয়ের বাবাকে ৫হাজার টাকা জরিমানা করা হয়। পরে বিকেলে উপজেলার মালিয়াট ইউনিয়নের বেথুলি গ্রামের সাইফুল ইসলামের মেয়ে (১৫) এর সাথে মহেশপুর উপজেলার সড়াতলার আলাউদ্দীনের ছেলে নাজমুল ইসলামের বাল্যবিয়ে দেয়ার আয়োজন চলাকালে অভিযান চালান। এ সময় উভয়পক্ষকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এরপর বৃহস্পতিবার বিকেলে বাল্যবিয়ের অপরাধে বর রায়গ্রাম ইউনিয়নের দয়াপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে আজগর আলীকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। বিগত ২ দিনে ৩ টি বাল্যবিয়ে বন্ধ করে মোট ৪০হাজার টাকা জরিমানা আদায় করেন বলে জানান এই নির্বাহী ম্যজিষ্ট্রেট।
শৈলকুপায় গ্রামবাসির ধাওয়ায় পালিয়ে গেল ডাকাত দল
ঝিনাইদহ :: মধ্যরাতে বাসায় কড়া নাড়িয়ে প্রবেশ করে ডাকাত দল। অভিভাবকদের বেঁধে রেখে ও তাদের দুধের বাচ্চার গলায় ছুরি ধরে মালামাল নিয়ে চম্পট দেয়। ততক্ষনে এলাকাবাসীর ঠিক পেয়ে ধাওয়া করলে পালিয়ে যায় ডাকাত দল। গত বৃহস্পতিবার (১১ জুন) মধ্যরাতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নের দুলালপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, দুলালপুর গ্রামে মৃত শামসুদ্দিনের বাড়িতে প্রবেশ করে। সেখানে ডাকাতি শেষ করে রেজাউল ইসলাম নামে অপর একজনের বাড়িতে ডাকাতি করে। ডাকাত দল লিওন নামে আরো একজনের বাড়িতে ডাকাতির প্রস্ততি নিলে লিওন ফোন করে গ্রামবাসিদের বিষয়টি জানায়। পরে এলাকাবাসীর চিৎকারে ডাকাত পালিয়ে যায়। লিয়ন বলেন, তার দুই চাচার বাসা থেকে স্বর্ণাংঙ্কার, ৪টি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার টাকার নগদ টাকা হাতিয়ে নিয়েছে। শৈলকুপা সার্কেল এএসপি আরিফুল ইসলাম জানান, উপজেলার দুলালপুর গ্রামের ঘটনা আমি শুনে পুলিশ পাঠিয়েছি। জড়িতদের ধরতে পুলিশ ইতিমধ্যে মাঠে নেমেছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
জিপিএ ৫ প্রাপ্ত কালীগঞ্জে সেই ৩ মেধাবীর পরিবার দেখছে আশার আলো
ঝিনাইদহ :: অভাব মাড়িয়ে এ বছরে এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত ঝিনাইদহ কালীগঞ্জের হতদরিদ্র আসমানীও জিহাদের নিয়ে দৈনিক গ্রামের কাগজ পত্রিকায় প্রতিবেদন, প্রকাশের পর লেখাপড়ার সুযোগ সৃষ্টিতে এগিয়ে আসলেন অনেকে। এতে দুই মেধাবীর অভিভাবকেরা হয়েছেন চিন্তা মুক্ত। আসমানীর বাবা ওলিয়ার রহমান জানান, মেয়ের ফলাফল প্রকাশের পর নাম প্রকাশ না করেই ইংল্যান্ড প্রবাসী এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন দেখে নিজেই ফোনে যোগাযোগ করে লেখাপড়ার খরচ দেয়ার আগ্রহ প্রকাশ করেছেন। অন্যদিকে ঢাকার এক মহানুভব ব্যক্তিও একইভাবে মুঠোফোনে একই কথা বলেছেন। আবার ঝিনাইদহের বিশ্ববিদ্যালয় পড়-য়া শিক্ষার্থীদের সংগঠন যবষঢ়ভঁষ যধহফং এর নেতৃবৃন্দ বাড়িতে এসে শিক্ষা উপকরণসহ শিক্ষাবৃত্তি প্রদানের বিষয়টি নিশ্চিত করে গেছেন। এছাড়াও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহাও আসমানীর ভর্তির সময় সাহায্য করবেন বলে আশ্বাস দিয়েছেন। এদিকে রিকসাচালক বাবার জাহিদ জিহাদ দুই মেধাবী সন্তানকে নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন দেখে এগিয়ে এসেছেন একই সংগঠন। তাদেরকেও শিক্ষাবৃত্তির আওতায় প্রতিমাসে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরন প্রদান করবেন বাড়িতে এসে নিশ্চিত করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ। জাহিদ জিহাদের মা জাহানারা খাতুন এ বিষয়টি জানিয়েছেন। উল্লেখ্য, জাহিদ, জিহাদ ও আসমানী অত্যন্ত মেধাবী ও হতদরিদ্র পরিবারের সন্তান হলেও অদম্য মেধার অধিকারী। এদের মধ্যে উপজেলার রঘুনাথপুর গ্রামের জাহিদ -জিহাদ দুই ভাই। জাহিদ বড় আর জিহাদ ছোট। বাবার রিকসার হ্যান্ডেলে ভর করে জাহিদ ২০১৮ সালে এস এসসিতে রুস্তম আলী মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ ৫ পেয়েছিল। সে এ বছর যশোরের কাজী নজরুল ইসলাম ডিগ্রী কলেজের একাদশ মানবিক শাখার অর্ধ বার্ষিকী পরীক্ষায় প্রায় সাড়ে ৩ শ শিক্ষার্থীর মধ্যে প্রথম হয়েছে। ছোট ভাই জিহাদও এ বছর এস এসসিতে একই স্কুল থেকে জিপিএ ৫ পেয়েছে। আর একই উপজেলার ডাউটি গ্রামের দিনমজুর ওলিয়ার রহমানের মেয়ে ও কোলাবাজার ইউনাইটেড হাইস্কুল থেকে আসমানীও নানা অভাবের মধ্যদিয়ে লেখাপড়া করে জিপিএ পেয়ে সকলকে চমকে দিয়েছে। পরীক্ষায় ভালো ফলাফল করার পর কিভাবে কলেজে লেখাপড়ার খরচ চালাবেন উভয় পরিবারের অভিভাবকেরা সে চিন্তায় ছিলেন। এখন তাদের সহযোগীতার হাত বাড়িয়ে দেয়ায় আশার আলো দেখছেন তারা। কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভুপালি রানি সরকার জানান, হতদরিদ্র মেধাবী আসমানী ও জাহিদ জিহাদের পরিবারের খোঁজ নিয়ে দেখেছেন উভয় পরিবারই ভূমিহীন। ফলে পরিবার দুটিকে ভূমিহীনদের তালিকায় নাম দেয়া হয়েছে। সুযোগ আসলে সরকারী সুবিধা নিশ্চিতের সুপারিশ করবেন।