রবিবার ● ১৪ জুন ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » মোহাম্মদ নাসিমের মৃত্যুতে মাটিরাঙ্গা উপজেলা আ’লীগের শোক
মোহাম্মদ নাসিমের মৃত্যুতে মাটিরাঙ্গা উপজেলা আ’লীগের শোক
মাটিরাঙ্গা প্রতিনিধি :: বাংলাদেশের ঐতিহাসিক জাতীয় নেতা ক্যাপ্টেন এম. মনসুর আলীর সুযোগ্য সন্তান, আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী বর্ষীয়ান রাজনীতিবিদ মোহাম্মদ নাসিমের মৃত্যুতে খাগড়াছড়ি জেলার মাটিরাংগা উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দলটির সভাপতি হুমায়ুন মুর্শেদ খান ও সাধারণ সম্পাদক সুভাস চাকমা। তার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে, যা কখনো পূরণ হবার নয় বলেন জানান ।
শনিবার (১৩ জুন) সভাপতি হুমায়ুন মুর্শেদ খান ও সাধারণ সম্পাদক সুভাস চাকমা এক বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করেন। মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন মুর্শেদ খান বলেন, জাতীয় ৪ নেতার অন্যতম নেতা ক্যাপ্টেন শহীদ এম. মনসুর আলীর সুযোগ্য সন্তান আলহাজ মোহাম্মদ নাসিম এমপি’র রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন । তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং স্বরাষ্ট্র, গৃহায়ন ও গণপূর্ত, ডাক ও টেলিযোগাযোগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
১৪ দলের সমন্বয়ক আলহাজ মোহাম্মদ নাসিম এমপি’র মৃত্যুতে রাজনৈতিক অঙ্গণে যে শূণ্যতার সৃষ্টি হলো তা অপূরণীয়। দেশের রাজনৈতিক ইতিহাসে আলহাজ মোহাম্মদ নাসিম এমপি’র নাম চিরস্বরণীয় হয়ে থাকবে।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর অন্যতম ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলীর পুত্র মোহাম্মদ নাসিমের মৃত্যুতে মাটিরাংগা উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে এবং মাটিরাঙ্গা উপজেলার জনসাধারণের পক্ষ থেকে মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করছি এবং মহান আল্লাহ তায়ালার কাছে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করছি।