মঙ্গলবার ● ৯ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » দাওয়াতপত্রে নাম না থাকায় ছাত্রলীগ যুবলীগের হামলা
দাওয়াতপত্রে নাম না থাকায় ছাত্রলীগ যুবলীগের হামলা
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের শ্রীপুর বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের দাওয়াতপত্রে ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের নাম না থাকায় উপজেলার টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ে সরকার দলীয় সমর্থকরা হামলা চালিয়ে অফিস কক্ষ ভাংচুর ও তছনছ করেছে৷
বিদ্যালয়ের সভাপতি শফিকুল ইসলাম মোড়ল ও প্রধান শিক্ষক জসিম উদ্দিন জানান, ১১ ও ১৩ ফেব্রুয়ারি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এড. রহমত আলীর পুত্র এড. জামিল হাসান দুর্জয়কে প্রধান অতিথি করে এবং আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দকে অতিথি করে দাওয়াত কার্ড বিতরণ করা হয়৷
৮ ফেব্রুয়ারি সোমবার দুপুরে বিদ্যালয়ের সভাপতি শফিকুল ইসলাম মোড়লের সভাপতিত্বে ম্যানেজিং কমিটির বৈঠক চলছিল৷ এসময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাদের নেতৃত্বে ১০/১৫ জন উশৃঙ্খল যুবক বিদ্যালয়ের অফিস কক্ষে প্রবেশ করে দাওয়াত কার্ডে তাদের নাম না থাকায় প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের অকথ্য ভাষায় গালিগালাজ করে৷ পরে যুবকরা হামলা চালিয়ে অফিসের আসবাবপত্র ভাংচুর ও তছনছ করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি সাধন করে৷
এসময় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়লে আতংকিত ছাত্র-ছাত্রীরা দ্বিগ্বিদিক ছুটে পালায়৷ খবর পেয়ে শ্রীপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷
শ্রীপুর মডেল থানার এস.আই আব্দুর রশিদ আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে ঘটনার সত্যতা স্বীকার করেন৷