শিরোনাম:
●   নিখোঁজের ৪ ঘন্টা পর পুকুরের পানিতে মিললো শিশুর মরদেহ ●   হাতের নাগালেই মিলছে বিনামূল্যে উচ্চ রক্তচাপের ওষুধ ●   নবীগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২ ●   সংবিধান বাতিল বা পরিবর্তন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয় ●   রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মানববন্ধনে পাহাড় থেকে সকল বৈষম্য নিরসন করার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম বৈষম্য নিরসন কমিশন গঠনের দাবি ●   রাউজানে প্রবাসী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার ●   নবীগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু ●   আগামী কাল সোমবার সকালে রাঙামাটি বিসিক এর সামনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মানববন্ধন ●   কাউখালীতে যুবদলের ৪৬ তম প্রতিষ্টাতা বার্ষিকী পালন ●   পানছড়িতে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত ●   ঘোড়াঘাটে উপজেলা ও পৌর বিএনপির কর্মী সম্মেলন ●   বিজিবির অভিযানে অস্ত্র মাদকসহ চার জন আটক ●   তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে বিএনপির বিক্ষোভ ●   সামাজিক সংগঠন ‘ইগনাইট মিরসরাই’র আত্মপ্রকাশ ●   আত্রাইয়ে জাতীয় যুব দিবস পালন ●   অস্থিতিশীলতা সৃষ্টির সকল উসকানির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে ●   রাউজানে আগুনে ৫ দোকান ভস্মিভূত ●   ঘোড়াঘাটে দৈনিক সকালের বাণীর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   রাঙামাটিতে জাতীয় যুব দিবস পালিত ●   ছেলেকে ফিরে পেতে এক মায়ের আকুতি ●   কাউখালীতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য অপহরণ ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত ●   মিরসরাইয়ের বিএনপি নেতা হত্যার মামলায় ছাত্রলীগ নেতা ফিরোজ গ্রেফতার ●   আত্রাইয়ে নবাগত ইউএনও‘র যোগদান ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ’র সড়ক অবরোধ পালিত ●   মিরসরাইয়ের ধুমে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু ●   কুষ্টিয়াতে আাধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা ●   ঈশ্বরগঞ্জে জিয়ারুল হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার-২ ●   নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ ●   সবার জন্য ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেল নিশ্চিত করতে হবে
রাঙামাটি, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৪ জুন ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » অনলাইন শ্রেণি কার্যক্রমে ফেসবুক লাইভের ব্যবহার
প্রথম পাতা » চট্টগ্রাম » অনলাইন শ্রেণি কার্যক্রমে ফেসবুক লাইভের ব্যবহার
রবিবার ● ১৪ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অনলাইন শ্রেণি কার্যক্রমে ফেসবুক লাইভের ব্যবহার

---মো.আতিক উল্লাহ চৌধুরী :: করোনা ভাইরাসের সংক্রমন রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ১৭ মার্চ হতে ১৫ জুন পর্যন্ত কয়েক ধাপে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করা হয়। দিন দিন পরিস্থিতির অবনতি হওয়ায় এই ছুটি আরো বাড়বে এটা অনেকটা নিশ্চিত বলা যায়। এত লম্বা বন্ধকালীন সময়ে শিক্ষার্থীদের শ্রেণিকার্যক্রম অব্যাহত রাখতে সরকার (শিক্ষা মন্ত্রণালয়) দূরশিক্ষণ কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন। নির্দেশনার পরিপ্রেক্ষিতে মাউশি অধিদপ্তরের মহাপরিচালক শিক্ষকদের তথ্য প্রযুক্তি ব্যবহার করে শ্রেণি কার্যক্রম পরিচালনার অনুরোধ করলে শিক্ষকগণ তাদের সাধ্যমত বিভিন্ন মাধ্যমে অনলাইন ক্লাস চালিয়ে যাচ্ছেন। কেউ কেউ গুগল ক্লাসরুমে (Google Classroom) পাঠদান করছেন; কেউ আবার জুম সফটওয়্যার, গুগল মিট (Google meet), মাইক্রোসফট টিমস (Microsoft Teams) ব্যবহার করে ক্লাস নিচ্ছেন, কেউবা অন্যান্য ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার ব্যবহার করে ক্লাস নিচ্ছেন, আবার কেউ কেউ অফলাইনে ক্লাস রেকর্ডিং করে তা ইউটিউবে আপলোড দিচ্ছেন বা ইউটিউব লাইভ করছেন; তবে বলতে গেলে বেশির ভাগ শিক্ষক ফেসবুক লাইভে এসে ক্লাস নিচ্ছেন। কিন্তু কথা হচ্ছে এই অনলাইন ক্লাসগুলো শিক্ষার্থীদের কতটুকু উপকারে আসছে ? শিক্ষকরা যাদের জন্য অনলাইনে ক্লাস নিচ্ছেন তারা ঐসব ক্লাসগুলো দেখছেন কিনা বা দেখতে পাচ্ছেন কিনা ? শ্রেণি কার্যক্রম অধিক ফলপ্রসূ করার জন্য তথ্য প্রযুক্তির উপযুক্ত মাধ্যম কোনগুলো তা নিয়ে সংক্ষেপে আলোকপাত করার চেষ্টা করছি।

গুগল ক্লাসরুম(Google Classroom): শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বেশ কিছু কাজের অ্যাপ ‘গুগল ক্লাসরুম। এটি মূলত একটি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, গুগল ক্লাসরুমকে অনলাইনে শিক্ষার দারুন এক মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। শিক্ষক, ক্লাসের সদস্যদের সাথে নিরাপদ পরিবেশে পাঠদান ও যোগাযোগের ভার্চুয়াল শ্রেণিকক্ষই হলো গুগল ক্লাসরুম।

এটিকে দূর থেকে শিক্ষা(রিমোট লার্নিং) গ্রহণের সবথেকে কার্যকরী অনলাইন প্ল্যাটফর্ম বলা হয় । নির্ধারিত ক্লাস কোড ব্যবহার করে শিক্ষার্থীরা ক্লাসে যোগদান করতে পারে। এখানে শিক্ষার্থীরা তাদের অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করতে ও জমা দিতে পারে; লেসনে অংশ নেয়া; তাদের শিক্ষকদের সাথে যোগাযোগ ও মুহূর্তেই শিক্ষকদের প্রতিক্রিয়া; অনলাইন ফোল্ডারে তাদের ক্লাসওয়ার্ক সংরক্ষণ করতে পারে।

অন্যদিকে কারা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে এবং কী কী কাজ জমা পড়েছে তা শিক্ষক সহজেই মনিটর করতে পারে । আবার শিক্ষার্থীরাও নিজেদের মধ্যে যোগাযোগ গড়ে তুলতে এখানে গ্রুপ তৈরি করে নিতে পারে। কাগজের ব্যবহার উঠিয়ে শিক্ষা ব্যবস্থাকে পুরো ডিজিটাল পদ্ধতিতে নিয়ে আসার লক্ষে গুগল ক্লাস রুমের যাত্রা।

এই ক্লাসরুমের সবচেয়ে বড় সুবিধা হলো একটি কোর্সে অনেক শিক্ষার্থী এবং অসংখ্য ক্লাসের পাশাপাশি ২০ জন শিক্ষক তাঁদের ক্লাস যুক্ত করতে পারে। অ্যাসাইনমেন্টের জন্য গুগল ফরম, গুগল ডক, গুগল ড্রাইভ, ইউটিউব ভিডিও যুক্ত করারও সুযোগ রয়েছে। ক্লাসরুমে আপলোডকৃত ভিডিওগুলো পরবর্তী যেকোনো সময় পুনরায় দেখা যাবে।

কোনো এ্যাপস ডাউনলোড না করেও শুধুমাত্র জি মেইল আইডি ব্যবহার করে যেকোনো ডিভাইস থেকে গুগল ক্লাসে যোগদান করতে পারবে। গুগলের ভাষ্য মতে শিক্ষাসহায়ক এই অ্যাপটি বিজ্ঞাপনমুক্ত এবং এখানকার কোনো তথ্য বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়না।

জুম (Zoom): সহজ ব্যবহার এবং সমৃদ্ধ ফিচারের কারণে ভিডিও কলিং সেবায় ঝড় তোলা অ্যাপের নাম জুম। বর্তমানে ওয়েব মিটিং, অনলাইন ক্লাস বা পড়াশোনায় জুম ক্লাউড মিটিং এ্যাপসটি জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। মিটিং চলাকালীন হ্যান্ড রাইটিং করা, মিটিং রেকর্ড করা, সদস্যদের সাথে স্ক্রিন শেয়ার করা, একসিস নিয়ে অন্য কম্পিউটারে কাজ করা, ব্যবহারকারী যেখানেই থাকুক না কেনো পছন্দের ব্যাকগ্রাউন্ডে ভিডিও চ্যাট করতে পারাসহ নানাবিধ সুবিধার কারণে জুম সবার কাছে এখন অনেক জনপ্রিয়। তবে এটিতে একসাথে ১০০ জন ভিডিও কনফারেন্স-এ যোগ দিতে পারে এবং বিনা মূল্যে প্রতিটি কনফারেন্সের সময় ৪০মিনিট।

গুগল মিট(Google Meet): লকডাউন পরিস্থিতিতে যড়সব সম্পন্ন করতে বা ভিডিও কনফারেন্সিং এর জন্য গুগল নিয়ে এলো এই অ্যাপটি খুব সহজেই মোবাইলে ডাউনলোড করা যায় এবং যাদের জিমেইল আইডি রয়েছে তাঁরা সবাই গুগল মিটের জন্য সাইন আপ করতে পারবে। এটি দিয়ে শতাধিক লোক একসাথে অনির্ধারিত সময় পর্যন্ত মিটিং এবং স্ক্রিন শেয়ারিং করতে পারে। এটি মূলত গুগল হ্যাংআউটের উন্নত সংস্করণ।

মাইক্রোসফট টিমস(Microsoft Teams): দুই বছরেরও কম সময়ে বাজারে এসে জনপ্রিয়তা অর্জন করেছে মাইক্রোসফট টিমস। মাইক্রোসফট টিমসের সফলতার পিছনে অন্যতম কারণ হলো এটি অফিস ৩৬৫ এর সাবস্ক্রিপশনের সাথে বান্ডেল আকারেই দেয়া হয়েছে। লকডাউনে থাকা গৃহবন্দী মানুষকে ভার্চুয়ালি সংযুক্ত করার নানা রকম অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে মাইক্রোসফট টিমস অন্যতম। যার মধ্যে রয়েছে অনলাইন মিটিং, চ্যাটিং, ফাইল শেয়ারিং, অনলাইন স্টোরেজসহ নানান সুবিধা। বিশেষ করে শিক্ষক ও শিক্ষার্থীরা ঘরে বসেই অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনা করতে পারবে। মাইক্রোসফট টিমস এর পূর্ববর্তী নাম ছিল মাইক্রোসফট ক্লাসরুম বা অফিস ৩৬৫ ফর এডুকেশন। টিম হচ্ছে একটি দল। যেই দলের একজন লিডার বা অ্যাডমিন থাকে। সেই অ্যাডমিন তার দলের সাথে যোগাযোগ করার জন্য একটি আমন্ত্রণ পত্র পাঠায়, সদস্যরা এই আমন্ত্রণ পত্র গ্রহণের মাধ্যমে আলোচনায় অংশ গ্রহণ করতে পারেন। এভাবেই একজন শিক্ষক টিমের মাধ্যমে শিক্ষার্থীদের সাথে ক্লাস পরিচালনা করতে পারে।মাইক্রোসফট টিমস ব্যবহার করে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ ৬৫০ জন শিক্ষকের তত্ত্বাবধানে ১১ হাজার শিক্ষার্থীর জন্য একটি পূর্ণাঙ্গ এডুকেশন প্ল্যাটফর্ম তৈরি করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।

ইউটিউব লাইভ (YouTube live): লাইভ স্ট্রিমিং হলো কোনো ভিডিও সরাসরি দেখার পদ্ধতি। এ সময়ে ভিডিও মানেই যেন ইউটিউব। ইউটিউব সারা বিশ্বে খুবই জনপ্রিয় একটি ওয়েব সাইট। এমন কাউকে খুঁজে পাওয়া সত্যিই কঠিন, যিনি ইন্টারনেট ব্যবহার করেন অথচ ইউটিউব ব্যবহার করেন না। শিক্ষা, বিনোদন, খেলা, সংবাদ, প্রযুক্তি, সাজসজ্জা, রান্না ও ভ্রমণ থেকে শুরু করে প্রায় সব ধরনের ভিডিও রয়েছে ইউটিউবে। ইউটিউব যেমনি শিক্ষা-বিনোদনের এক অনন্য মাধ্যমে পরিণত হয়েছে, তেমনি বর্তমান সময়ে অর্থ উপার্জনেরও একটি জনপ্রিয় মাধ্যম। শিক্ষকরা মানসম্মত ক্লাস বানিয়ে ইউটিউবে আপলোড দিলে শিক্ষার্থীরা তা সহজেই দেখতে পারে।

ফেসবুক লাইভ (Facebook live): কোনও ব্যক্তি তার নিজস্ব ফেসবুক প্রোফাইল থেকে বা পেইজ থেকে সরাসরি অডিও-ভিডিও সম্প্রচার করাই হলো ফেসবুক লাইভ। ফেসবুকে লাইভ ভিডিও বর্তমানে তুমুল জনপ্রিয় একটি মাধ্যম। বিনোদন, মতামত প্রকাশ, বেচাকেনা, সংবাদ সম্মেলন সহ বিভিন্ন অফিসিয়াল কাজে ফেসবুক লাইভ এর ব্যবহার হচ্ছে। কিন্তু এই লাইভ স্ট্রিমিং দেখার জন্য কিছু কিছু শর্ত মেনে চলতে হয় ব্যবহারকারীদের। যেমন, মোবাইলে দেখতে গেলে ফেসবুক অ্যাপের মাধ্যমে দেখা, সাইন-ইন করা ইত্যাদি। তাছাড়া লাইভ চলাকালীন ফলোয়ার বা ফ্রেন্ডরা লাইভকারীর সাথে কথা বলার সুযোগ নেই, সীমিত আকারে কমেন্ট করতে পারলেও অনেক ক্ষেত্রে লাইভকারী তৎক্ষণিক রিপ্লাই দিতে পারেনা। লাইভ চলাকালীন ছোটখাটো যান্ত্রিক ক্রুটি(প্রাইভেসি সেটিংস, সাউন্ড, ক্যামেরা, দূর্বল ইন্টারনেট সংযোগ) ইত্যাদি কারণে লাইভ প্রোগ্রামটি বৃথা যেতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষকরা যেসকল শিক্ষার্থীদের জন্য লাইভ ক্লাস নেন অনেক ক্ষেত্রেই ঐ শিক্ষার্থীদের একজনও তাঁর ফেসবুক ফ্রেন্ড বা ফলোয়ার না হওয়ায় ক্লাসটি কারো কোনো কাজে আসেনা। জনপ্রিয় এক গণমাধ্যমের জরিপ বলছে, লাইভ প্রোগ্রাম মূলত নিজেদেরকে ফেসবুক ব্যবহারকারীদের সামনে তুলে ধরার এক অনন্য প্রচেষ্টা। এটি প্রধানত ব্যক্তি বা পণ্য প্রমোশন বা ব্রান্ডিং এর কাজে বেশি ব্যবহৃত হয়। জরিপে আরো বলা হয়েছে লাইভ স্ট্রিমিং শ্রেণিকক্ষের চাহিদা মেটাতে অনেকটা ব্যর্থ এবং অনলাইন শ্রেণি কার্যক্রমে এটি ব্যবহার না করার পক্ষে অনেক বিশেষজ্ঞ মত দিয়েছেন।

সিসকো ওয়েবেক্স (Cisco WebEx): সিসকো সিস্টেমস ইনকর্পোরেশনের ভিডিও কনফারেন্সিং অ্যাপ ওয়েবেক্স ভার্চুয়াল ক্লাসরুম এবং ব্যবসায় বৈঠকসহ প্রায় সব ধরণের ভিডিও কনফারেন্সিং আয়োজনে ব্যবহার হচ্ছে। এই অ্যাপ ব্যবহারে কোন সময়সীমা নেই এবং একসঙ্গে একটি কনফারেন্সে ১০০ জন যোগ দিতে পারে। মাইক্রোসফট আউটলুক অ্যাকাউন্ট হোল্ডাররা সহজেই ওয়েবেক্স মিটিং এ সাইন আপ করতে পারে।

উল্লেখিত অ্যাপস গুলো ছাড়াও ভিডিও কনফারেন্সিং তথা দূর থেকে শিক্ষা (রিমোট লার্নিং) এর কাজে দেশ-বিদেশে বর্তমানে আরো অনেক অ্যাপ ব্যবহৃত হয়। যেগুলোর অতিসংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হলো।

গুগল হ্যাংআউটস: গুগল এবং জি স্যুট ব্যবহারকারীদের জন্য গুগল হ্যাংআউটস একটি সেরা অ্যাপ। তাই গুগল অ্যাকাউন্টস হোল্ডাররা গুগল হ্যাংআউটস ব্যবহার করে সহজেই ভিডিও কনফারেন্স করা সম্ভব। যদিও একসঙ্গে ১০ জনের বেশি কনফারেন্সে যোগ দিতে পারেনা।

হোয়াটসঅ্যাপ: হোয়াটসঅ্যাপ ব্যবহার করে একসঙ্গে সর্বোচ্চ আটজন গ্রুপ ভিডিও কল করতে পারেন। মোবাইল ডিভাইসে বন্ধুদের কল করার জন্য এই অ্যাপটি সেরা।

স্কাইপ মিট নাউ: জুমের বিকল্প হিসাবে সম্প্রতি মাইক্রোসফট বাজারে এনেছে স্কাইপ মিট নাউ। এই ভিডিও কনফারেন্স অ্যাপে একসঙ্গে ৫০ জন কথা বলতে পারবেন। বিনামূল্যে এই পরিষেবা ব্যবহার করা যাবে। এই অ্যাপে কল রেকর্ড করা যাবে। থাকছে স্ক্রিন শেয়ারিংয়ের সুবিধা।

ডিসকর্ড: জুমের মতো জনপ্রিয়তা না পেলেও ইতিমধ্যেই ভিডিও কনফারেন্স করতে অনেকেই ডিসকর্ড ব্যবহার শুরু করেছেন। এই অ্যাপ ব্যবহার করে একসঙ্গে ৫০ জন ভিডিও কনফারেন্সে যোগ দিতে পারে। গেমারদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় এই প্ল্যাটফর্ম।

ফেসবুক মেসেঞ্জার রুমস: মেসেঞ্জার গ্রুপ ভিডিও চ্যাটে আট জনকে যুক্ত করতে পারে। ফেসবুক নিয়ে আসছে মেসেঞ্জার রুম। এতে একসঙ্গে ৫০ জন ভিডিও কলে যুক্ত হতে পারবেন। অফিসের কাজে জুম ব্যবহার হলেও মেসেঞ্জার রুমসে থাকছে বিভিন্ন সোশ্যাল ফিচার। ফেসবুক অ্যাকাউন্ট ছাড়াই মেসেঞ্জার রুমস ব্যবহার করা যাবে। অ্যাপ ডাউনলোড না করেই আমন্ত্রণের সঙ্গে পাঠানো লিঙ্কে ক্লিক করে যে কোন ব্যক্তি এই ভিডিও কনফারেন্স পরিষেবা ব্যবহার করতে পারবেন। এছাড়াও রয়েছে- (গুগল ডুয়ো), GoToMeeting (গোটুমিটিং),join.me (জয়েনডটমি),Slack (স্লেক),Appear.in (এ্যাপেয়ারডটইন),BigBlueButton (বিগব্লুবাটন),Telepresence (টেলিপ্রেজেন্স,RingCentral (রিংসেন্ট্রাল),Intermedia AnyMeeting (ইন্টারমিডিয়া এ্যানিমিটিং), ClickMeeting (ক্লিকমিটিং),BlueJeans (ব্লুজিনস),FaceTime (ফেসটাইম: অ্যাপল ডিভাইসে বন্ধুদের কল করার জন্য সেরা), Skype (স্কাইপে: গ্রুপ চ্যাটের জন্য সেরা), Marco Polo (মার্কো পলো: ভিডিও বার্তা প্রেরণের জন্য সেরা), Facebook Messenger (ফেসবুক মেসেঞ্জার: ফেসবুক আসক্তদের জন্য সেরা), Houseparty (হাউসপার্টি: একসাথে গেম খেলার জন্য সেরা), Jitsi (জিটসি: সেরা ওপেন সোর্স বিকল্প), Amazon Chime (আমাজন চাইম: ব্যবহারকারীদের জন্য) ইত্যাদি।
পরিশেষে, উল্লেখিত ভিডিও কনফারেন্সিং এর কাজে ব্যবহৃত অ্যাপসগুলোর সক্ষমতা, নিরাপত্তা, কাজের ধরণ বা প্রকৃতি, ব্যবহারকারীর সংখ্যা, সহজলভ্যতা ও খরচ ইত্যাদির তুলনামূলক বিশ্লেষণ করলে স্পষ্ট প্রতীয়মান হয় যে, অনলাইন শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য যেহেতু পাঠদান উপযোগি ও শিক্ষাবান্ধব একাধিক সফটওয়্যার রয়েছে সেহেতু কেনো আমরা ফেসবুক লাইভকে অগ্রাধিকার দিবো? সারাবিশ্বে করোনা মহামারি চলাকালীন শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে দূর শিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য গুগল ক্লাসরুম, জুম, গুগল মিট, ইউটিউব এবং মাইক্রোসফট টিমস ব্যবহার করে ভার্চুয়াল ক্লাস চালু করেছেন দেশ-বিদেশের অসংখ্যা নামিদামি শিক্ষা প্রতিষ্ঠান ও তাদের শিক্ষকরা।

তথ্য সূত্র : ইন্টারনেট(গুগল ও ইউটিউব), বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক জার্নাল, সংবাদপত্র ইত্যাদি।

লেখক : প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ ও কো-অর্ডিনেটর, অনার্স কোর্স।
রাউজান সরকারি কলেজ, চট্টগ্রাম। আইটি এক্সপার্টি এবং ডিগ্রি ও অনার্স পর্যায়ের বহু গ্রন্থের সহ-প্রণেতা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)