রবিবার ● ১৪ জুন ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে ২৭টি পয়েন্টে সোলার স্ট্রিট লাইট দিলেন এমপি মোকাব্বির খান
বিশ্বনাথে ২৭টি পয়েন্টে সোলার স্ট্রিট লাইট দিলেন এমপি মোকাব্বির খান
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার ২৭টি গুরুত্বপূর্ণ স্থানে ২৭টি সোলার স্ট্রিট লাইট প্রদান করেছেন স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্পকিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান। ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো সংস্কার রক্ষণাবেক্ষণ কর্মসূচির (টিআর ও কাবিটা) ২০১৯-২০ অর্থ বছরের আওতায় ওই স্ট্রিট লাইটগুলো বরাদ্ধ প্রদান করেন তিনি।
রোববার সকালে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চান্দশিরকাপন জামে মসজিদের প্রবেশ মুখে ১টি সোলার স্ট্রিট লাইট স্থাপনের মাধ্যমে ওই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় মোনাজাত করেন উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চান্দশিরকাপন জামে মসজিদের ইমাম মৌলানা হাফিজ আবদুর রশিদ। এরপর পর্যায়ক্রমে উপজেলার ৮টি ইউনিয়নের মোট ২৭টি গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রায় ১৫ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে ২৭টি সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়।
সোলার স্ট্রিট লাইট স্থাপন কার্যক্রমের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা গণফোরামের আহবায়ক নিজাম উদ্দিন, স্থানীয় এমপির এপিএস সাংবাদিক অসিত রঞ্জন দেব, পশ্চিম চান্দশিরকাপন জামে মসজিদের মোতাওয়াল্লী সায়েক আহমদ, মুরব্বি তফজ্জুল মিয়া, জিলা মিয়া, ছাদেক মিয়া ও ফটো সাংবাদিক শফিকুল ইসলাম শফিক প্রমুখ।