সোমবার ● ১৫ জুন ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন রাউজানের যুবরা
মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন রাউজানের যুবরা
রাউজান (উত্তর) প্রতিনিধি :: একজন মানুষ মারা গেলে, মৃত ব্যক্তির জীবিত প্রতিবেশি, আত্মীয় স্বজন বা জ্ঞাতিরা তাঁর লাশ দাফন বা সৎকার করবেন এটা অতি-স্বাভাবিক ঘটনা। যুগ যুগ ধরে এই ভাবেই চলে আসছে আমাদের সমাজে। অথচ এই অতি-স্বাভাবিক ঘটনা এখন অস্বাভাবিক হয়ে গেছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে করোনা ভাইরাসের কারণে কেউ মারা গেলে মৃত ব্যক্তির শরীরে ৩ ঘন্টা পর ভাইরাসের কার্যকারিতা থাকে না। তারপরও আমাদের করোনা ভাইরাসের নিয়ে যে ভীতি, সেই ভীতি থেকে আমরা মৃত দেহ সৎকার বা দাফন থেকে দূরে সরে যাচ্ছি, অস্বীকার করছি সামাজিক দায়বদ্ধতা। এর মাঝে কিছু ব্যক্তি যখন প্রতিবেশী বা সম্পর্কের কেউ না হয়েও শুধু মানবতার খাতিরে লাশ দাফন বা সৎকার করে তখন কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করি সেইসব মানবতাবাদীদের।
কিছুদিন আগে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ‘দক্ষিণ জয়নগর যুব সমাজ’ সংঘটনের কর্মকর্তা রোমান বড়ুয়ার সাথে ফোনে কথা বলি, তখন উনি জানান শুধু রাউজান নয় যে কোন জায়গায় এবং যে কোন ধর্মের মৃত দেহ দাফন বা সৎকার করতে প্রস্তুত ওদের স্বেচ্ছাসেবী টিম। ওদের স্বেচ্ছাসেবী টিমে আছে ৩০ জনের অধিক সদস্য। যা এর আগে সিএইচটি মিডিয়া ২৪ ডট কম পোর্টালে প্রকাশিত হয়। সেই কথাকে কাজে পরিণত করে দেখালেন করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া লোহাগাড়ার আমিরাবাদ আদুনগর ছেদির পুনি গ্রামের সন্তান জাপান বড়ুয়া শেষকৃত্যনুষ্টান সম্পন্ন করে। বৌদ্ধ স্বেচ্ছাসেবী টিম রাউজানের দক্ষিণ জয়নগর থেকে ছুটে গেলেন লোহাগাড়ার ছেদিরপুনি গ্রামে।
লোহাগাড়া উপজেলার আমিরাবাদ আদুনগর ছেদিরপুনি গ্রামের সন্তান, লামা উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও লামা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাপান বড়ুয়া গতকাল রবিবার (জুন ১৪ জুন) দিবাগত রাত ১১টায় চিকিৎসার জন্য লামা হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ সোমবার সকালে রাউজানের দক্ষিণ জয়নগরের করোনা আক্রান্ত মৃতদেহ সৎকারকারী বৌদ্ধ স্বেচ্ছাসেবী টিমকে খবর দিলে ওনারা ছুটে যান লোহাগাড়া এবং দাহ সৎকার সম্পন্ন করেন।