মঙ্গলবার ● ৯ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » জাতীয় » বিশ্বনাথে শিক্ষা সপ্তাহ উপলক্ষে র্যালী
বিশ্বনাথে শিক্ষা সপ্তাহ উপলক্ষে র্যালী
বিশ্বনাথ প্রতিনিধি :: ( ৯ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১০.৪৯ মিঃ) সিলেটের বিশ্বনাথে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে ৯ ফেব্রুয়ারী র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ র্যালীটি উপজেলা পরিষদ মিলনায়তনে সমান থেকে শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়৷ এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসাদুল হক৷ এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘মানসম্মত শিক্ষা জাতির প্রতিজ্ঞা’৷
উপজেলা শিক্ষা কর্মকর্তা চিন্তাহরণ দাশ’র সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় (সঃপ্রাঃবিঃ)’র প্রধান শিক্ষক কবির উদ্দিন, আল-এমদাদ সঃপ্রাঃবিঃ’র প্রধান শিক্ষক গৌছ আলী, আকিলপুর সঃপ্রাঃবিঃ’র প্রধান শিক্ষক হিমাংশু রায়, টেংরা সঃপ্রাঃবিঃ’র প্রধান শিক্ষক আবদুল কাইয়ুম, তালিবপুর সঃপ্রাঃবিঃ’র প্রধান শিক্ষক মাসুক আহমদ, কান্দিগ্রাম এমএইচ সঃপ্রাঃবিঃ’র প্রধান শিক্ষক মায়ারুন নেছা, চন্দগ্রাম সঃপ্রাঃবিঃ’র সহকারী শিক্ষিকা শক্তি রাণী দাশ৷
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসাদুল হক বলেন, জাতি গঠনে প্রাথমিক শিক্ষার বিকল্প নেই৷ শিক্ষার্থীদেরকে শিক্ষায় মনোযোগী করতে ও মানসম্পন্ন শিক্ষায় তাঁদেরকে শিক্ষিত করে গড়ে তুলতে বিদ্যালয়গুলোর শিক্ষকদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে৷ অভিভাবকদেরকেও আরো সচেতন হতে হবে৷ পড়ার জন্য শিক্ষা নয়, সু-শিক্ষার জন্য শিক্ষা প্রদান করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে৷