বুধবার ● ১৭ জুন ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ঘুমধুম সীমান্তে ৩ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি
ঘুমধুম সীমান্তে ৩ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি
বান্দরবান প্রতিনিধি:: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের শাল বগান থেকে একলক্ষ ২০হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি । উদ্ধার কৃত ইয়াবার মুল্য ৩ কোটি ৬০লাখ টাকা বলে বিজিবি জানান বিজিবি।
গতকাল মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা ৬ঘটিকর সময় বিজিবির এক অভিযানে এই ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। এ সময় পাচারকারীরা পালিয়ে যায়।
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম রেজু আমতলী ৩৪ বিজিবির আওতাধীন শালবাগান এলাকায় টহলদলের উপস্থিতি টেরপেয়ে কাপড় মোড়ানো তিনটি পুটলা ফেলে পাচারকারীরা দৌড়ে পালিয়ে যায়।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
বৃষ্টি উপেক্ষা করে কর্মহীনদের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী
বান্দরবান :: বান্দরবানে বৃষ্টিতে ভিজে পাহাড়ী দূর্গম এলাকার করোনা মহামারিতে কর্মহীন হত-দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী দিলেন সেনাবাহিনী।
আজ বুধবার ১৭জুন সকাল থেকে দুপুর পর্যন্ত জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া মেজর জেনারেল এস এম মতিউর রহমান, ওএসপি, এএফডব্লিউসি, পিএসসি এর নির্দেশনায় বান্দরবানে এ সহায়তা প্রদান করে বান্দরবান সেনা জোনের ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ অফিকুল ইসলাম এর নেতৃত্বে একদল সেনা সদস্য।
এসময় সেনা রিজিয়নের তত্বাবধানে সদর উপজেলার হাফেজ ঘোনা এবং বনরুপা পাড়ায় অসহায়, দুঃস্থ ও কর্মহীন পরিবারের মাঝে বৃষ্টিকে উপেক্ষা করে এসকল খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
সেনা কর্মকর্তা বলেন, বর্তমান করোনা পরিস্থিতি আমরা কর্মহীন দরিদ্র পরিবারকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে সামাজিক দূরত্ব নিশ্চিত করে এ সহযোগিতা করে যাচ্ছি । এসময় সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি ফেস মাস্ক পরিধান করতেও জনসাধারণকে প্রেষণা প্রদান করেন তিনি।