![মিরসরাইয়ের ভারতীয় ২৪ গরু আটক](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/254-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
বৃহস্পতিবার ● ১৮ জুন ২০২০
প্রথম পাতা » পটুয়াখালী » জাতীয় যুব সংসদে পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ভুমিকায় থাকবেন হাসান আলী
জাতীয় যুব সংসদে পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ভুমিকায় থাকবেন হাসান আলী
পটুয়াখালী প্রতিনিধি :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক পিএস-১, সাবেক সচিব, বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খানের (এন.আই.খান) সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ইয়ুথ এনভয়, সার্ক ইয়ুথ এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট, কমনওয়েলথের কো অর্ডিনেটর , শেখ হাসিনা যুব ও ক্রীড়া ইন্সটিটিউটের নির্বাহী অমিয় প্রাপন অর্ক চক্রবর্তীর সম্পাদনায় পরিচালিত সংগঠন ধ্রুবতারা ইয়ুথ ডেভোলপমেন্ট ফাউন্ডেশন আয়োজিত জাতীয় যুব সংসদে পটুয়াখালী -২ আসনের সংসদ সদস্যের ভূমিকায় থাকবেন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মির্জাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. হাসান আলী।
উক্ত জাতীয় যুব সংসদ পার্লামেন্টের বিভিন্ন সেশনে অংশ নেবেন বাংলাদেশ সরকারের একাধিক মন্ত্রী, প্রধানমন্ত্রীর সহকারী, সচিব ও দেশের শীর্ষ নীতিনির্ধারকরা।
এ বিষয়ে যুব সংসদ সদস্য মো. হাসান আলী বলেন, করোনা ভাইরাসের প্রভাবে এবার জাতীয় যুব সংসদের বাজেট আলোচনা ভার্চুয়াল পার্লামেন্টের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ১৯ জুন বসছে বাজেট আলোচনা। আমি পটুয়াখালী -২ আসনের সংসদ সদস্য হিসেবে বাজেট আলোচনায় অংশ গ্রহণ করব এবং উপকূলীয় অঞ্চল বাউফল এর মানুষের সম্ভাবনা, সমস্যা ও সমাধান নিয়ে কথা বলব।