মঙ্গলবার ● ৯ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » মাদক মুক্ত সমাজ ও জঙ্গীমুক্ত রাষ্ট্র বিনির্মাণে সকলকে একযোগে কাজ করতে হবে
মাদক মুক্ত সমাজ ও জঙ্গীমুক্ত রাষ্ট্র বিনির্মাণে সকলকে একযোগে কাজ করতে হবে
চট্টগ্রাম প্রতিনিধি :: (৯ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ১১.১০মিঃ) জাতীয় মানবাধিকার ইউনিটি চট্টগ্রাম মহানগর কমিটির মাদক, ইভটিজিং, জঙ্গী সন্ত্রাস ও অপহরণের বিরুদ্ধে জনসচেতনতামূলক মাসব্যাপী কর্মসূচী অংশ হিসেবে “মাদকমুক্ত সমাজ ও জঙ্গীমুক্ত রাষ্ট্র চাই” শীর্ষক আলোচনা সভা ০৯ ফেব্রুয়ারি বিকাল ৫টায় নগরীর চেরাগী পাহাড়স্থ অস্থায়ী কার্যালয়ে জাতীয় মানবাধিকার ইউনিটি চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মো. কামাল হোসেনের সভাপতিত্বে এবং ক্রীড়া সম্পাদক ইঞ্জিনিয়ার মো. নাছির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়৷ সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব ডা. শিবু নারায়ন সরকার৷ বিশেষ অতিথি ছিলেন নাগরিক অধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন যাদব চন্দ্র শীল, কবি আরিফ চৌধুরী, সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা ছাবের আহমদ চৌধুরী৷ সভায় প্রধান অতিথি বলেন মাদকমুক্ত সমাজ ও জঙ্গীমুক্ত রাষ্ট্র বিনির্মাণে সরকার ও প্রশাসনের পাশাপাশি সকল নাগরিককে আন্তরিকতার সাথে একযোগে কাজ করতে হবে৷ দেশে এখন সংস্কৃতির নামে অপসংস্কৃতির চর্চা হচ্ছে৷ যুব সমাজ ও সাংস্কৃতিক অঙ্গণকে মাদকমুক্ত করতে পারলে অপরাধ কর্মকান্ডও অনেক কমে আসবে৷ এ ব্যাপারে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দিরে জনসচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করলে খুব দ্রুত সুফল পাওয়া যাবে৷ সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক আবু হুমায়ুন টিটু, মো. সেলিম উদ্দিন, সমীর পাল, ইফতেখারুল করিম চৌধুরী, লিও আনোয়ার হোসেন, ইঞ্জি. গিয়াস উদ্দিন প্রমুখ৷