শুক্রবার ● ১৯ জুন ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যাগে নিরাপত্তা সভা
রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যাগে নিরাপত্তা সভা
রাজস্থলী প্রতিনিধি :: রাঙামাটি কাপ্তাই জোনের আওতায়ধীন রাঙামাটি জেলার রাজস্থলী সাব জোনের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিষয় নিয়ে রাজস্থলী সাব জোন প্রাঙ্গনে আজ ১৮ জুন বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় আলোচনা সভা অনুষ্টিত হয়।
কাপ্তাই জোন অধিনায়ক লেঃ কর্নেল তৌহিদুজ্জামান, বিএসপি, পিএস সি’র নির্দেশনায় এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই জোনের উপ অধিনায়ক মেজর মনজুর ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন রাজস্থলী সাব জোন কমান্ডার ক্যাপ্টেন নাজমুস সাকিব, উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক, রাজস্থলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মফজল আহামদ খান, বাজার চৌধুরী প্রজ্ঞাজোতি চাকমা ও বাজার মসজিদের ইমাম মৌলনা নুরুল হক প্রমুখ।
আলোচনা সভায় রাজস্থলী সাব জোন কমান্ডার ক্যাপ্টেন নাজমুস সাকিব বলেন, স্থানীয় সরকার প্রশাসনের সহযোগীতায় যে কোন দুর্যোগ সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে ডেয়ারিং টাইগার্স বদ্ধ পরিকর।
এ ধারা ভবিষৎ তে অব্যাহত থাকবে। তিনি আরো বলেন,বর্তমান দেশের নভেল কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমন হওয়াতে এই রাজস্থলীতে প্রতিনিয়ত সেনাবাহিনী সহ উপজেলা প্রশাসনের সম্বনয়ে পেট্রোল ও সাধারন জনসাধারনকে সচেতনতা ও সামাজিক দুরত্ব বজায় সহ সকল পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যাগে সর্ব মহলে অত্যান্ত প্রসংশসনীয় হয়েছে।
রাজস্থলী বাজারের নিরাপত্তা বিষয় প্রাকৃতিক দুর্যোগ রক্ষার্থে ফায়ার ষ্টেষন স্থাপনসহ বাজারের নিরাপত্তার জন্য প্রহরী নিয়োগ ও বাজার পরিস্কার পরিচ্ছন্ন রাখার বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা করা হয় এবং বাজারে আইন শৃঙ্গলা বজায় রাখার জন্য বাজার পরিচালনা কমিটির সার্বিক সহযোগিতার পরামর্শ প্রদান করা হয়।