বুধবার ● ১০ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে শিক্ষককে দুই বছরের কারাদন্ডের প্রতিবাদে বিক্ষোভ শিক্ষার্থীদের সড়ক অবরোধ
গাজীপুরে শিক্ষককে দুই বছরের কারাদন্ডের প্রতিবাদে বিক্ষোভ শিক্ষার্থীদের সড়ক অবরোধ
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৯ ফেব্রুয়রী ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১১.৪০মিঃ) গাজীপুরের টঙ্গীতে নকলে সহায়তার অভিযোগে টঙ্গী নোয়াগাঁও এমএ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মোঃ ওবায়েদুর রহমান গাজী (৪০) কে ভ্রাম্যমাণ আদালত ২বত্সরের কারাদন্ড দিয়েছে৷ এ ঘটনায় ওই স্কুলের শিক্ষার্থীরা শিক্ষককে কারাদন্ড দেয়ার প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রায় আধাঘন্টা অবরোধ করে রাখে৷ খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়৷
পূলিশ আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানায়, ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় দিকে টঙ্গীর বিসিক এলাকায় শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে শিক্ষক ওবায়েদুর রহমান পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহ করার সময় গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদ হাসান তাকে হাতে নাতে নকলসহ আটক করেন৷
আটককৃত অভিযুক্ত শিক্ষককে টঙ্গী থানায় এনে গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ তারিক হাসান পাবলিক পরীক্ষা অপরাধ ১৯৮০এর ৯ এর ধারায় অভিযুক্ত শিক্ষককে দুই বছরের জেল প্রদান করেন৷ ওবায়দুর রহমানের বাবার নাম জামির হোসেন তার বাড়ি গোপাগঞ্জ জেলার সদর থানার আলুয়াকাশ গ্রামে৷
ট্রাফিক পুলিশের সার্জেন্ট মাহবুব আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, শিক্ষার্থীরা সড়ক অবরোধের চেষ্টা করলে তাদেরকে সড়িয়ে দেয়া হয়৷