শুক্রবার ● ১৯ জুন ২০২০
প্রথম পাতা » খেলা » দেশের ক্রিকেটে বাঁহাতি স্পিনের অগ্রপথিক রামচাঁদ গোয়ালা আর নেই
দেশের ক্রিকেটে বাঁহাতি স্পিনের অগ্রপথিক রামচাঁদ গোয়ালা আর নেই
ময়মনসিংহ প্রতিনিধি :: বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম লেগ স্পিনার, বাঁহাতি স্পিনের অগ্রপথিক রামচাঁদ গোয়ালা ৭৯ বছর বয়সে অসুস্থ্যতায় না ফেরার দেশে চলে গেলেন।
শুক্রবার ১৯ জুন সকাল ৭টায় ময়মনসিংহের ব্রামেনপালির নিজ বাসায় দেশের বাঁহাতি স্পিনের অগ্রপথিক রামচাঁদ গোয়ালা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে আজ দুপুরের পর ময়মনসিংহ নগরীর কেওয়াটখালি মহাস্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।
বাংলাদেশের প্রথম বাঁহাতি স্পিনার রাম চাঁদ গোয়ালা’র অনেকদিন থেকেই বার্ধক্যজনিত শারীরিক নানা জটিতলায় ভুগছিলেন। এর আগে ৯ জুন হৃদক্রিয়াজনিত সমস্যার কারণে রামচাঁদ গোয়ালাকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়। পরে সুস্থবোধ করায় হাসপাতাল ত্যাগ করেন তিনি।
আজ শুক্রবার সকালে নাস্তা খাবার জন্য তাকে ডাকা হলে সাড়া দিচ্ছিলেন না। এরপর ডাক্তার এসে তাকে মৃত ঘোষণা করেন।’
ক্রিকেটের জন্য অঙ্গীকারবদ্ধ রামচাঁদ অবিবাহিত ছিলেন। ১৯৪০ সালের ১৬ সেপ্টেম্বর জন্মগ্রহন করা এই সাবেক ক্রিকেটার ৫৩ বছর বয়স পর্যন্ত ক্রিকেট খেলেছেন।
সাবেক এই বাঁহাতি স্পিনার এবং বাঁহাতি ব্যাটসম্যান তার পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন ময়মনসিংহের পন্ডিতপাড়া ক্লাবের হয়ে। পরে ঢাকার ক্রিকেটে ২০ বছর দাপটের সঙ্গে খেলেছেন। ১৯৮১ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত টানা ১২ বছর আবাহনী ক্রীড়া চক্রের হয়ে নিয়মিত খেলেছেন রামচাঁদ গোয়ালা।
এ দেশের ক্রিকেট ইতিহাসে বাঁহাতি স্পিনের অগ্রপথিক রামচাঁদ গোয়ালা দীর্ঘদিন খেলেছেন দেশের ঘরোয়া লিগে। ১৯৬২ সালে প্রথম ভিক্টোরিয়ার হয়ে ঢাকা লিগে অভিষেক হবার পর আশি থেকে নব্বই দশকের মাঝামাঝি সময়ে টানা ১২ মৌসুম খেলেছেন আবাহনীর লিমিটেডের হয়ে।
কলকাতায়ও ম্যাচ খেলতে গিয়েছিলেন রাঁমচাদ গোয়ালা। ১৯৮৩ সালে বাংলাদেশের হয়ে পশ্চিমবঙ্গের বিপক্ষে আনঅফিসিয়াল ম্যাচও খেলেছেন তিনি।
এককথায় বাংলাদেশের ক্রিকেটের বাঁহাতি স্পিনের জোয়ার শুরু হয়েছিল তাঁর হাত ধরে। ঢাকার ক্লাব ক্রিকেটে তিনি খেলে গেছেন ৫৩ বছর বয়স পর্যন্ত। বাংলাদেশের ক্রিকেটের ঢাকার ভিক্টোরিয়া, জিএমসিসি, মোহমেডান ও আবাহনীর মতো ক্লাবে ক্রিকেটে খেলেছেন ক্রিকেটের এ কিংবদন্তি।’