শনিবার ● ২০ জুন ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে আবারো আক্রান্তের সংখ্যা ২৪, মোট আক্রান্ত ১৬৪
বান্দরবানে আবারো আক্রান্তের সংখ্যা ২৪, মোট আক্রান্ত ১৬৪
মোহাম্মদ আব্দুর রহিম, বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে অসচেতনতার কারণে প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। গতকাল শুক্রবার (১৯ জুন) রাত ১১ টার দিকে কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের পাঠানো নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে আসলে আরো ২৪ জন শনাক্ত হওয়ার বিষটি নিশ্চিত করেন বান্দরবানের সিভিল সার্জন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের পাঠানো নমুনা পরীক্ষার রিপোর্টে প্রতিদিনের মত বান্দরবান জেলায় আরো ২৪ জনের শরিরে করোনা শনাক্ত হয়েছে। এপর্যন্ত পুরো জেলায় আক্রান্তের সংখ্যা মোট ১৬৪ জন। তবে সুস্থ হয়েছেন ৩২জন। করোনা রিপোর্টের তালিকায় বেশিরভাগই বান্দরবান সদরের বাসিন্দা শুক্রবারের তালিকায় রয়েছে জেলা সদরের ২৩ জন, নাইক্ষ্যংছড়ি উপজেলার ১ জন ।
এ ব্যাপারে বান্দরবানের সিভিল সার্জন ডা: অং সুই প্রু মারমা বলেন, বান্দরবান জেলায় অসচেতনতার কারণে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। কক্সবাজার মেডিকেল কলেজের পাঠানো রিপোর্টে শুক্রবারেও ২৪ জন পজেটিভ এসেছে। এপর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা ১৬৪ জনে দাড়ালো।
নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে যুবককে পিটিয়ে হত্যা
বান্দরবান :: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়িতে এক যুবকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার (১৯জুন) সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের লামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবক ওই গ্রামের সাফাই অং মারমার ছেলে মংলহ্লা ওয়াই মারমা (২৬)।
স্থানিয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের লামারপাড়া গ্রামে প্রতিদিন ফুটবল খেলায় অংশ নিয়ে থাকে স্থানীয় যুবকরা। শুক্রবার বিকেলে খেলা চলাকালীন অবস্থায় স্থানীয় যুবক মংহ্লা ওয়াই মারমা মাতাল অবস্থায় খেলায় অংশ নিতে চাইলে একই গ্রামের যুবক চসামং মারমা তাকে খেলায় তুলতে অপারগতা প্রকাশ করে। এসময় তাদের মধ্যে তর্কাতর্কি হলেও খেলা শেষে সবাই নিজ নিজ বাড়িতে ফিরে যান। কিন্তু মংহ্লা ওয়াই বিকেলে আবারো হাতে লাঠি নিয়ে সাফাই অং মারমার বাড়িতে গিয়ে পুনরায় বিবাদে জড়িয়ে পড়েন। এসময় একে অপরের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে মংহ্লা ওয়াই মারমার হাতে থাকা লাঠি ছিনিয়ে নিয়ে সাফাই অং মারমা স্বজোরে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান মংহ্লা ওয়াই মারমা।
পরে পুলিশ খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে লামার পাড়া গ্রামের মংহ্লাছা মারমার ছেলে সাফাই অং মারমা (২৫)কে আটক করে।
এ ব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে।শনিবার সকালে লাশ ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে ও এই ঘটনায় হত্যা মামলা রুজু করা হবে বলে জানান ওসি আনোয়ার হোসেন।