শিরোনাম:
●   কাপ্তাই যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব ঋন বিতরণ ●   ধর্ষকদের মৃত্যুদন্ডের দাবীতে ফটিকছড়িতে ছাত্রসেনার মানববন্ধন ●   অসহায় পাহাড়ী পরিবারকে বাড়ি নির্মান করে দিল কাপ্তাই সেনা জোন ●   আত্রাইয়ে স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা ●   ঝালকাঠিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং ●   কাপ্তাই সড়কে টোকেন বাণিজ্য বন্ধ ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ ●   সিগারেট করকাঠামোয় সংস্কার করতে হবে ●   পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের “পরিচালনা বোর্ড” এর সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে ধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ●   পার্বতীপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি সংবাদ সম্মেলন ●   পিসিজেএসএস নেতা কে এস মং পুত্র অং অং মং এর নেতৃত্বে রাজধানীতে পুলিশের উপর হামলা ●   ভিমরুলের কামড়ে প্রান গেলো সাবেক সেনা সদস্যের ●   ছাত্র-জনতার ওপর গুলি চালানো সেই ওসি পদোন্নতি পেয়ে বেপরোয়া ●   ফটিকছড়িতে মেশিনে তৈরি মুড়িতে বাজার সয়লাব ●   চুয়েট শিক্ষক সমিতির ইফতার ●   ঝালকাঠিতে হত্যা ঘটনার রহস্য উদঘাটন : পুলিশ সুপারের প্রেস ব্রিফিং ●   রাউজানে হামলার শিকার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ●   হাটহাজারীতে অগ্নিকান্ডে দোকান ও বসতঘর পুড়ে ছাই ●   রাঙামাটিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের দায়ে জাগুলুক্কে চাকমাকে পুলিশে দিল গ্রামবাসি ●   হত্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে পুলিশের টাকা আদায় ●   রাঙামাটি জেলা পরিষদকে শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজনদের সাথে সংলাপের প্রস্তাব ●   নারী নির্যাতনের প্রতিবাদে রাবিপ্রবিতে ছাত্রদলের মানববন্ধন ●   রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ ৭২ জনের নামে মামলা ●   ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে রাঙামাটিতে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ ●   দেশব্যাপী ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে মানববন্ধন রাঙামাটি কলেজ ছাত্রদল ●   জিয়া হায়দার বিএনপি চেয়ারপার্সনের উপদেস্টা হলেন ●   আত্রাইয়ে আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন ●   ফিলিপাইনের রাষ্ট্রীয় খেতাবে ভূষিত অলিউর রহমান ●   ঝালকাঠি স্বর্ণ মার্কেটে বোমা বিস্ফোরন ●   কাউখালীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা
রাঙামাটি, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২০ জুন ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » সরকারী খাস জমি দখলদারদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে যাচ্ছে প্রশাসন
প্রথম পাতা » খুলনা বিভাগ » সরকারী খাস জমি দখলদারদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে যাচ্ছে প্রশাসন
শনিবার ● ২০ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকারী খাস জমি দখলদারদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে যাচ্ছে প্রশাসন

---শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের মোংলা উপজেলায় নারকেলতলা আবাসন সংলগ্ন ক্ষমতাসিন দলের নাম ভাঙ্গিয়ে কয়েক ভুমি দস্যুর বিরুদ্ধে খাসজমি দখল করে মাছের ঘের ও ঘর বাড়ী নির্মান করার অভিযোগ পাওয়া গেছে।সরকারী খাস জমি দখলদারদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে যাচ্ছে উপজেলা প্রশাসন।
সরকারী খাস জমি অসহায় ও ভুমিহীনদের বন্দোবস্ত দেয়ার নিয়োম থাকলেও উপকুলীয় এলাকায় জমিগুলো দখল করে আছে বিত্তবান ও ক্ষমতাসিন প্রভাবশালীরা। উপজেলা ভুমি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রভাবশালী সংঘবদ্ধ একটি চক্র বছরের পর বছর সরকারি ওই সম্পত্তি জবর দখল করে রেখেছে। প্রভাবশালী এ ভুমি দস্যুদের দাপটে এলাকার কেউ প্রতিবাদ করতে সাহস পান না। তারা জাল দলিল ও ভুয়া কাড়জপত্র তৈরী করে প্রায় দেড়শ থেকে দুইশ বিঘা সরকারী খাস জমি দখল করে মাছের চাষ করছে। যার ফলে সরকার হারাচ্ছে রাজস্ব, অন্যদিকে অসহায় মানুষগুলো পড়ছে সমস্যায় এবং নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ।

খোজ নিয়ে জানা যায়, বাংলাদেশ ভুমি আইনে খাস জমি বন্দোবাস্ত পাওয়ার প্রথম অগ্রাধিকার নিঃস্ব ভুমিহিনদের। অথচ সরকারী খাসজমি ভুমিগ্রাসী বিত্তবান প্রভাবশালী মহল করায়ত্ত করে নিচ্ছে। জোর জবরদস্তি দালাল ও লাঠিয়াল সন্ত্রাসী দিয়ে খাস জমিগুলো দখল করে রাখছে কতিপয় ভুমিগ্রাসীরা।

আবু তাহের গং বছরের পর বছর ধরে একরের পর একর সরকারি জমি জোর পূর্বক ভোগ দখল করে আসছে। এ জমিতে বিভিন্ন ঘর বাড়ি স্থাপনা নির্মান সহ মাছের চাষ করে আসছিল। দীর্ঘদিন ওই জমি জবর দখলের বিষয়টি সম্প্রতি স্থানীয়দের মাধ্যমে উপজেলা প্রশাসনের নজরে আসে। উপজেলা ভুমি রাজস্ব দপ্তরের সার্ভে দলের অনুসন্ধানে বেড়িয়ে আসে সরকারি খাসজমি ভোগ দখলের নেপথ্যের রহস্য। আর এর পরই ওই জমি উদ্ধার তৎপরতা শুরু করে উপজেলা প্রশাসন ।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, চাদপাই ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও স্বঘোষিত আওয়ামী নেতা আবু তাহের মল্লিক নারকেলতলা আবাসন সংলগ্ন কয়েক বিঘা জমিতে মাছের ঘের করেন। এর মধ্যে পুরো জমিটাই সরকারের খাস খতিয়ানভুক্ত জমি রয়েছে। আবু তাহেরের সাথে প্রায় ১৭ বছর যাবত জাল দলিল করে ওই খাসজমি দখল করে মাছের ঘের করেছে প্রভাবশালী ফারুক ও তার সাঙ্গপাঙ্গরা। ওই জমির পাশ দিয়ে সরকারি রাস্তা থাকলেও মানুষ ওই রাস্তা ব্যবহার করতে পারছেন না। মোংলা উপজেলার মাকোরডোন মৌজায় চাদঁপাই ইউনিয়নেই রয়েছে প্রায় এক থেকে দেড়শ একরেরও বেশী খাস জমি। আর এ জমিগুলো এলাকার কয়েকজন ভুমি দস্যু ক্ষমতাশীন দলের নাম ভাঙ্গিয়ে জবর দখল করে রেখেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মাছের ঘেরের মধ্যে এখনো ছোট খানা করে মাছ রাখা হয়েছে। খাস জমির ওপর দিয়ে মাছের ঘেরের বেড়ি এবং ঘর বাড়ী তৈরি করা হয়েছে। পাশের জমিতে চাষ করা কৃষকেরা জানান, খাসজমি দখল করে বড়লোকেরা মাছ চাষ করছেন। অথচ গরিব মানুষ ওই জমি ভোগ করতে পারছেন না। প্রতি বছর আবু তাহের মল্লিক ও ফারুক এ জমি থেকে বড় অঙ্কের অর্থ আয় করছেন। এছাড়া নিজে মাছের চাষ করতে না পারলেও অন্যের কাছে মোটা অংকের টাকা বিনিময় বছর হিসেবে ইজারা প্রদান করছেন তারা। এখানকার ভূমিহীন মানুষেরা ওই ঘেরের বেড়ির ওপর দিয়ে হাঁটলেও তাদের বাধা দেওয়া হয়। এ সময় কৃষক আবদুল হালিম বলেন, গত বছর বর্ষার মৌসুমে তিনি মাঠে ঘাষ কাটতে যাওয়ার সময় বেড়ির ওপর দিয়ে গেলে তাঁকে নিষেধ করা হয় এবং গালমন্দ করে তার ভারাটিয়ারা।

কথা হয় এলাকার আজাহার মীরের সাথে, বছরের ১২ মাসই মাঠে কৃষি শ্রমিকের কাজ করেন। তাঁর কোনো জমি নেই। মাছের ঘেরের মধ্যে সরকারি জমি আমাদের মতো গরিব মানুষের পাওয়ার কথা। কিন্তু দখল করে খাচ্ছে বড়লোকেরা। তিনি ওই জমি ভূমিহীনদের নামে বন্দোবস্তের দাবি জানান। খাসজমি দখলমুক্ত করে উম্মুক্ত করা হলে এখানকার ভুমিহীনরা বিলের ফসল বা মাছ চাষ করে সবাই উপকৃত হবে।

নারকেলতলা আবাসনে বসবাসকারীরা জানায়, খাসজমি ভুমিহীনদের বন্দোবস্ত দিলে আমরা আর অসহায় থাকবো না। ওই সরকারি জমি দখলমুক্ত করতে এলাকার সাগর খানঁ ও আবাসনের বেশ কয়েকজন মিলে দুর্নীতি দমন কমিশনে লিখিত অভিযোগ করে। যার কারনে গত বছর বন্দরে দুর্নীতি দমন কমিশনের গনশুনানিতেও খাস জমি দখলের ঘটনা উল্লেখ করা হয় কিন্তু রহস্য জনক কারনে তা আর আলোর মুখ দেখেনী। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)র কাছেও আবেদন করা হয়েছে। তবে খাসজমি দখল করার বিষয় শুধু আবু তাহের নন, প্রভাবশালী বাবর আলী, হাবিব, স্বরমা, মহিউদ্দিন শেখ, স্বপন, ইলিয়াস, তারিন বাড়ই, উপজেলা ভুমি অফিসের জাহাঙ্গিরসহ প্রায় ১৮ জনের নামে বেনামে সরকারের এ খাস জমি ভুয়া কাগজ পত্র তৈরী করে দখল করে রাখছে। তবে জাল দলিল তৈরী করা আবু তাহের মল্লিক সত্যতা স্বীকার করে বলেন, তাঁর মাছের ঘেরের মধ্যে ২ বিঘা সরকারি জমি রয়েছে। সেটি খোদেজা বেগমের নিটক থেকে কবলা দলিল করে কিনে নেয়া হয়েছে। সরকার দাবি করলে তিনি ছেড়ে দেবেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাহাত মান্নান বলেন, সরকারি জমি অনেকে দখল করে আছেন। তালিকা তৈরী করা হচ্ছে, শিগ্রই ভুয়া দলিল ও কাগজপত্র তৈরী করে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াসহ দখল মুক্ত করা হবে সরকারের এ খাস জমি।

নাতনীকে ধর্ষনের অভিযোগে সৎ নানা ও নানী আটক

বাগেরহাট :: বাগেরহাটের মোংলায় নাতনীকে ধর্ষন করার অভিযোগে নানা ও নানীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার ভোর রাতে ধর্ষনের অভিযোগে নানা হানিফ খলিফা (৬০) ও তার স্ত্রী তাসলিম বেগম (৫০)কে আটক করা হয়। উপজেলার উত্তর চাঁদপাই গ্রামে এ ঘটনা ঘটে। এদিন সকালে আটক দু’জনকে আদালতে সোপর্দ করা হয়ছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জানান, ওই গ্রামের আবু তাহের ও ময়না বেগম দম্পত্তির মধ্যে কয়েক বছর আগে বিচ্ছেদ হয়। আর তাদের বিচ্ছেদের পর ১২ বছরের এক মাত্র শিশু কন্য নানী তাসলিমা বেগমের আশ্রয় ছিলেন।

গত ১৮ মে দিন দুপুরে নানীর দ্বিতীয় স্বামী (সৎ নানা) হানিফ খলিফা প্রলোভেন দেখিয়ে স্ত্রীর সহযোগিতায় ওই শিশুকে ধর্ষন করে। এ ঘটনা প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের মধ্যে জানাজানির একমাস পর শুক্রবার রাতে মা ময়না বেগমকে সঙ্গে নিয়ে থানায় আসে ধর্ষিত শিশুটি। এ সময় পুলিশকে ঘটনার বর্ণনা করে নির্যাতনের শিকার ওই শিশু। রাতেই এ ঘটনায় মামলা দায়ের হওয়ার পর পুলিশ আটক করে নাতনীকে ধর্ষনকারী সৎ নানা হানিফ খলিফা ও তার স্ত্রী তাসলিমা বেগমকে। পুলিশ জানায়, শিশু ধর্ষনের ঘটনায় জড়িত ধর্ষক ও তার সহযোগিতাকারী স্ত্রীকে আটক করে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।





খুলনা বিভাগ এর আরও খবর

আবারো রক্তের হোলিখেলায় মেতে উঠেছে কুষ্টিয়ার জনপদ আবারো রক্তের হোলিখেলায় মেতে উঠেছে কুষ্টিয়ার জনপদ
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনি ক্যাম্প ভাঙচুর কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনি ক্যাম্প ভাঙচুর
কুষ্টিয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত কুষ্টিয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
কুষ্টিয়ার চরমপন্থী নেতা আতিয়ার খাঁকে হত্যা করল তৃতীয় পক্ষ ফাঁসল ২য় পক্ষ -পর্ব ১ কুষ্টিয়ার চরমপন্থী নেতা আতিয়ার খাঁকে হত্যা করল তৃতীয় পক্ষ ফাঁসল ২য় পক্ষ -পর্ব ১
কুষ্টিয়াতে আওয়ামীলীগ নেতাদের নিয়ে ইউএনও’র মিটিং কুষ্টিয়াতে আওয়ামীলীগ নেতাদের নিয়ে ইউএনও’র মিটিং
কুষ্টিয়ায় পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ কুষ্টিয়ায় পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ
ঝাউদিয়া থানা বাস্তবায়নের দাবিতে মহাসড়ক অবরোধ ঝাউদিয়া থানা বাস্তবায়নের দাবিতে মহাসড়ক অবরোধ
কুষ্টিয়ার আলাউদ্দিন নগরে পিঠা উৎসব ও কৃষি মেলা কুষ্টিয়ার আলাউদ্দিন নগরে পিঠা উৎসব ও কৃষি মেলা
কুষ্টিয়ায় বিএনপি’র বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় পদবঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ কুষ্টিয়ায় বিএনপি’র বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় পদবঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ
কুষ্টিয়া মোহিনী মোহন বিদ্যাপীঠে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী কুষ্টিয়া মোহিনী মোহন বিদ্যাপীঠে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)