সোমবার ● ২২ জুন ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » করোনায় : দেশে নতুন আক্রান্ত ৩ হাজার ৫৩১, মৃত্যু ৩৯
করোনায় : দেশে নতুন আক্রান্ত ৩ হাজার ৫৩১, মৃত্যু ৩৯
ষ্টাফ রিপোর্টার :: বাংলাদেশে গত ২৪ ঘন্টায় আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে শনাক্ত করা হয়েছে ৩ হাজার ৫৩১ জনকে।
এই নিয়ে সারাদেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১২ হাজার ৩০৬ জনে। এবং মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৪৬৪ জনের। সারাদেশে মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪ জন। এই নিয়ে মোট সুস্থ প্রায় ৪৫ হাজার ৭৭ জন।
দেশের প্রতিদিনের করোনা বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, দেশের প্রায় ৬০টি ল্যাবে ১৫ হাজার ৫৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। এসব ল্যাবের পরীক্ষা মধ্যে দেশে গত ২৪ ঘন্টায় ৩৫৩১ জন শনাক্ত ও ৩৯ জনের মৃত্যু হয়। রবিবার দুপুরে বিষয়টি তিনি নিশ্চিত করেন।
চট্টগ্রামে আরও ১৯৪ জনের দেহে করোনার বিষ. মৃত্যু ২
বার্তাকক্ষ :: চট্টগ্রামে প্রায় ৬টি ল্যাবে করোনা পরীক্ষা করে গত ২৪ ঘন্টায় আরও ১৯৪ জনকে নতুন করে শনাক্ত করা হয়েছে। মোট ১৯৪ জন করোনা রোগীর মধ্যে চট্টগ্রাম মহানগরে ১২৮ জন ও উপজেলায় ৬৬ জনের দেহে নতুন করে করোনা রোগী শনাক্ত করা হয়। এছাড়া গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ২ জনের একজন মহানগরে একজন উপজেলার, মোট সুস্থ হয়েছেন ৫০ জন, মহানগরে ৪৩ জন, উপজেলায় ৭ জন।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, চট্টগ্রামের প্রায় ৬টি ল্যাবে মধ্যে করোনা পলীক্ষা করা হয় প্রায় ৬৭০ জনকে, এদের মধ্যে নতুন করে শনাক্ত হয় ১৯৪ জন। মহানগরে ১২৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। বাকি গুলো উপজেলায় এদের মধ্যে লোহাগাড়া ১ জন, সাতকানিয়া ১ জন, বাঁশখালী ১ জন, আনোয়ারা নেই, চন্দনাইশে ১১ জন, পটিয়া নেই, বোয়ালখারী ১৮ জন, রাঙ্গুনিয়া নেই, রাউজানে ১০ জন, ফটিকছড়ি নেই, হাটহাজারী ৯ জন, সীতাকুন্ড ৭ জন, মিরশ্বরাই ৮ জন, সন্ধীপ নেই।